1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে বাড়ি ভেঙে অন্তত তিনজনের মৃত্য়ু

২৩ সেপ্টেম্বর ২০২৪

বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনো একজন ধ্বংসস্তূপে আটকে।

ইটালিতে বিস্ফোরণে ধ্বংস বাড়ি
এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছেছবি: Vigili del Fuoco/Handout via REUTERS

রোববার ইটালির নেপলসে একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে বলে পুলিশ জানতে পারে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একটি ছয় এবং একটি চার বছরের শিশু আছে। ছয় বছরের পুত্র সন্তান এবং চার বছরের কন্যা সন্তানের সঙ্গে তাদের মায়েরও মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় বাবা এবং তার দুই বছরের পুত্র সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারীদের অনুমান এখনো ধ্বংসস্তূপে শিশুদের দিদা আটকে আছেন। তবে যত সময় যাচ্ছে তত তার বেঁচে থাকার সম্ভাবনা কমছে।

ধ্বংসস্তূপে আটক এক বৃদ্ধাছবি: Vigili del Fuoco/Handout via REUTERS

উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর সময়েও বাড়ির বিভিন্ন অংশ খসে খসে পড়ছে। সে কারণে দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে ওই শিশুদের দিদা এখনো বেঁচে আছেন বলেই কোনো কোনো উদ্ধারকর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। গ্যাস লিকের আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে পুরো ঘটনাটি ঘটল, তা এখনো স্পষ্ট নয়। শিশুদের দিদা ছাড়া ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।

এসজি/জিএইচ (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ