1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইটালি

ইটালির নির্বাচনে ডানপন্থিদের ক্ষমতায় আসার আভাস

২৫ সেপ্টেম্বর ২০২২

ইটালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে৷ দেশটিতে আজ রোববার স্থানীয় সময় সতাল ৭টা ভোট গ্রহণ শুরু হয়েছে৷ রাত ১১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷

Wahl in Italien - Stimmabgabe
ছবি: Alessando Di Marco/Asna/picture alliance

গত জুলাই মাসে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগের পর তার নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে৷ এই পটভূমিতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন যাকে ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে৷

আন্তর্জাতিক গণমাধ্যগুলো বলছে, নির্বাচনে কট্টর ডানপন্থি দল ক্ষমতায় আসতে পারে৷ আর তা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে ইটালির প্রথম কট্টর ডানপন্থি সরকার৷

 ভোটার সংখ্যা

ইটালির রাজনৈতিক নেতাদের দুর্নীতি ও কেলেঙ্কারির কথা প্রায়শই শোনা যায়৷ ফলে ইউরোপের চতুর্থ বৃহৎ অর্থনীতির এই দেশটিতে খুব ঘন ঘন সরকারের পতন ঘটে আর একারণে প্রায়ই নির্বাচন অনুষ্ঠিত হয়৷

ইটালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসা জানায়, রোববারের নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় পাঁচ কোটি৷

এর মধ্যে ৪৭ লাখ লোক দেশের বাইরে থেকে ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে৷

আর চলতি নির্বাচনে নতুন ভোটার সংখ্যা প্রায় ২৭ লাখ৷

ইটালির নানদের ফুটবল দল

00:45

This browser does not support the video element.

সর্বশেষ অনুষ্ঠিত ২০১৮ সালের নির্বাচনে দেশটির ভোটারদের শতকার ৭২ দশমিক নয় ভাগ ভোট প্রদান করেছিলেন৷ চলতি বছর ভোট দানের হার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷    

গুরুত্বপুর্ণ প্রার্থী যারা

পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র বড় রাজনৈতিক দলগুলো অন্তত দুটি রাজনৈতিক শিবিরে, ডানপান্থি ও বামপন্থি, বিভক্ত হয়েছে৷

ডানপন্থি রাজরৈতিক দলগুলোর জোটে তিনটি বড় রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে৷ এর নেতৃত্বে রয়েছে জর্জা মেলোনির ব্রাদার্স অব ইটালি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয়তাবাদী রাজনীতিক মাত্তেও সালভিনির নর্দার্ন লিগ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী নেতা সিলভিও বারলুসকোনির গো ইটালি৷

আর অন্যদিকে আছে বামপন্থি রাজনৈতিক দলগলোর একটি জোট যার নেতৃত্বে রয়েছে প্রফেসর এনরিকো লেত্তার ডেমোক্রেটিক পার্টি৷ 

ডানপন্থিদের ক্ষমতায় আসার আভাস  

সম্প্রতি সুইডেনের নির্বাচনে ডানপন্থি দল ক্ষমতায় আসে৷ এ কারনে পশ্চিম ইউরোপের দেশ  ইটালির নির্বাচনের দিকে বাড়তি আগ্রহ বিশ্লেষকদের৷

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ব্রাদার্স অব ইটালি এগিয়ে রয়েছে৷ ফলে মাত্তেও সালভিনির নর্দার্ন লিগ ও সিলভিও বারলুসকোনির গো ইটালিকে সাথে নিয়ে ডানপন্থি সরকার গঠন করতে পরার সম্ভাবনার কথা বলা হচ্ছে ৷

আর এই জোট জয়ী হলে মেলোনি হবেন ইটালির ইতিহাসে প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী৷ আর দেশটিতে একনায়ক মুসোলিনির পর তিনি হবেন ক্ষমতায় আসা প্রথম কোনো ডানপন্থি নেতা৷

নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেছে, মেলোনির ব্রাদার্স অব ইটালি প্রায় ২৫ ভাগ সমর্থন রয়েছে৷ আর এই জোটের প্রতি শতকরা ৪৮ ভাগ ভোটারের সমর্থন রয়েছে৷

তাদের প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোটের প্রতি রয়েছে ২৯ ভাগ ভোটারের সমর্থন৷

পয়তাল্লিশ বছর বয়সী জর্জিয়া মেলোনি ২০১২ সালে তার দল ব্রাদার্স অব ইটালি গঠন করেন৷ এর চার বছর আগে ২০০৮ সালে তিনি সিলভিও বেরলুসকোনির সরকারের একজন মন্ত্রী ছিলেন৷ ইটালির ইতিহাসে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী৷

এদিকে মেলোনির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসলে ইটালির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷

ইটালিতে শরণার্থীদের সুযোগসুবিধা, সমকামীদের অধিকার এবং গর্ভপাতের আইনি অধিকারের মতো বিষয়গুলো প্রশ্নের মুখে পড়তে পারে৷

আরআর/এডিকে (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ