1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশইটালি

ইটালিতে দ্বীপ রক্ষার চেষ্টা

৭ মে ২০২৫

ইটালির দ্বীপ স্ট্রম্বোলিতে বিশ্বের অন্যতম সক্রিয় একটি আগ্নেয়গিরি আছে৷ ঐ দ্বীপে এখন প্রায় নিয়মিত ভারী বৃষ্টিপাত ও ভূমিধস হচ্ছে৷ সরকারের সহায়তায় দ্বীপের বাসিন্দারা তাদের ঘর-বাড়ি বাঁচানোর চেষ্টা করছেন৷

স্ট্রম্বোলি আগ্নেয়গিরি ও শহরের একটি অংশ
ইটালির সরকার ২০২২ সালে দ্বীপটি রক্ষার জন্য এক কোটি ৬০ লক্ষ ইউরো বরাদ্দ দিয়েছেছবি: DW

দ্বীপের বাসিন্দা ডোমেনিকো টাজিও প্রথম দর্শনেই স্ট্রম্বোলিকে ভালোবেসেছিলেন৷ তিনি বলেন, ‘‘এটা একটা স্বর্গ, আর আমি এটাকে সেভাবেই রাখার জন্য লড়াই করছি৷ আমি কখনোই এখান থেকে চলে যাবো না৷''

ডোমেনিকো টাজিও ২০ বছর আগে এখানে এসেছিলেন৷ কিন্তু তিনি এবং দ্বীপের অন্য বাসিন্দারা আর থাকতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়৷

ডোমেনিকোর বাড়িটি একটি ছোট নালার ঠিক পাশে অবস্থিত, যা সাধারণত শুষ্ক থাকে৷ কিন্তু এখন বৃষ্টি হলেই তিনি তার বাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েন, কারণ গত নভেম্বরে বৃষ্টির পর ভূমিধসে তার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল৷

একসময় তিন মিটার গভীর এক জলাধার এখন ধ্বংসাবশেষে ভরে গেছে৷ আরও বৃষ্টিপাত, হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিছু গ্রামবাসী ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছেন৷

গত দুই বছরে স্ট্রম্বোলিতে বেশ কয়েকটি দুর্যোগ হয়েছে৷ ২০২২ সালের মে মাসে দ্বীপের প্রায় অর্ধেক আগুনে পুড়ে গিয়েছিল - যার মধ্যে ঢালুতে থাকা গাছের শিকড় ও গাছপালাও ছিল, যা একসময় গ্রামটিকে ভূমিধসের হাত থেকে রক্ষা করতো৷

২০২৪ সালের জুলাই মাসে আগ্নেয়গিরির শক্তিশালী অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির কোণে প্রচুর ছাই জমে যায়৷

দ্বীপের বাসিন্দারা এখন লাভা আর ছাই সরানোর কাজে ব্যস্ত৷ তাদের অনেকেই মনে করেন, তাদের এই সমস্যা মানুষেরই তৈরি৷ কারণ, বছরের পর বছর ধরে নালাগুলি পরিষ্কার করা হয়নি৷

ঠিক এই কাজ করতেই কয়েকটি খনন যন্ত্র ভাড়া করা হয়েছিল৷ কিন্তু এগুলো দিয়ে কাজ করা হচ্ছে না৷ তহবিলের কোনো অভাব নেই৷ ইটালির সরকার ২০২২ সালে দ্বীপটি রক্ষার জন্য এক কোটি ৬০ লক্ষ ইউরো বরাদ্দ দিয়েছে৷

কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা কাজটি ধীর করে দিচ্ছে বলে জানান লিপারি দ্বীপপুঞ্জের পরিবেশ বিষয়ক কাউন্সিলর কারোলিনা বার্নাও৷ তবে তিনি জানান, ‘‘আমরা স্ট্রম্বোলির ১২টি নালার সবগুলোর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি৷ পরিকল্পনা প্রায় শেষ৷ শিগগিরই একটি নির্মাণ সংস্থাকে কাজটি করার জন্য নিযুক্ত করা হবে৷ ২০২২ সালের ঝড়ে ধ্বংস হওয়া আটটি রাস্তাও আমরা পুনর্নির্মাণ করতে যাচ্ছি৷''

ডোমেনিকো মনে করছেন, পরিকল্পনা বাস্তবায়নে অনেক বেশি সময় নেওয়া হচ্ছে৷ তার মতে, বাস্তবায়নের নিয়মকানুন সহজ হওয়া উচিত৷

ডোমেনিকো বলেন, ‘‘প্রশাসন যদি শুধু নালাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতো, নদীগুলো পরিষ্কার রাখতো, গাছ লাগাতো আর এত বেশি নির্মাণ না করতো, তাহলে সম্ভবত এই সমস্যা শুরুই হতো না৷''

ডোমেনিকো ও তার প্রতিবেশীরা আপাতত গত ঝড়ের ময়লা সরানোর কাজ করছেন৷ তবে নতুন করে আরেকটি ঝড় আসলে সেটি স্ট্রম্বোলির বাসিন্দাদের জন্য নতুন বিপর্যয় ডেকে আনতে পারে৷

স্ট্রম্বোলির ডোমেনিকো কেন ছাড়তে চান না তাঁর প্রিয় দ্বীপ?

03:59

This browser does not support the video element.

গুস্তাভ হফার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ