1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে কয়েকশ’ অভিবাসীকে অপসারণ

২৪ জানুয়ারি ২০১৯

ইটালির দ্বিতীয় বৃহত্তম শরণার্থী শিবির থেকে জোর করে পাঁচশ'রও বেশি অভিবাসনপ্রত্যাশীকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে৷ সরকারের দাবি, ইটালির জনগণের সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে৷

ছবি: picture-alliance/dpa/A. Medichini

মঙ্গলবার ও বুধবার ইটালি সরকার ঐ শরণার্থী শিবির থেকে পাঁচশ'রও বেশি অভিবাসীকে জোর করে অন্য স্থানে নিয়ে যায়৷ তাঁদের প্রতিবাদ সত্ত্বেও বাসে করে অভিবাসীদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা৷ পূর্ব ঘোষণা ছাড়াই রোমের উত্তরে প্রত্যন্ত শহর কাসেলনুয়েভো ডি পোর্তো থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন সেখানকার মেয়র৷ তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘রোম কর্তৃপক্ষের সহযোগিতায় এসব অভিবাসীদের শিক্ষা, চিকিৎসা, খেলাধুলায় যুক্ত করা, সামাজিক বিভিন্ন প্রকল্পে নিয়োগ করার কাজ হচ্ছিল৷ এখন তাঁদের অন্যত্র নিয়ে যাওয়ায় অন্তত ১০৭ জন মানুষ বেকার হয়ে পড়বে৷’’ তিনি আরো জানিয়েছেন, অনেক শরণার্থীর সন্তানরা এখানে নিয়মিত স্কুলে যেত, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল৷ 

ইটালিতে শরণার্থীদের স্বাগতম

01:12

This browser does not support the video element.

মেয়র জানান, ‘‘অভিবাসীরা ইটালির জন্য কোনো সমস্যা নয়৷ এর চেয়েও অনেক ভয়াবহ সমস্যা আমাদের নিত্যদিন মোকাবিলা করতে হচ্ছে; যেমন বেকারত্ব, দুর্নীতি, মাফিয়া দৌরাত্ম্য, কর ফাঁকি, ভেঙে পড়া বিচারব্যবস্থা, নিরাপত্তাব্যবস্থার অবনতি৷’’

গত প্রায় এক দশক ধরে কাসেলনুয়েভো ডি পোর্তোতে লাখো অভিবাসীকে স্থানান্তর করা হয়েছে৷ ২০১৬ সালে স্থানটি বিখ্যাত হয়েছিল ইস্টারের ঐতিহ্যবাহী প্রথা ‘পোপ ফ্রান্সিসের পা ধোঁয়া’ অনুষ্ঠান উপলক্ষ্যে৷ অভিবাসীদের জন্য গত মাসে ইটালিতে নতুন আইন হয়৷ সেই আইনের আওতায় এই স্থানান্তর শুরু হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বরাবরই অভাবাসীদের বিরুদ্ধে কঠোর৷ তাঁর কারণেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

কট্টর ডানপন্থি দল লেগা পার্টির নেতা সালভিনি’র দাবি, ঐ শরণার্থী শিবিরটি মাদকপাচারকারী এবং অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছিল৷ তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই অভিবাসীদের খুব সুন্দর একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷

ইটালির স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, অন্তত ৫৩৫ জন অভিবাসীকে বন্দিশিবিরে রাখা হয়েছে৷ আরো কয়েকশ’ অভিবাসীকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পত্রিকাটি৷ স্থানীয়দের অনেকে এসব অভিবাসীর মধ্য থেকে কয়েকজনকে বাড়িতে আশ্রয় দিয়েছেন৷

এলিজাবেথ শুমাখার/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ