1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে টহল শুরু

১৬ অক্টোবর ২০১৩

সম্প্রতি ইটালির সমুদ্রসীমায় পরপর দুটি নৌকাডুবিতে হাজারো মানুষ নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ সমুদ্র ও আকাশ পথে টহলের কাজ শুরু করেছে ইটালি৷

migrants who died after their boat capsized close to the island. It is thought at least 274 people died and divers are still trying to recover the remainder of the bodies. (Photo by Tullio M. Puglia/Getty Images)
ছবি: Getty Images

সমুদ্রে চোরাচালানকারী এবং অন্য দেশ থেকে আগত আশ্রয়প্রার্থী অভিবাসীদের ভয় দেখাতে মঙ্গলবার থেকে ভূমধ্যসাগরে টহল শুরু করেছে ইটালি৷ সেই কাজে ব্যবহার করা হচ্ছে চালকবিহীন বিমান বা ড্রোন, যেগুলো সমুদ্রে ডুবে যাওয়া যাত্রীবাহী নৌকাগুলোকে সনাক্ত করবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্জেলিনো আলফানো জানিয়েছেন, এ মাসে দু-দুটি নৌকাডুবির ঘটনার পর সোমবার প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী এনরিকো লেটা৷ তিনি জানান, অপারেশন ‘মেয়ার নস্ট্রাম'-কে এই টহলের দায়িত্ব দেয়া হয়েছে৷

প্রতিরক্ষামন্ত্রী মারিও মাওরো জানিয়েছেন, ইটালির দক্ষিণাঞ্চলের সমুদ্রসীমায় পাঁচটি যুদ্ধজাহাজ স্থাপন করা হয়েছে, যার একটির ‘ডক'-এ শরণার্থীদের জন্য জায়গা রাখা হয়েছে৷

জানা গেছে, এরই মধ্যে ভূমধ্যসাগরে তিনটি নৌ-যান টহল দিচ্ছে, যার সাথে আছে ছয়টি কোস্ট গার্ড পেট্রোল বোট এবং ছয়টি বর্ডার গার্ড পেট্রোল বোট৷ টহল দিচ্ছে বিমান ও হেলিকপ্টারও৷ মাওরো জানান, সমুদ্রে যাঁরা বিপদে পড়বেন তাঁদের উদ্ধারের লক্ষ্যেই এই অভিযান৷

ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেটাছবি: picture-alliance/dpa

এছাড়া রাতে কাজ করার ক্ষমতা সম্পন্ন আরো দুটি গোয়েন্দা বিমান এই টহল অভিযানে যুক্ত করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী এনরিকো লেটা জানান, এটা খুবই দুঃখজনক যে ভূমধ্যসাগর একটি মৃত্যুর সাগরে পরিণত হয়েছে৷

প্রসঙ্গত, ৩রা অক্টোবর ইটালি ও পার্শ্ববর্তী দেশ মাল্টার মধ্যবর্তী সমুদ্রসীমায় এক নৌকাডুবির ঘটনা ঘটে৷ এতে ৩৬ জন সিরীয় শরণার্থী নিহত হয়৷

এর সপ্তাহখানেক আগে ইটালির লাম্পেডুসা দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় বড় ধরনের নৌকাডুবিতে ৫০০ অভিবাসীর মধ্যে ৩৬৪ জন নিহত হন৷

ইটালি এর আগে এই অভিবাসীদের ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়েছিল৷ সাম্প্রতিক নৌযান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর আবারো ইইউ-র সহায়তা চেয়েছে ইটালি৷

জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসেব অনুযায়ী, এ বছর ইটালি ও মাল্টায় ৩২ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে, যাদের বেশিরভাগই এরিত্রিয়া, সোমালিয়া ও সিরিয়া থেকে এসেছে৷

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৪ ও ২৫ তারিখে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের জন্য এখন অপেক্ষায় আছেন তাঁরা৷ আশা করছেন, ভূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনা এবং ইউরোপের অভিবাসী নীতি নিয়ে সেখানে আলোচনা হবে৷

এপিবি/ডিজি (এএফপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ