1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির দুর্নীতি কমানো

১ জুন ২০১৮

ইটালিতে শুক্রবার নতুন সরকার দায়িত্ব নিয়েছে৷ পুপলিস্ট এই সরকার ইউরোপীয় ইউনিয়নের দেয়া ব্যয় কমানোর পরামর্শের বিরোধী৷ বরং তারা দেশটির দরিদ্রতম ব্যক্তিদের মাসিক বেতন দিতে চায়৷

Italien Regierungsbildung | Giuseppe Conte, designierter Premierminister
ছবি: Reuters/A. Bianchi

গত মার্চ মাসে ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এরপর কয়েকদফা আলোচনা শেষে জাতীয়তাবাদী দল ‘দ্য লিগ' ও প্রচলিত শাসনব্যবস্থাবিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট'-এর মধ্যে জোট সরকার গঠিত হয়েছে৷ এতে প্রধানমন্ত্রী হিসেবে আছেন অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে৷

‘দ্য লিগ'-এর প্রধান মাটেও সালভিনি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আর ‘ফাইভ স্টার মুভমেন্ট'-এর লুইজি ডে মেও হচ্ছেন অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী৷

ইটালির নিস্ক্রিয় অর্থনীতি সচল করতে ইউরোপীয় ইউনিয়নের ব্যয় সংকোচ প্রস্তাব প্রত্যাখ্যান করতে চায় নতুন সরকার৷ পরিবর্তে তিনি তারা দেশের সবচেয়ে গরিব মানুষের জন্য মাসিক একটি আয়ের ব্যবস্থা করতে চায়৷ এছাড়া দুই স্তর বিশিষ্ট করব্যবস্থা চালুর প্রস্তাব করেছে৷ তবে দু'টি প্রস্তাব বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাসেলস৷ কারণ ইতিমধ্যে দেশটির ঋণের পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে৷

ইটালির মন্থর অর্থনীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্যয় সংকোচ নীতিকেই দায়ী মনে করে নতুন সরকার৷ তবে ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার দুরবস্থার জন্য ইইউকে দোষারোপ না করে দুর্নীতি কমিয়ে আরও বেশি কাজ করার পরামর্শ দিয়েছেন৷

এদিকে, জার্মানি বলেছে, তারা ইটালির নতুন সরকারের সঙ্গে ‘খোলামন' নিয়ে কাজ করতে আগ্রহী৷ ‘‘আমরা নতুন সরকারের সঙ্গে খোলামন নিয়ে যোগাযোগ করব এবং ভালো সহযোগিতা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করব,'' বলেন জার্মান সরকারের প্রধান মুখপাত্র স্টেফেন সাইবার্ট৷

নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি ইতিমধ্যে অভিবাসনের ‘ব্যবসা' বন্ধ করতে, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে ও অবৈধ অভিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ