1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির সিরি আ-তে প্রথম নারী রেফারি

১ অক্টোবর ২০২২

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইটালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি আ-তে মুখোমুখি হবে সাসুয়োলো ও সালেরনিতানা৷ প্রথমবারের মতো একজন নারী রেফারি ম্যাচটি পরিচালনা করবেন৷

Italien Fußball Frauen Serie A Schiedsrichterin Maria Sole Ferrieri Caputi
মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি৷ছবি: Italy Photo Press/HochZwei/IMAGO

তার নাম মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি৷ ইটালির রেফারি এসোসিয়েশন বুধবার এই তথ্য দিয়েছে৷ ৩১ বছর বয়সি কাপুতিকে তার মেধার কারণে নির্বাচন করা হয়েছে বলে জানান রেফারি এসোসিয়েশনের প্রধান আলফ্রেডো ত্রেনতালাঙ্গে৷ ‘‘আমরা কাউকে বিশেষ সুযোগ করে দেইনি৷ মারিয়া সোলে এটা অর্জন করেছেন,'' বলেন তিনি৷

গত মৌসুমে তৃতীয় বিভাগের ম্যাচ পরিচালনা করেছিলেন কাপুতি৷ এরপর এই জুলাই মাসে তাকে শীর্ষ রেফারিদের তালিকায় নিয়ে আসা হয়৷

পুরুষদের খেলায় নারী রেফারির সংখ্যা ক্রমেই বাড়ছে৷ কাতার বিশ্বকাপে তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন৷

নারী রেফারিদের মধ্যে সবচেয়ে আলোচিত ফ্রান্সের স্টেফানি ফ্রাপার৷ তিনি ইতিমধ্যে পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, ফ্রান্সের লিগ ওয়ান ও বিশ্বকাপ বাছাই ম্যাচ পরিচালনা করেছেন৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ