1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইকোলাই’এর ফলে মৃত ১৮, জীবাণুর কাঠামো সনাক্ত করলো চীন

২ জুন ২০১১

মারাত্মক ইকোলাই জীবাণুর সংক্রমণের ফলে জার্মানিতে এই নিয়ে ১৭ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ রাশিয়া ইউরোপ থেকে শাক-সবজি আমদানি বন্ধ করে দিয়েছে৷

EHEC, ইকোলাই, জীবাণু
ইকোলাই জীবাণুছবি: picture-alliance/dpa

ছড়িয়ে পড়ছে ইকোলাই

জার্মানিতে ১৭, সুইডেনে ১ – আপাতত ইউরোপে ইকোলাই জীবাণুর সংক্রমণের ফলে মোট ১৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে৷ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে প্রায় ১,২০০ জনের শরীরে নিশ্চিতভাবে এই জীবাণু সনাক্ত করা হয়েছে, যদিও মোট সংখ্যা প্রায় ১,৫০০ বলে ধরে নেওয়া হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনে এই জীবাণু ধরা পড়েছে৷ ইকোলাই জীবাণুর মূল প্রকোপ আপাতত জার্মানির উত্তরাংশে সীমিত থাকলেও যারা সেই অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, তাদের মাধ্যমেও রোগ ছড়িয়ে পড়ছে৷ সুইডেনে একজনের মৃত্যুর পর ব্রিটেনেও ৩ জনের শরীরে এই জীবাণু পাওয়া গেছে৷ তারা সদ্য জার্মানি থেকে ফিরেছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনে এ জীবাণু ধরা পড়েছেছবি: picture alliance/dpa

চীন থেকে এল খবর

কিন্তু এই জীবাণু ও তার উৎস সম্পর্কে এখনো ধোঁয়াশা কাটে নি৷ ফলে রোগের মোকাবিলা করাও কঠিন হয়ে পড়েছে৷ তবে ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা ইসিডিসি'র এক প্রধান জানিয়েছেন, শাক-সবজির উৎপাদন থেকে খাবার প্লেটে পৌঁছানো পর্যন্ত কোনো এক স্তরে এই সংক্রমণ ঘটেছে৷ পরিবহন, প্যাকেজিং, পরিষ্কার করার প্রক্রিয়া অথবা পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের কাছে থাকার সময় এটা হয়ে থাকতে পারে৷ এর মধ্যে সুদূর চিনের বিজ্ঞানীরা ইকোলাই জীবাণু সম্পর্কে প্রাথমিক তথ্য দিয়েছেন৷ দক্ষিণের শেনজেন শহরের বিজ্ঞানীরা জীবাণুর জেনোম পরীক্ষা করে জানিয়েছেন, জার্মানিতে যে সুনির্দিষ্ট ইকোলাই জীবাণু ছড়িয়ে পড়ছে, তা একেবারে নতুন, অত্যন্ত সংক্রামক ও টক্সিক৷ এই তথ্যের ভিত্তিতে হামবুর্গের বিজ্ঞানীরা অনুমান করছেন, দুটি ভিন্ন জীবাণুর মধ্যে জিনের আদান-প্রদান ঘটে এই অচেনা জীবাণুর জন্ম হয়েছে৷ বিশেষ করে এর মধ্যে ‘শিগেলা' নামের টক্সিন থাকায় রোগীরা কাবু হয়ে পড়ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন গবেষণাগারে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে৷

এই জীবাণু ও তার উৎস সম্পর্কে এখনো ধোঁয়াশা কাটে নি, ফলে রোগের মোকাবিলা করাও কঠিন হয়ে পড়েছেছবি: picture alliance / dpa

বিপদ এড়াতে আপাতত মানুষ কাঁচা শাক-সবজি ও স্যালাড খাচ্ছে না৷ কিন্তু আসল কারণ জানতে না পারায় তাদের মনে আশঙ্কা থেকেই যাচ্ছে৷ কোনো রকম অ্যান্টিবায়োটিক ওষুধে কাজ না হওয়ায় এই রোগ হলে মৃত্যুর আশঙ্কা অত্যন্ত বেশি৷

রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

এর মধ্যে রাশিয়া ইউরোপ থেকে শাক-সবজি আমদানি বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ স্বাস্থ্য বিষয়ক কমিশনর জন ডালি'র দপ্তর থেকে বলা হয়েছে, স্পেনে উৎপাদিত শসা সম্পর্কে ভুল ধারণা কেটে যাওয়ার পর এই পদক্ষেপের কোনো প্রয়োজন ছিল না৷ তবে জীবাণুর উৎস চিহ্নিত করার জন্য জার্মানির উপর চাপ বাড়াচ্ছে ইইউ৷ স্পেনের প্রধানমন্ত্রী খোসে লুইস রদরিগেস সাপাতেরো পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় জার্মানি ও ইউরোপীয় কমিশনের সমালোচনা করেছেন এবং স্পেনের কৃষকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ