1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইটালিয়ানরা আমাদের দেখলেই বলে ভাইরাস’

১৬ জুলাই ২০২০

ইটালিতে ফেরা বাংলাদেশিদের মাধ্যমে নতুন করে ভাইরাস সংক্রমণ ছড়ানোয় সেখানে বসবাসরত গোটা প্রবাসী কমিউনিটি এখন বিপাকে পড়ছেন৷ অনেকে কাজে যোগ দিতে পারছেন না৷ স্থানীয়দের কাছেও নানাভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন৷

ছবি: DW/A. Islam

চীনের পর করোনার সবচেয়ে মারাত্মক সংক্রমণটি ঘটে ইটালিতে৷ প্রায় ৩৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি৷ আক্রান্ত হন দুই লাখ ৪৩ হাজারের বেশি৷ তবে ইরোপের অন্য দেশগুলোর মতোই ইটালিও এই পরিস্থিতিকে এখন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে৷ খুলছে ব্যবসা-বাণিজ্যের দুয়ার৷ জুনের পর থেকে তাই বিশেষ ফ্লাইটে বাংলাদেশি প্রবাসীরাও ফিরতে শুরু করেছিলেন তাদের কর্মস্থলে৷ কিন্তু তাদের মাধ্যমে দেশটিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন করে ভাইরাসের সংক্রমণ ঘটে৷ এ কারণে গোটা ইটালিতেই বাংলাদেশিরা সংবাদ শিরোনাম আর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন৷

পাভেল রহমান বহু বছর ধরেই ইটালির রোমে বসবাস করছেন৷ তিনি জানান, লকডাউনের সময় বাংলাদেশিরা এখানে তেমন একটা আক্রান্ত হননি৷ কিন্তু এখন পুরো পরিস্থিতি পাল্টে গেছে৷ ‘‘আগে আমরা ইটালিয়ানদের দেখে এড়িয়ে চলতাম৷ এখন তারা আমাদের এড়িয়ে চলে,’’ বলেন তিনি৷

অভিযোগ রয়েছে, বাংলাদেশিরা অনেকে দেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন, যা সঠিক ছিল না৷ অনেকেই ফেরার পর কোয়ারান্টিনের নিয়ম মানেননি, যার কারণে এতটা সমালোচিত হচ্ছেন বাংলাদেশিরা৷ ভেনিসে বসবাসরত নীপা ডয়চে ভেলেকে বলেন, ‘‘চার-পাঁচ মাস ঘরে বন্দি ছিলাম৷ পরিস্থিতির এখন অনেকটা উত্তরণ হয়েছে৷ কিন্তু ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা এসেছে তাদের কারণে ইটালিতে আমরা বাঙালিরা এখন খুবই লজ্জায় রয়েছি৷’’

ভেনিসে বাংলা ভাষার একটি স্কুলের প্রিন্সিপাল সৈয়দ কামরুল সরোয়ার৷ তিনিও একই অভিজ্ঞতার কথা জানান৷ ‘‘৩০ বছর ধরে আমি এখানে আছি৷ কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের কমিউনিটির অবস্থা শোচনীয়৷ ...ইটালিয়ানদের কাছে আমরা অনেক হেয় হয়েছি,’’ বলেন সরোয়ার৷

ভেনিসে প্রবাসীদের মধ্যে সফল একজন ব্যবসায়ী মোহাম্মদ আলী৷ তিনি সেখানে বাংলাদেশিদের একটি মসজিদেরও প্রধান৷ তিনি বলেন, ‘‘লকডাউনের পর আমরা বলতে গেলে এখন করোনা-মুক্ত হয়ে গিয়েছিলাম৷ এখন পর্যটন আসা শুরু হয়েছে৷ কিন্তু এর মধ্যে বাংলাদেশ থেকে কিছু লোক আসলো৷ তাদের অনেকেই কোয়ারান্টিন মানেনি ৷ আমাদের ভাবমূর্তি এখানে অনেক নষ্ট হয়ে গেছে৷’’

তিনি জানান, নিজেদর দক্ষতা আর সততা দিয়ে ইটালিতে বাংলাদেশিরা অনেক সুনাম অর্জন করেছিলেন৷ কিন্ত অল্প কয়েকজনের কারণে তা নষ্ট হয়ে গেছে৷  মোহাম্মদ আলী বলেন, ‘‘এখন ইটালিয়ানরা আমাদের দেখলেই বলে ভাইরাস৷ আমরা একটা হেরেজমেন্টের মধ্যে পড়ে গেছি৷’’

তার আশঙ্কা করোনার নেগেটিভ সার্টিফিকেটের জালিয়াতির কারণে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যে-কোনো সনদের ক্ষেত্রে ইটালি তথা ইউরোপে বিপাকে পড়তে হবে প্রবাসীদের৷

গোটা বিষয়টিতে শুধু ইমেজ সংকটেই পড়েছেন প্রবাসীরা তা নয়৷ কাজের ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা৷ যখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, তখন অনেকেই তাদের কর্মক্ষেত্রে যোগ দিতে পারছেন না৷

‘‘ইটালির অনেক বিখ্যাত রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশিরা কাজ করেন৷ তাদের সঙ্গে এখন স্থানীয়রা কাজ করতে চাচ্ছেন না৷ তাদেরকে এখন বাসায় থাকতে হচ্ছে,’’ বলছিলেন পাভেল রহমান৷ রোমে বসবাসরত আরেক কাপড়ের ব্যবসায়ী আহসানও একই কথা বলেন৷ তিনি বলেন, ‘‘অনেকেরই কাজ নেই৷ কিছু কিছু কাজ শুরু হয়েছিল৷ কিন্ত বাংলাদেশিরা করোনা আক্রান্ত হওয়ায় তারা আবার বিপাকে পড়ছেন৷’’

এই পরিস্থিতিতে নিজেদের কমিউনিটির সদস্যদের দায় যেমন দেখছেন, তেমনি দূতাবাস বা সরকারের কর্মকর্তাদেরও দায়িত্ব ছিল বলে মনে করেন প্রবাসীরা৷ বিশেষ করে যারা ফিরে এসেছিলেন তাদেরকে সচেতন করা, সেই সঙ্গে সঠিক তথ্য সরবরাহ করার কাজ ঠিকভাবে করা হয়নি৷ তবে সবার সঙ্গে মিলেই এখন পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছেন তারা৷ মোহাম্মদ আলী বলেন, ‘‘এ অবস্থা থেকে উত্তরণে আমরা বাঙালি কমিউনিটিরা বৈঠক করছি৷ আগামীতে কনস্যুলারদের ডেকে বড় আকারে বৈঠক করবো৷ পরবর্তীতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে আমরা কাজ করবো৷’’ তার মতে, ভুল স্বীকার করে সরকার থেকে যথাযথ ব্যবস্থাও নিশ্চিত করতে হবে, যাতে ইটালির সরকারের মধ্যে আস্থা ফেরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ