1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় বাংলাদেশিরা

১৭ জুলাই ২০২০

অনেকটা বাধ্যতামূলকভাবেই করোনা পরীক্ষা করাতে হচ্ছে ইটালিতে বসবাসরত বাংলাদেশিদের৷ যারা ইটালিতে ফিরেছেন শুধু তারাই নয়, যারা আগে থেকে বসবাস করছেন তাদেরকেও করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে৷

Italien Bangladescher obligatorisch auf COVID-19 getestet werden
ছবি: DW/A. Islam

ইটালির রোমে একটি স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার করোনা পরীক্ষার জন্য অপেক্ষারত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন ডয়চে ভেলের আরাফাতুল ইসলাম৷ সেখানকার একজন স্বেচ্ছাসেবী জানান, অন্য বিদেশিদের জন্য না হলেও বাংলাদেশিদের পরীক্ষা এখন বাধ্যতামূলক৷ গত কয়েকদিনে সেখানে সাত হাজারের বেশি প্রবাসী পরীক্ষা করিয়েছেন৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ কেউ কেউ বাংলাদেশ থেকে এসেছেন, বাকিরা ফেরত আসাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন৷

প্রবাসীদেরকে তাদের কর্মস্থল থেকেও করোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে৷ রাকিব নামে একজন বলেন, ‘‘আমি দেশে যাইনি৷ কিন্তু দুই দিন আগে আমার ‘বস’ বলেছেন, যেসব বাঙালিরা রেস্টুরেন্টে কাজ করে তাদের সবার পরীক্ষা করতে হবে৷ সেইজন্যেই আসা৷’’

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ থেকে গিয়ে কিছু বাংলাদেশি কোয়ারান্টিনের শর্ত মানেননি৷ ‘সম্ভবত’ তাদের কেউ কেউ সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছেন৷

পরীক্ষা করাতে আসা জামাল নামে একজন বলেন, প্রবাসীরা যদি নিজেরা সতর্ক থাকতেন তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না৷ ‘‘আমাদের নিজেদের দোষেই এই আতঙ্ক ছড়িয়েছে৷ এ কারণে বাধ্যতামূলকভাবে এখন সবার করোনা পরীক্ষা করতে হচ্ছে৷’’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে লাৎসিও অঞ্চলে প্রায় ৩০ হাজারবাংলাদেশির সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে৷ সেখানে গত এক সপ্তাহে পাঁচ হাজার জনের পরীক্ষার মধ্যে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে৷

মোহাম্মদ রাসেল মিয়া ১ জুলাই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইটালিতে ফিরেছেন৷ তিনি জানান, ১৭ দিন বাসায় থাকার পর বিস্তারিত জানতে সরকারি কার্যালয়ে ফোন করেছিলেন৷ সেখান থেকেই তাকে পরীক্ষার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রটিতে যেতে বলা হয়েছে৷

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ মোট ১২টি দেশ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট নিষিদ্ধ করেছে ইটালির সরকার

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ