1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর দায় স্বীকার

২০ নভেম্বর ২০১৫

ইটালির নাগরিকের ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ ‘সন্দেহভাজনদের' গ্রেপ্তার করা হলেও হামলার কারণ এখনো জানা যায়নি৷ আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিদেশি নাগরিকদের নিরাপদে রাখার চেষ্টা চলছে৷

Bangladesch Angriff Piero Arolari
ছবি: picture alliance/AP Photo

বাংলাদেশে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ সম্প্রতি এক ইটালীয় ও এক জাপানি নাগরিককে হত্যা এবং শিয়াদের ওপর বোমা হামলা ও দিনাজপুরে আরেক ইটালীয় নাগরিককে হত্যাচেষ্টার দায় স্বীকার করেছে তারা৷

আইএস-এর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক'-এ সাম্প্রতিক এ হামলাগুলোর দায় স্বীকার করা হয় ৷ হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করার পাশাপাশি ইসলামি এি জঙ্গি সংগঠনটি সরকার যে সম্প্রতি ‘দেশে আইএস নেই' বলে প্রচার করছে, এই প্রচারণাকেও মিথ্যা বলে দাবি করেছে৷

হামলার স্বীকার সর্বশেষ বিদেশি নাগরিক ডা. পিয়েরো পারোলারির এখন চিকিৎসা চলছে৷ ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর হামলা শুরু হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

এদিকে ডা. পিয়েরোর ওপর হামলার পর দিনাজপুরে অবস্থানরত সব বিদেশি নাগরিককে নিরাপত্তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিনাজপুর জেলায় অবস্থানরত ৫১৫ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে৷

ডা. পিয়েরোর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে৷ হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টুকে রিমান্ডে নেয়া হয়েছে৷ পুলিশ ১০ দিনের রিমান্ড দাবি করলেও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

প্রিয় পাঠক, নীচে মন্তব্যের ঘরে বিদেশিদের ওপর হামলার নিন্দা জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ