‘ইটালি ইউরোপের 'শরণার্থী শিবির' নয়’
৪ জুন ২০১৮ডাবলিন রেগুলেশনে ইটালিকে আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ করতে হয়েছে৷ তবে ইটালিতে তাঁদের থাকার সুযোগ দেয়া হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকছে ইটালির হাতেই৷
বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষে সমর্থন জোগাড় করতে দেশজুড়ে ঘুরে বেড়াচ্ছেন সালভিনি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন জোট সরকারের উপপ্রধানমন্ত্রীরও দায়িত্বে আছেন সালভিনি৷ সিসিলির পোজালো ইটালিতে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে শরণার্থী প্রবেশের একটি অন্যতম রুট৷
তবে সরকারের শরণার্থীবিরোধী অবস্থানের প্রতিবাদও হয়েছে৷ শরণার্থীদের স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিলে সালভিনিকে রোমে ফিরে যাওয়ার প্ল্যাকার্ডও ছিল৷
এর আগে অন্য দেশে যাওয়ার রুট হিসেবে ইটালিকে ব্যবহার করতেন শরণার্থীরা৷ কিন্তু ডাবলিন রেগুলেশনের ফলে এখন প্রথম যে দেশে শরণার্থীরা আসেন, সে দেশেই তাঁদের আশ্রয়ের আবেদন করতে হয়৷ ইউরোপজুড়ে শরণার্থীদের চলাচল সীমিত করতে এবং একাধিক দেশে আবেদন ঠেকাতে এই রেগুলেশনে একমত হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷ কিন্তু এর ফলে ইটালিতে ব্যাপকহারে বেড়েছে শরণার্থীর চাপ৷
এডিকে/এসিবি (এএফপি, এপি)