1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি ও অস্ট্রিয়ায় পরিবর্তন

৫ ডিসেম্বর ২০১৬

ইউরোপের দেশে দেশে যখন ডানপন্থিদের উত্থানের ইঙ্গিত তখনই অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন উদারপন্থি আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন৷ তবে ইটালির প্রধানমন্ত্রী রেনজি গণভোটে হেরে ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন৷

Italien | Ministerpräsident Matteo Renzi kündigt nach gescheitertem Referendum seinen Rücktritt an
ছবি: Reuters/T. Gentile

রবিবার ইটালি আর অস্ট্রিয়ায় ছিল ভোটের দিন৷ ইটালিতে ছিল গণভোট৷ সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমিয়ে আনার জন্য গণভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী মাটেও রেনজি৷ আগেই বলে রেখেছিলেন, গণভোটে হেরে গেলে হারের সমস্ত দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন৷ রবিবার সকালে ভোট শুরু হয়ে রাতের মধ্যেই নিশ্চিত হয়ে গেছে ফলাফল৷ জানা ছিল, সব বিরোধী দলের বিরোধিতার মুখে রেনজির জয় পাওয়া কঠিন হবে৷ শেষ পর্যন্ত সত্যিই জিততে পারেননি রেনজি৷ গণভোটে তাঁর পক্ষে, অর্থাৎ ‘হ্যাঁ' ভোট পড়েছে শতকরা ৪১ ভাগের চেয়েও কম৷ বিপরীতে সেনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমানোর বিপক্ষে পড়েছে শতকরা ৫৯ ভাগ ভোট৷

গণভোটে হার নিশ্চিত হওয়ার পর অঙ্গীকার রক্ষা করতে দেরি করেননি প্রায় আড়াই বছর ক্ষমতায় থাকা মাটেও রেনজি৷ রবিবার রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, ‘‘‘না' ভোট জিতেছে৷ হেরে যাওয়ার পর কিছুই হয়নি এমন ভনিতা কে করতে পারে? আমার সরকারের মেয়াদ আজ শেষ হলো৷'' সোমবার রাতে তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন রেনজি৷

অস্ট্রিয়ায় ছিল প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট৷ প্রথম পর্বে গ্রিন পার্টির প্রার্থী আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন জিতলেও, গণনায় অনিয়মের কারণে আবার ভোট হলো৷ তবে এবার কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টির প্রার্থী নর্বার্ট হফারকে পরিষ্কার ব্যবধানেই হারিয়ে দিয়েছেন বেলেন৷ এ পর্যন্ত গণনা হওয়া ভোটের শতকরা ৫৩ দশমিক ৩ ভাগ পেয়েছেন বেলেন৷ অন্যদিকে হফার পেয়েছেন ৪৬ দশমিক ৭ ভাগ ভোট৷ সর্বশেষ খবর অনুযায়ী, ডাকযোগে দেয়া ৭ লক্ষ ভোটের গণনা এখনো চলছে৷ অবশ্য সেখানে বেলেন হেরে গেলেও ফলাফল বদলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই৷

Van der Bellen wins Austrian election

00:34

This browser does not support the video element.

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ