1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে প্রমোদতরী দুর্ঘটনা: আরও পাঁচটি মৃতদেহ ঊদ্ধার

১৭ জানুয়ারি ২০১২

ইটালিতে দুর্ঘটনায় পড়া প্রমোদতরী থেকে নিখোঁজ যাত্রী ঊদ্ধারের কাজ চলছে৷ মঙ্গলবার আরও পাঁচজনের মৃতদেহ ঊদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ ফলে এখন নিহতের সংখ্যা ১১৷

দুর্ঘটনায় কোস্টা কনকোর্ডিয়াছবি: REUTERS

ঊদ্ধারকাজের সর্বশেষ

সোমবারের চেয়ে আজ মঙ্গলবারের আবহাওয়া কিছুটা ভাল থাকায় ঊদ্ধার তৎপরতা চলছে পুরোদমে৷ ঊদ্ধারকর্মীদের সুবিধার্থে কোস্টা কনকোর্ডিয়া নামের ঐ বিশালাকার জাহাজটির একটি অংশে বিস্ফোরণের ফলে ফুটোর সৃষ্টি করা হয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে, এখনো ২৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন৷ এর মধ্যে ১৪ জন জার্মান নাগরিক রয়েছেন৷ এছাড়া একজন ভারতীয় রয়েছেন বলেও খবর বেরিয়েছে৷ ইটালির একটি পত্রিকা এক জার্মান নাগরিকের মৃতদেহ ঊদ্ধারের খবর দিলেও জার্মানির পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি৷

পরিবেশ দূষণের আশঙ্কা

ছবি: REUTERS

ঊদ্ধারকর্মীদের এক মুখপাত্র বলছেন, সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম৷ কারণ জাহাজটি স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ তিনি বলছেন কোস্টা কনকোর্ডিয়া কোনো তেলের ট্যাঙ্কার নয়৷ তবে তারপরও তারা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন৷ তেল পড়লেও সেটা শুষে নেয়ার মতো ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে৷ এদিকে হল্যাণ্ডের একটি কোম্পানি জাহাজ থেকে পাম্প করে তেল বের করে নেয়ার কাজ করবে বলে জানিয়েছে৷ এজন্য তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে৷ এভাবে তেল বের করতে তিন সপ্তাহ লেগে যেতে পারে বলে জানা গেছে৷

ক্ষতিপূরণ মামলা

ফরাসি পর্যটকরা এমন হুমকি দেয়ার পর কোস্টা কনকোর্ডিয়ার ফ্রান্স শাখা সব ফরাসি যাত্রীদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে৷ দুর্ঘটনার সময় ঐ প্রমোদতরীতে প্রায় সাড়ে চারশো ফরাসি নাগরিক ছিলেন বলে জানা গেছে৷ এদিকে ইটালির ৭০ জন যাত্রীও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে কনজিউমার রাইটস এসোসিয়েশন ‘কোডাকোনস'৷ সংগঠনের প্রধান বলছেন তারা একেক যাত্রীর জন্য কমপক্ষে ১০ হাজার ইউরো ক্ষতিপূরণের আশা করছেন৷ ক্ষতিপূরণের দাবির মধ্যে রয়েছে, যাত্রীদের ছুটির সময় নষ্ট করা, দুর্ঘটনার কারণে ভয়ের তীব্রতা অনুভব এবং জীবনের ঝুঁকি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ