1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইচ্ছা থাকার পরেও কথা বলতে পারিনা: সিরাজ

১০ এপ্রিল ২০১১

উন্নয়ন টিভি বাংলাদেশের একটি অনলাইন ভিডিও চ্যানেল৷ সাইটটির নির্মাতা শাহজাহান সিরাজ দাবি করেন, এটি বাংলাদেশের প্রথম অনলাইন ভিডিও চ্যানেল৷ সিরাজ এই চ্যানেলে মানবাধিকার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয় তুলে ধরছেন৷

ছবি: AP

শাহজাহান সিরাজের কাছে জানতে চাই, বাংলাদেশে গণমাধ্যম বিশেষে করে টেলিভিশন চ্যানেলের সংখ্যা অনেক৷ এতো চ্যানেল থাকা সত্ত্বেও আপনি আলাদা একটি ইন্টারনেট চ্যানেল তৈরির চিন্তা করলেন কেন? তিনি বলেন, আসলে আমাদের গতানুগতিক মিডিয়ার কিছু সীমাবদ্ধতা রয়েছে৷ যেমন স্থানের সীমাবদ্ধতা, পাশাপাশি কন্টেন্ট তৈরির সীমাবদ্ধতা৷ গতানুগতিক মিডিয়াগুলো বিজ্ঞাপনের ভিত্তিতে চলে৷ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও তার অনেক সময় বাণিজ্যিক খাতিরে সঠিক তথ্য সরবরাহ করতে পারেনা৷ এই দিক বিবেচনা করে আমি অনলাইন চ্যানেল তৈরির চিন্তা করি৷

ইন্টারনেট গতি

অনলাইনে ভিডিও চ্যানেল দেখতে চাইলে ভালো গতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়৷ এবং বাংলাদেশে ইন্টারনেটের গতি নিয়ে বেশ সমস্যা এখনো রয়েছে৷ সিরাজের কাছে প্রশ্ন ছিল, এই প্রতিবন্ধকতা অতিক্রম করেও কি আপনার চ্যানেলটি মানুষের নজর কাড়ছে ? নাকি এটি শুধুই বিদেশিদের জন্য করেছেন আপনি? তিনি বলেন, এখনও ইন্টারনেট লোকাল মিডিয়া হতে পারেনি, এটা সত্য কথা৷ তবে গ্লোবাল মিডিয়া হিসেবে ইন্টারনেটের ব্যবহার রয়েছে৷

প্রসঙ্গ মানবাধিকার

শাহাজাহান সিরাজ-এর ওয়েব সাইটে মানবাধিকার বিষয়ক বেশ কিছু ভিডিও রয়েছে৷ গণতন্ত্র বিষয়ক একাধিক ভিডিও যোগ কর হয়েছে মানবাধিকার বিভাগে৷ কিন্তু যে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হয় বাংলাদেশে, নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড৷ এই বিষয়ে কোন ভিডিও সাইটটিতে জায়গা পায়নি৷ সিরাজের কাছে জানতে চাই, আপনি এই সুনির্দিষ্ট বিষয়টি কি এড়িয়ে যেতে চাইছেন? তিনি জানান, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা দরকার৷ কিন্তু আমি ইচ্ছা থাকার পরেও কথা বলতে পারিনা৷ কারণ বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে৷

সেরা ব্লগ প্রতিযোগিতায় উন্নয়ন টিভি

উন্নয়ন টেলিভিশন ইতিমধ্যে একাধিক অ্যাওয়ার্ড জয় করেছে এবং অনেক অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হয়েছে৷ ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার বেস্ট ভিডিও চ্যানেল ক্যাটেগরিতে লড়ছে এই ভিডিও চ্যানেলটি, যার ওয়েব ঠিকানা হচ্ছে : ম্যাচিজো ডটকম / উন্নয়ন টিভি৷ বলাবাহুল্য, ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় দু'ভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ একটি হচ্ছে ইউজার প্রাইজ এবং অন্যটি জুরি অ্যাওয়ার্ড৷ ইউজার প্রাইজ জিততে হলে প্রচুর অনলাইন ভোটের প্রয়োজন হয়৷ এই প্রসঙ্গে শাহজাহান সিরাজ বলেন, আমি অবশ্যই দর্শকদের অনুরোধ করব, যেন তারা সময় পেলে আমাকে একটা ভোট দেন৷ স্বীকৃতি পেলে আমি বাংলাদেশ নিয়ে আরো ভিডিও তৈরিতে উৎসাহী হব৷

শাহজাহান সিরাজের ব্লগকে ভোট দিতে ভিজিট করুন thebobs.com ওয়েবসাইট৷ এরপর ‘ইন দ্য ক্যাটেগরি' বিভাগে বেছে নিন বেস্ট ভিডিও চ্যানেল এবং ‘আই ভোট ফর' ঘরে বাছাই করুন উন্নয়ন টেলিভিশন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতামটি৷ সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ