1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইটালি

ইটালিতে সব ‘নব্য-ফ্যাসিস্ট’ দল নিষিদ্ধ করার দাবি

৯ জানুয়ারি ২০২৪

ইটালির রোমে কট্টর ডানপন্থি দলগুলোর সমাবেশে ‘ফ্যাসিস্ট কায়দায় স্যালুট ও স্লোগান' দেয়ার ভিডিও নিয়ে বিতর্ক চলছে৷ দলগুলোকে নিষিদ্ধের দাবি তুলেছে সরকারবিরোধীরা৷

সাত জানুয়ারি নব্য ফ্যাসিস্টদের একটি দলের সমাবেশ
রোববারের সমাবেশের ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘ফ্যাসিস্ট কায়দায়’ স্যালুট ও স্লোগান দিতে দেখা যায়ছবি: Francesco Benvenuti/AP Photo/picture alliance

নব্য-ফ্যাসিস্ট দল হিসেবে পরিচিত এমএসআই-এর সাবেক প্রধান কার্যালয়ের সামনে গত রোববার সমাবেশ করেছে কট্টর ডানপন্থিরা৷ এমএসআই থেকেই পরবর্তীতে ব্রাদার্স অব ইটালির উত্থান হয়, যার প্রতিষ্ঠাতাদের একজন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি৷

দক্ষিণ পূর্ব ইটালিতে নব্য-ফ্যাসিস্ট তিন নেতার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ আয়োজন হয়৷ তাদের দুইজনকে গুলি করে হত্যা করেছিল সন্দেহভাজন কট্টর বামপন্থি বিদ্রোহীরা৷ এর ফলে সৃষ্ট দাঙ্গায় পুলিশের গুলিতে তৃতীয়জনের মৃত্যু হয়৷

রোববারের সমাবেশের ভিডিওতে অংশগ্রহণকারীদের‘ফ্যাসিস্ট কায়দায়’ স্যালুট ও স্লোগান দিতে দেখা যায়৷ এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সরকারবিরোধীরা৷ মধ্যপন্থি হিসেবে পরিচিত অ্যাকশন পার্টির প্রধান কার্লো ক্যালেন্ডা বলেন, ‘‘এটি ইউরোপীয় গণতন্ত্রের জন্য অবমাননাকর ও অগ্রহণযোগ্য৷''

নব্য-ফ্যাসিস্টরা তাদের পূর্বসুরীদের স্মরণে প্রতিবছর এই আয়োজন করলেও সেখানে ফ্যাসিস্ট ভাবধারার বহিঃপ্রকাশের বিরোধিতা করে আসছে বিভিন্ন দল৷ ডেমোক্র্যাটিক পার্টির নেতা এলি শ্লাইন বলেন, ‘‘দেখে মনে হয় এটা ১৯২৪ সাল৷’’ ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির নির্বাচনে জয়লাভ ও বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধের বছর ছিল ১৯২৪৷ শ্লাইন বলেন, ‘‘যা ঘটেছে তা অগ্রহণযোগ্য৷ সংবিধান অনুযায়ী নব্য-ফ্যাসিস্ট দলগুলোকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে৷''

যুদ্ধ পরবর্তী ইটালির সংবিধান মুসোলিনির দলকে নিষিদ্ধ করে৷ কিন্তু কট্টর ডানপন্থিরা একই ভাবধারায় ভিন্ন নামে নতুন নতুন দলের আত্মপ্রকাশ করেছে৷

নব্য-ফ্যাসিস্টদের সমাবেশ নিয়ে এখনও মুখ খোলেনি ক্ষমতাসীন জোটের অংশীদার ব্রাদার্স অব ইটালি৷ তবে কিছুটা মধ্যপন্থি হিসেবে পরিচিত ফোর্ৎজা ইটালিয়ার নেতা পররাষ্ট্রমন্ত্রী আন্টনিও টাজানি বলেছেন, ‘‘একনায়কতন্ত্রের যেকোন উদযাপন নিষিদ্ধ করা উচিত৷'' তিনি বলেন, ‘‘ইটালিতে আইনে বলা আছে আপনি ফ্যাসিবাদের জন্য ক্ষমাপ্রার্থনা করতে পারবেন না৷''

ইটালির বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি তরুণ বয়সে মুসোলিনির ‘গুণমুগ্ধ' হিসেবে পরিচিত ছিলেন৷ তবে সেই অবস্থান থেকে এখন সরে এসেছেন বলে জানিয়েছেন৷ ২০২১ সালে তিনি বলেছেন, তার দলে ‘ফ্যাসিবাদ, বর্ণবাদ ও ইহুদিবিদ্বেষের' কোনো জায়গা নেই৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ