1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইকোলাই প্রকোপ কমে আসার সুখবর জানালো জার্মানি

৯ জুন ২০১১

জার্মানিতে ইকোলাই জীবাণুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে৷ তবে এই জীবাণুতে আক্রান্ত হওয়ার ঘটনা এখন কমে আসছে বলে জানা গেছে৷ এদিকে জার্মানির ভুলে, স্প্যানিশ সব্জির যে দুর্নাম হয়েছে -তা পুষিয়ে দেবে জার্মানি৷

বিনামূল্যে সবজি বিতরণ করা হচ্ছে মাদ্রিদেছবি: AP

গত মে মাসে হঠাৎ করে জার্মানিতে ইকোলাই জীবাণুর আক্রমণ শুরু হয়৷ এখন পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়ে ২৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ এছাড়া আরও অনেক মানুষ এখনও আক্রান্ত হচ্ছে এই রহস্যময় জীবাণুতে৷ জার্মানির রবার্ট কখ ইন্সটিটিউট আজ বৃহস্পতিবার জানিয়েছে যে, এখন পর্যন্ত ২,৮০৮ জন আক্রান্ত হয়েছে এ জীবাণুতে৷ তাদের মধ্যে ৭২২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া বৃহস্পতিবার আরও ১৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রবার্ট কখ ইন্সটিটিউট৷

জার্মান কর্তৃপক্ষের অবশ্য দাবি যে, আগের চেয়ে এখন অনেক কম মানুষই ইকোলাই জীবাণুতে আক্রান্ত হচ্ছে৷ ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছে, জার্মানির বাইরে আরও অনেক দেশে এই জীবাণু ছড়িয়ে পড়েছে৷ ইইরোপের আরও ১২টি দেশের ৯৭ জন এই জীবাণুর শিকার হয়েছে৷ এছাড়া, ইকোলাই জীবাণু অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামেরিকায় তিন ব্যক্তিকে আক্রমণ করেছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

ইকোলাই ভাইরাসের উৎসের খোঁজ চলছেছবি: picture-alliance/dpa

গত মে মাসে এই জীবাণু ছড়িয়ে পড়ার পর প্রথম সন্দেহ করা হয়েছিল যে স্পেন থেকে আসা শসা এবং লেটুসপাতাতেই বুঝি এর উৎপত্তি৷ জার্মান কর্তৃপক্ষের সতর্কতার পর টন টন সব্জি নষ্ট করা হয়৷ আর তাতে, মাথায় হাত দেয় স্প্যানিশ ব্যবসায়ীরা৷ কারণ স্পেনের সব্জি রপ্তানির শতকরা ২৫ ভাগ আসে জার্মানিতে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে জার্মানির সেই সন্দেহ ছিল ভুল৷ কিন্তু ক্ষতি যা হওয়ার তা-তো হয়েই গেছে৷ এই নিয়ে আজ জার্মান সরকারের সঙ্গে বৈঠক করেন স্পেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী দিয়েগো লোপেজ গারিদো৷ বৈঠক শেষে তিনি জানান, জার্মান সরকার স্প্যানিশ সব্জির এই ক্ষতি পুষিয়ে দিতে রাজি৷তিনি বলেন, তারা এজন্য সব্জির বিক্রি বাড়াতে সহায়তা করবে৷ শুধু তাই নয়, মন্ত্রী গারিদো জার্মান সরকারের সেই ভূল সতর্কবার্তাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন৷

উল্লেখ্য, ইউরোপীয় কমিশন ইউরোপের সব্জী চাষীদের জন্য ক্ষতিপুরণের পরিমাণ ১৫০ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ২১০ মিলিয়ন করেছে ইতিমধ্যেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ