1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে বর্ণবাদ: দু'মাসে হামলার শিকার ৯ জন

১৭ আগস্ট ২০১৮

বিভিন্ন গোত্রের মানুষের উপর প্রকাশ্যে করা বর্ণবাদী হামলা ইটালিতে জাতিগত ভেদাভেদের বিষয়টিকে আবারো আলোচনায়  নিয়ে এসেছে৷

ছবি: DW/Y. Gostoli

চলতি বছরের জুলাই মাসের কোনো এক শেষ রাতের ঘটনা৷ এয়ারগান থেকে ছোড়া গুলিটি দেশটির গাছপালায় বেষ্টিত ফর্লি শহরের নীরবতায় ছেদ ঘটালেও শহরবাসীর কেউই এটিকে খুব একটা গুরুত্ব দেয়নি৷ গুলিটি কিন্তু লক্ষ্যহীন ছিল না কিংবা লক্ষ্যভ্রষ্টও হয়নি৷ ইতালিতে প্রায় ১০ বছর ধরে বাস করা আইভরিকোস্টের নাগরিক ৩৪ বছর বয়সি হুগুয়েস মেসু-র তলপেটে গিযে লাগে গুলি৷ ‘‘আগেও আমি অনেক বর্ণবাদী আচরণের শিকার হয়েছি৷ তারপরও ভাবিনি যে, শহরটি এতটা অনিরাপদ৷'' ডয়চে ভেলেকে জানান মেসু৷ ‘‘শেষ রাতের দিকে আমি বাইকে করে বাসায় ফিরছিলাম৷ হঠাৎ করেই একটি গাড়ি কয়েক মুহুর্তের জন্য আমার সামনে এসে থামল৷ গাড়ির ভেতর অন্তত দুজন মানুষ ছিলেন, ''  স্থানীয় পুলিশের কাছে এভাবেই অভিযোগ করেণ তিনি৷

মেসু জানান, এই স্থানটিতে পর পর দুদিন বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে৷ হামলা যে-ই করুক তাদের উদ্দেশ্য ছিল ‘কালো'দের আঘাত করা৷ মেসু তা-ই মনে করেন৷ স্থানীয় পুলিশ জানায়, তারা মেসুর উপর হামলার ঘটনাটি তদন্ত করছেন৷ মেসুর উপর হামলার ঠিক দু'দিন আগে একজন নাইজেরিয়ান মহিলা দুর্বৃত্তদের গুলিতে আহত হন৷ তবে আহত ওই নারী কোনো অভিযোগ করেননি বলে জানা যায়৷

গত ৫০ দিনে দেশটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর নয়টি হামলার ঘটনা ঘটেছে৷ আহতদের মধ্যে এক বছর বয়সি একটি শিশুও রয়েছে৷ দেশটির একজন সরকারি কর্মকর্তার গুলিতে আহত হয় শিশুটি৷ গুলি করার কথা শিকার করে ওই কর্মকর্তা পুলিশকে জানান. তিনি তাঁর বন্দুকটি পরীক্ষা করছিলেন৷   

ভিন্নভাবে একই ঘটনা

নাপোলি শহরে বসবাসরত মালি থেকে আসা  দুই অভিবাসী  স্থানীয় গণমাধ্যমকে জানান, গত জুলাইয়ের ১১ তারিখে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ তাঁরা আরো জানান, দুর্বৃত্তরা এসময় ডানপন্থি ‘লীগ' দলেন নেতা ও দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটেও সালভিনির পক্ষে স্লোগান দিচ্ছিল৷

তার একমাস পর দুর্বৃত্তদের গুলিতে আহত হন নাইজেরিয়ার দু'জন নাগরিক৷ রোমের দক্ষিণে অবস্থিত লাটিনা শহরের এ ঘটনার চিত্রটিও ছিল একই রকম৷ দুর্বৃত্তরা গাড়ি থেকে গুলি করে এ দুই নাইজেরিয়ানকে৷ একই  শহরে গত জুলাই মাসের শেষদিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইটালিতে বাস করা আফ্রিকার কেপ ভেরদের এক নাগরিক৷ কেপ ভেরদের এ অভিবাসী মাচা বানানোর কাজ করছিলেন৷ এ সময় পার্শ্ববর্তী বাসার ব্যালকনি থেকে ছোড়া একটি গুলিতে তিনি আহত হন৷ এদিকে গুলি ছোড়া ব্যক্তি পুলিশকে জানায়, তিনি একটি কবুতরকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন৷ একই রকম ঘটনার শিকার হন সেনেগাল থেকে আসা এক অভিবাসী৷ ৩২ বছর বয়সি ওই ফেরিওয়ালাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা  একটি স্কুটার থেকে তিন বার গুলি করে৷ 

সাম্প্রতিক এসব হামলার বিষয়ে আইভরি কোস্টের নাগরিক মেসু ডয়চে ভেলেকে বলেন ‘‘দুর্বৃত্তরা ধরা না পড়া পর্যন্ত আতঙ্ক থেকেই যাচ্ছে৷ ফর্লি শহর আগে অনেক নিরাপদ ছিল, কিন্তু সম্প্রতি এ শহরটিতে এ ধরনের হামলার ঘটনা বাড়ছে৷'' তিনি মনে করেন, রাজনীতিবিদদের এ বিষয়ে নজর দেয়া উচিত৷

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি অবৈধ অভিভাসীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ঘোষনা দিয়েছেন৷তাঁর মতে, বর্ণবাদের এ সমস্যাটি মূলত ‘বাম রাজনীতিবিদরা তৈরি করেছে৷'

প্রকাশিত হচ্ছে না সব ঘটনা

ইটালিতে ‘হেট ক্রাইম' নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে৷ তবে অফিস ফর ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশন অ্যান্ড হিউমেন রাইটসের তথ্য অনুযায়ী, অধিকাংশ হামলার ঘটনাই বর্ণবাদ ও জেনোফোবিয়া থেকেই ঘটছে৷ অভিযোগ আছে যে, বর্ণবাদী হামলাকে ধামাচাপা দিতে চায় দেশটির পুলিশ৷ দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগের দিন দুর্বৃত্তের গুলিতে নিহত হয় সেনেগালের ফেরিওয়ালা৷ ফ্লোরেন্স শহরে ঘটা এ হামলা ‘তুচ্ছ কারণে ঘটেছে‘ বলে নথিভুক্ত করেছে পুলিশ৷

দেশটিতে বর্ণবাদী হামলার বিষয়ে সামাজিক সংগঠন লুনারিয়া'র প্রেসিডেন্ট  গ্রাসিয়া নালেট্টো ডয়চে ভেলেকে বলেন,  সব ঘটনা প্রকাশিত হচ্ছে না৷ ‘‘আমরা সাধারণত বড় ঘটনাগুলো নিয়েই কথা বলি৷ এর মধ্যে আবার অনেক ঘটনাকে কর্তৃপক্ষ বর্ণবাদী হামলা বলে চিহ্নত করছে না৷'' 

লেনিয়া গোস্টোলি/এএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ