1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইটালি

ইটালির প্রধানমন্ত্রী হিসেবে মেলোনির শপথ

২২ অক্টোবর ২০২২

ইটালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ডানপন্থি দল ব্রাদার্স অব ইটালির জর্জিয়া মেলোনি৷ শনিবার দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি৷

Italien - Vereidigung der Regierung in Rom
ছবি: Alessandra Tarantino/AP

এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইটালিতে একটি কট্টর ডানপন্থি দল ক্ষমতায় এলো৷ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ৬৮তম সরকার প্রধান হলেন মেলোনি৷

তার আগে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি৷  

এদিকে ইটালির নতুন এই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান  উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ তার সাথে গঠনমূলক সহযোগিতার আশা প্রকাশ করেন তিনি৷ বলেন,  ‘‘আমরা এই মুহূর্তে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা মোকাবিলায় ইটালির নতুন সরকারের সাথে গঠনমূলক সহযোগিতা প্রত্যাশ্যা করছি৷’’ 

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইটালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইটালি৷

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইটালির প্রতি আস্থাশীল থাকার এবং জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন মেলোনি৷

তবে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক রাজনীতির মোকাবিলা৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালির ক্ষমতায় আসা ডানপন্থি এই দলটি রাষ্ট্র পরিচালনায় অনেক বেশি রক্ষণশীল নীতি গ্রহণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের৷ এর মধ্যে  ভূমধ্যসাগার পাড়ি দিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশী এবং দেশটিতে থাকা অভিবাসীদের বিষয়টিও রয়েছে৷ নির্বাচনী প্রচারণায় অভিবাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার আভাস দিয়েছিলেন মেলোনি৷

আরআর/এফএস (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ