1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির ফুটবল জগতে হরতাল

২ ডিসেম্বর ২০১০

বিশ্বকাপ ফুটবলের ২০১৮ এবং ২০২২ সালের আয়োজক হবে কোন দেশ - এই নিয়ে যখন ভোটাভুটি হচ্ছে, তখন ইটালির প্রথম বিভাগ লীগের ফুটবলাররা চলতি মৌসুমের ১৬তম রাউন্ডের খেলার দিন ধর্মঘট বা হরতাল ডেকেছেন৷

ফুটবল ফ্যানরা বঞ্চিত হবেন খেলা থেকেছবি: AP

তবে জানা গেছে, ফুটবল খেলোয়াড়দের ডাকে এই হরতাল কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ৷ ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ইটালিতেও ফুটবল খুবই জনপ্রিয় খেলা৷ পেশাদার ফুটবলারদের বেশ কদর সেখানে৷ এটা সত্যি যে সব পেশাতেই কোন কোন অসুবিধা থাকে৷ এখানেও এ ধরণের কিছু সমস্যায় পড়েছে খেলোয়াড়রা৷ বিশেষ করে দল বদলের সময় এবং দল বদলের আগে ও পরে এই সব সমস্যার উদ্ভব হচ্ছে৷

ফুটবলাররাই ধর্মঘটে নামছেনছবি: AP

কর্তৃপক্ষকে বারবার এই সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও কোন কাজ না হওয়ায় ১১ ও ১২ডিসেম্বরের অনুষ্ঠেয় খেলাগুলোর দিন হরতাল করার ডাক দেয় দ্য প্লেয়ার্স ইউনিয়ন (এআইসি)৷

বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, এর আগে সেপ্টেম্বরে একবার হরতাল ডেকেও তা প্রত্যাহার করে নিয়েছিল খেলোয়াড়দের সমিতি৷ উভয় পক্ষ সে সময় হরতালের পরিবর্তে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়৷

এখন আলোচনা ভেঙে যাওয়ার পর এআইসি ইটালির ফুটবল কর্তৃপক্ষের অফিসের দরজায় তাদেরকে দোষারোপ করে পরিকল্পিত এ হরতালের নোটিশটি টাঙিয়ে দিয়েছে৷ তবে ইটালি সরকার মনে করছে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল- ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ