1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির লালন উৎসবে ‘লালন’ ও ‘অচিন পাখি’

৪ অক্টোবর ২০১১

বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ইটালিতে আয়োজন করা হয়েছে ‘লালন উৎসব’৷ ইটালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর৷

Titel 1: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Bildunterschrift: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Text: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Datum: 04.09.2010 Eigentumsrecht: Mainul Kabir, First Secretary, Embassy of Bangladesh, Italy Stichwort: Masud, Bin, Momen, Bangladeschische, Botschafter, Italien, Italy, Bangladesch, Bangladesh,
ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনছবি: Embassy of Bangladesh

এই উৎসবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালন' ও প্রামাণ্যচিত্র ‘অচিন পাখি'৷ ১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন, ইটালি-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সিনেটর টমাসো জানোলেত্তি এবং ইটালীয় নৃতত্ত্ববিদ অধ্যাপক আলেসান্দ্রা ব্রোকোলিনি৷

এই উৎসব প্রসঙ্গে ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘‘আসলে এটা একটা যৌথ প্রয়াস৷ ইটালিতে ইন্সটিটিউট অফ বেঙ্গলি কালচার - বিসিআইআই নামে একটি সংগঠন রয়েছে৷ তাদের সাথে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্ম বার্ষিকী এবং নজরুল জয়ন্তী আয়োজন করেছি৷ সেটারই ধারাবাহিকতায় আগামী ১৪, ১৫ এবং ১৬ অক্টোবর আন্তর্জাতিক লালন উৎসব আয়োজন করা হয়েছে৷''

ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

বাংলাদেশের লোক সংস্কৃতিকে তুলে ধরা এবং একইসাথে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের পুরোধা হিসেবে লালনকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার লক্ষ্যে এই আয়োজন৷ এছাড়া পশ্চিমা সমাজে অভিবাসীদের সম্পৃক্তকরণের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে এই উৎসবের মধ্য দিয়ে৷ উৎসবে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে৷ এটাকে বাঙালি ও পশ্চিমা সংস্কৃতির মিলনমেলাও বলা যেতে পারে, বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন৷

উৎসবে শুরুতে তানভীর মোকাম্মেলের ‘লালন' ছবির প্রদর্শনী হবে৷ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে ‘অচিন পাখি'৷ এ আয়োজন উপলক্ষ্যে লালন ফকিরের ওপর একটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে৷ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মানির লালন গবেষক ড. ক্লাউস ব্যার্লে৷ আলোচনা করবেন ইটালির আরবি ও ইসলামি ইনস্টিটিউটের অধ্যাপক ফ্রান্সেসকো জানিনি এবং রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নীমান সোবহান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ