1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে গুহা-হোটেলে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা

২৯ মে ২০২০

বিশ্বের অনেক প্রান্তে মানুষ বহুকাল ধরে গুহার মধ্যে বসবাস করেছে৷ ইটালির একটি অঞ্চলে এমন পরিত্যক্ত গুহাগুলিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে৷ গুহার মূল রূপ ও সরঞ্জাম যতটা সম্ভব অক্ষত রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

DW Euromaxx, Luxusurlaub in der Vergangenheit
ছবি: DW

ইটালির দক্ষিণে পাহাড়ের উপর মাটেরা শহর তথাকথিত ‘সাসি' বা গুহার মধ্যে বসতির জন্য বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে৷ অতীতে গরিব চাষিরা সপরিবারে সেখানে বসবাস করতেন৷ এখন এমন গুহা সারা বিশ্বের পর্যটকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে৷

এমন বসতি সংরক্ষণ করতে ডানিয়েলে কিলগ্রেন ১৮টি গুহার সমন্বয়ে বিলাসবহুল এক হোটেল গড়ে তুলেছেন৷ হোটেলের প্রাতরাশের ঘরটি এককালে গুহার নিজস্ব গির্জা ছিল৷ কিলগ্রেন বলেন, ‘‘সংরক্ষণের কাজ আমাদের জন্য ছিল অত্যন্ত জরুরি৷ সবকিছু অক্ষত রাখাই ছিল উদ্দেশ্য৷ এমনকি মেঝে না থাকলে আমরা মৌলিক উপাদান দিয়ে তা মেরামত করেছি৷’’

আধুনিক যুগেও গুহায় বসবাস!

02:58

This browser does not support the video element.

দরজা ও ছোট জানালা দিয়ে ভিতরে আলো প্রবেশ করে৷ দেওয়াল, ছাদ ও মেঝে নরম বেলেপাথর ও চুনাপাথর দিয়ে তৈরি৷ হাতে গোনা আসবাবপত্রগুলিও অতীতের বাসিন্দাদের কাছ থেকে পাওয়া৷ প্রতিটি ঘরে ডিজাইনার বাথটবই একমাত্র ব্যতিক্রম৷ কিলগ্রেন বলেন, ‘‘এখানকার বাথরুমই আমাদের অন্যতম বড় কুকর্ম৷ গত শতাব্দীর পঞ্চাশের দশক পর্যন্ত গুহার মধ্যে পানির সরবরাহ ছিল না৷ কিন্তু হোটেলে পানি ও বাথরুমের প্রয়োজন তো থাকেই৷ যেখানে সম্ভব আমরা গুহার মধ্যে ছড়ানো পুরানো আমলের আধারগুলিকে বেসিন হিসেবে ব্যবহার করেছি৷’’

পাশের গুহাগুলিরও সংস্কার করতে চান ডানিয়েলে৷ তবে সব গুহাকে হোটেলের ঘর হিসেবে কাজে লাগাতে চান না তিনি৷ সাংস্কৃতিক সম্পদ হিসেবে সেগুলি সুরক্ষিত রাখাই তাঁর উদ্দেশ্য৷ কিলগ্রেন বলেন, ‘‘আমার আশা, অদূর ভবিষ্যতে সুন্দর সব প্রকল্প নিয়ে প্রতিযোগীরা আসরে নামবে৷ তারা হয়তো আমাদের থেকেও ভালো কাজ করবে৷ কারণ ইটালিতে প্রায় ২,০০০ পরিত্যক্ত গ্রাম রয়েছে৷ সেখানে পর্যটনের ব্যবস্থা করে অর্থনীতি চাঙ্গা করে তোলা সম্ভব৷ তরুণ প্রজন্ম, এমনকি বয়স্করাও সেই সব বিচ্ছিন্ন জায়গা ছেড়ে চলে যাচ্ছে৷’’

গুহার মধ্যে থাকার অভিনব অভিজ্ঞতার আকর্ষণে এমনকি শীতকালেও পর্যটকরা মাটেরায় আসেন৷ তখন শহরের আদি রূপ আরও স্পষ্ট হয়ে যায়৷

মিশায়েল/গেসনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ