ইটালির সবচেয়ে শক্তিশালী মাফিয়ার সদস্য়দের বিচার শুরু
১৩ জানুয়ারি ২০২১
ইটালির কালাব্রিয়ায় ‘এনদ্রাঙ্গেতা' মাফিয়া গোষ্ঠীর সাড়ে তিনশর বেশি সদস্য়ের বিচার বুধবার শুরু হয়েছে৷ ১৯৮৬-৮৭ সালে সিসিলির কোজা নোস্ত্রা গ্রুপের সদস্য়দের বিচারের পর এটিই সবচেয়ে বড় মাফিয়া ট্রায়াল৷
প্রতীকী ছবিছবি: picture alliance/dpa/A. Di Meo
বিজ্ঞাপন
কোজা নোস্ত্রার বিচারের পর ঐ গোষ্ঠী দুর্বল হয়ে যাওয়ায় এখন ইটালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গোষ্ঠী হচ্ছে এনদ্রাঙ্গেতা৷ তাদের সদস্য় ছাড়াও এনদ্রাঙ্গেতাকে সহায়তা করা রাজনীতিবিদ, সাবেক সাংসদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মেয়র, আইনজীবী, সরকারি কর্মকর্তা, ব্য়বসায়ীসহ অন্য়দেরও এই বিচারের আওতায় আনা হবে৷
বিচার কার্যক্রম এক বছরের বেশি সময় ধরে চলতে পারে৷
গত শতকের নব্বইয়ের দশকে ঘটা হত্য়া, মাদকপাচার, চাঁদাবাজি, অর্থপাচারসব বিভিন্ন অপরাধ প্রমাণের চেষ্টা করবেন প্রসিকিউটররা৷ এনদ্রাঙ্গেতা মাফিয়া গোষ্ঠীর একটি অংশ ‘মানকুজো গ্য়াং'-র সদস্য়রা এসব অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে৷ তারা কালাব্রিয়ার ভিবো ভালেন্সিয়া এলাকায় সক্রিয়৷ ২০১৯ সালের ডিসেম্বরে অভিযান চালিয়ে এই গ্রুপের সদস্য়দের আটক করা হয়৷
ইটালি কর্তৃপক্ষের ধারনা, এনদ্রাঙ্গেতার সদস্য় সংখ্য়া প্রায় ২০ হাজার এবং ইটালি ছাড়াও সারা বিশ্বে তাদের সদস্য়রা সক্রিয় রয়েছে৷
কালাব্রিয়ার অন্য়তম শীর্ষ প্রসিকিউটর নিকলা গ্রাটেয়ারির মতে, এনদ্রাঙ্গেতার বার্ষিক টার্নওভার ৬১ বিলিয়ন ডলারেরও বেশি, যার বেশিরভাগই আসে কোকেন পাচার থেকে৷
কোজা নোস্ত্রার বিরুদ্ধে চলা বিচারের মাধ্য়মে ৩৩৮ জনকে দোষী সাব্য়স্ত করা হয়েছিল৷ এর প্রতিশোধ হিসেবে ১৯৯২ সালে ঐ মামলার দুই প্রসিকিউটর জিওভান্নি ফ্য়ালকন ও পাওলো বোর্সেলিনোকে হত্য়া করা হয়েছিল৷
নিকলা গ্রাটেয়ারি ১৯৮৯ সাল থেকে এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে তদন্ত করছেন৷ তখন থেকে তিনি পুলিশি নিরাপত্তায় জীবনযাপন করছেন৷ ২০ বছরের বেশি সময় কোনো রেস্তোরাঁয় যাননি তিনি৷ সিনেমা হলে যান না ৩০ বছরেরও বেশি সময়৷ সবসময় নিজেকে বন্দি রাখেন৷ অফিসেই খাবার খান৷ তিনি বলেন, ‘‘আমার বাসা আসলে একধরনের বাঙ্কার৷ আমার নিরাপত্তা প্রহরীদের একটা ভালো টিম আছে৷''
জেডএইচ/কেএম (এএফপি)
অপরাধের জন্য কুখ্যাত যেসব ভারতীয় শহর
ভারতের বেশ কিছু অংশে কিছু বিশেষ বিশেষ অপরাধের বাড়বাড়ন্ত রয়েছে৷ সেই শহরগুলি কোনটি, দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/AP Photo
গাড়ি চুরি
উত্তর প্রদেশের মীরাট ও মুজফফরনগরের সাথে জড়িত হয়েছে বহু গাড়ি চুরির ঘটনা৷ শুধু তাই নয়, উত্তর ভারতের অন্যান্য শহরে গাড়ি চুরির ঘটনার তদন্ত থেকে উঠে এসেছে এই দুই শহরের দাগী আসামীদের নাম৷
ছবি: Colourbox/Andrey Armyagov
খুন
মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুনের ঘটনা রমরমিয়ে চলে উত্তর প্রদেশের ইটাওয়া ও বুলন্দশহর অঞ্চলে৷ গত কয়েক বছরে এই দুই শহরের সাথে বিহারের বেগুসারাই শহরে পাল্লা দিয়ে বেড়েছে খুনের ঘটনা, জানাচ্ছে ভারতের জাতীয় অপরাধ ব্যুরো৷
ছবি: Fotolia
পরিচয়পত্র জালিয়াতি
ভোটার কার্ড বা ‘আধার’ জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা কয়েক বছরে মারাত্মক হারে বেড়েছে৷ অপরাধ ব্যুরোর সাইবার ক্রাইম বিভাগ জানাচ্ছে, এমন অপরাধের হারে শীর্ষে রয়েছে দক্ষিণের শহর হায়দরাবাদ৷
ছবি: Getty Images/AFP/N. Seelam
লুট ও ডাকাতি
মধ্য প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অঞ্চল লুটপাটের জন্য কুখ্যাত৷ হাইওয়ে সংলগ্ন বসতিহীন অঞ্চলগুলিই অপরাধীদের নজরে থাকে৷
ছবি: Getty Images/AFP/D. Dutta
‘আইটি ফ্রড’
তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নতুন ধরেন অপরাধ৷ বেঙ্গালুরু, যেখানে রয়েছে বিশ্বের তাবড় তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থার দপ্তর, বর্তমানে ভারতের আইট ফ্রড বা তথ্যপ্রযুক্তি অপরাধের রাজধানী৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
ধর্ষণ
একের পর এক ভয়াবহ ধর্ষণের খবর সামনে আসার পর থেকে বলা হচ্ছে যে রাজধানী দিল্লিই ভারতের ‘ধর্ষণ রাজধানী’৷ যদিও এই দাবির সত্যতা যাচাই করার মতো কোনো তথ্য নেই, তাও দিল্লির গায়ে রয়েই গেছে এই তকমা৷
ছবি: picture-alliance/AP Photo/Saurabh Das
গুম বা অপহরণ
বেশ কয়েক দশক ধরে চলে আসা গুমের প্রবণতা এখনও ভারতের রাজ্য বিহারের পিছু ছাড়েনি৷ রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণেই সেখানে বেশির ভাগ গুমের ঘটনা হয় বলে মনে করেন অনেকে৷
ছবি: Strdel/AFP/Getty Images
কয়লা মাফিয়া
কয়লা খনির জন্য বিখ্যাত ঝাড়খণ্ডে সক্রিয় আছে বহু মাফিয়া চক্র৷
ছবি: Ravi Mishra/Global Witness
বন্যপ্রাণীর চোরাশিকার ও পাচার
ভারতের উত্তরাখণ্ড, যেখানে রয়েছে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য, বর্তমানে বন্যপ্রাণীদের চোরাশিকার ও পাচারের একাধিক চক্র৷ বাঘ, চিতাবাঘ ছাড়াও নানা রকমের পাখির চোরাপাচার হয় সেখান থেকে৷
ছবি: AP
মাদক বাজার
হিমাচল প্রদেশের কুলু ও মানালি অঞ্চলে রয়েছে মাদক-পর্যটনের ব্যাপক প্রচলন৷ বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছে এই অঞ্চলে আসার ঝোঁক৷ যার কারণ এই অঞ্চলে ব্যাপকহারে গাঁজা, আফিম ও চরসের উৎপাদন৷
ছবি: picture-alliance/AP Photo/R. R. Jain
নকল
পরীক্ষায় নকল করার জন্য বিহারের বদনাম রয়েছে কয়েক দশক ধরে৷ এতটাই গভীরে এই নকলের ধারা যে বেশ কয়েক বার সারা রাজ্যে প্রথম হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধেও পরীক্ষায় নকল করার অভিযোগ ওঠে ও শিক্ষার্থীরা দোষীও সাব্যস্ত হয়৷