1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি ও অস্ট্রিয়ার সীমান্ত বন্ধ

১০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের জেরে ইটালি থেকে কেউ অস্ট্রিয়ায় যেতে পারবেন না৷ মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে অস্ট্রিয়া-ইটালি সীমান্ত৷

Italien Coronavirus Mailand Hauptbahnhof Checkpoint
ছবি: picture-alliance/AP Photo/LaPresse/C. Furlan

করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানো রোধ করতে ইটালিজুড়ে জারি হয়েছে বেশ কিছু কড়া বিধি নিষেধ৷ উত্তর ইটালি সম্পূর্ণ বন্ধ রয়েছে৷

মিলান, ভেনিসসহ উত্তর ইটালির পর্যটনকেন্দ্রগুলোর সমস্ত সিনেমা হল, জাদুঘর ও থিয়েটার বন্ধ৷ উত্তরাঞ্চল থেকে ইটালির অন্যত্র যাওয়া আসার পথও সব বন্ধ৷

এর মধ্যে, অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে যে তারা ইটালির সাথে সমস্ত রকম পরিবহন ব্যবস্থা বন্ধ রাখছে৷ উত্তর ইটালির সাথে সীমান্ত রয়েছে অস্ট্রিয়ার৷ সে কারণেই এমন সিদ্ধান্ত৷

চেক প্রজাতন্ত্র, ইটালি, পোল্যান্ড ও জার্মানির কিছু অংশে বর্তমানে স্কুল বন্ধ রাখা হয়েছে৷ ইউরোপের বেশ কিছু দেশে বড় আকারের সব অনুষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা৷

এসএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ