1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে সমকামীদের মধ্যে ‘সিভিল ইউনিয়ন' বৈধ

৭ আগস্ট ২০১৬

বিতর্কিত এক আইনের অনুমোদনের পর ইটালিতে সমকামীদের মধ্যে ‘পার্টনারশিপ' বা যৌথজীবন বৈধতা পেয়েছে৷ যদিও ক্যাথলিক চার্চ এবং আরো কয়েকটি গ্রুপ শক্তভাবে এর বিরোধিতা করেছিল৷

রোমো ইটালিয়ান গে প্রাইড
ছবি: imago/Pacific Press Agency

গত সপ্তাহ থেকে ইটালির টাউনহলগুলোতে সমকামীদের মধ্যে সম্পর্ক নিবন্ধনের আবেদন জমা পড়তে শুরু করেছে৷ ইতিমধ্যে অনেকেই নিজেদের মধ্যকার সম্পর্কের আইনি বৈধতা পেয়েছেন৷ যদিও এটি বৈধ হওয়ার পর সবার আগে কারা তাঁদের সম্পর্ক নিবন্ধন করেছেন সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে৷

কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম সমকামী দম্পতি হিসেবে হেলেন এবং দেবোরাহ ২৪শে জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যকার ‘সিভিল ইউনিয়নের' আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন৷ ইটালির শহর বোলোগনার বাসিন্দা আলোচিত দম্পতি৷ তবে ইটালির দৈনিক রিপাবলিকা জানিয়েছে, নতুন আইনের আওতায় গত ২০ জুলাই প্রথম নিবন্ধনটি হয়ে গেছে৷ মিলানের একটি হাসপাতালে এক নারী তার অসুস্থ বান্ধবীর সঙ্গে সম্পর্ক আইনের চোখে বৈধ করে নেন৷

উল্লেখিত, বিতর্কিত আইনটি গত মে মাসে ইটালির সংবিধান অনুমোদন করে৷ তবে রোমান ক্যাথলিক চার্চের বাধার কারণে আইনটি গত কয়েকবছর আটকে রেখেছিল৷ এটি যাতে অনুমোদন না দেয়া হয়, সেজন্য চলতি বছর শুরুতে রোমে বড় ধরনের বিক্ষোভেরও আয়োজন করা হয়েছিল৷

আইনি অনুমোদনের পর রিপাবলিকা পত্রিকাকে একজন আর্চ বিশপ জানিয়েছেন, এটি ‘‘ক্রিপিং ফ্যাসিজমের'' এক উদাহরণ কেননা ‘‘দেশের একটি বড় অংশের আপত্তি সত্ত্বেও'' আইনটি পাস করা হয়েছে৷

প্রসঙ্গত, সমকামীদের মধ্যকার সম্পর্ককে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ায় গতবছর ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার আদালতের সমালোচনার মুখে পড়ে ইটালি৷ এখন এ ধরনের সম্পর্কের বৈধতা দেয়ায় ইউরোপের আর কোনো বড় দেশ বাকি নেই যেটি সমকামীদের সম্পর্ককে আইনি বৈধতা দেয়নি৷ তবে এই বৈধতা বিয়ের মতো সমান অধিকার নিশ্চিত করে না৷ ফলে সম্পর্কের আইনি বৈধতা থাকলেও সন্তান দত্তক নিতে পারবে না সমকামী দম্পতি৷

এআই/ডিজি (এএফপি, রিপাবলিকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ