1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালীয়দের প্রিয় ‘আপে'-র উৎপাদন বন্ধ ঘোষণা

২৪ এপ্রিল ২০২৫

‘আপে' নামে তিন চাকার এক মিনি-ট্রাক ইটালিতে কাল্ট ক্লাসিক ছিল৷ কিন্তু যে কোম্পানি এটি তৈরি করতো সেই পিয়াজো কোম্পানি এর উৎপাদন চিরতরে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে৷

তিন চাকার মিনি ট্রাক আপে
২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গাড়ির তৈরি বন্ধের ঘোষণা দেয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পিয়াজোছবি: DW

এতে বেশ কষ্ট পেয়েছেন আপেপ্রেমিরা৷ তাদের একজন ক্রেশেনসো লাঞ্জেলা৷ সারা জীবন তিনি ইটালির এই ক্লাসিক থ্রিহুইলারের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন৷ তিনি ও তার স্ত্রী এই গাড়িতে করে হানিমুনে গিয়েছিলেন৷ কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন তারা৷

ক্রেশেনসো বলেন, ‘‘আপে চালাতে কেমন লাগে তার বর্ণনা দেওয়া কঠিন৷ এটা এমন এক অনুভূতি যা আপনি আপনার মা কিংবা স্ত্রী আপনাকে জড়িয়ে ধরলে, আপনার জন্য এক কাপ কফি নিয়ে আসলে অনুভব করেন৷ গাড়ির আকার যেমনই হোক না কেন আরামদায়ক৷''

২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা সবার কাছে ধাক্কার মতো ছিল৷ ‘‘খবরটা আমার হৃদয় ভেঙে দিয়েছে৷ মনে হচ্ছিল আমরা আমাদের বাবাকে হারিয়েছি, যিনি আমাদের আপে ব্যবহার করতে শিখিয়েছিলেন৷ কিন্তু যা হতে হবে, তা হতেই হবে,'' বলেন ক্রেশেনসো৷

১৯৪৮ সালে আপে গাড়ি প্রথম ইটালি ও বিশ্ব জয় করে৷ ইটালির শিল্প বিকাশের ফলে সৃষ্ট একটি যান, যা দেশটির ক্রমবর্ধমান সমৃদ্ধির প্রতীক ছিল৷ ব্যবসায়ী, কৃষক, জেলে - সবার আপে ছিল৷

আপে’র জন্য আক্ষেপ

04:17

This browser does not support the video element.

মিলান শহরের বাইরে অবস্থিত এক গ্যারেজে ৭০টিরও বেশি আপে রেখেছেন ক্রেশেনসো৷ এগুলো তার কাছে গর্ব ও আনন্দের বিষয়৷

কয়েক দশক ধরে ইটালীয়দের কাছে আপে ছিল সব কাজে ব্যবহারের বাহন৷

কিন্তু আপের প্রতি ইটালীয়দের আগ্রহ ধীরে ধীরে কমে যাওয়ার সাথে সাথে বিক্রিও কমে যেতে থাকে৷

ভবিষ্যতে ইটালির এই ক্লাসিক গাড়িটি একচেটিয়াভাবে ভারতে তৈরি করা হবে, যার মধ্যে একটি ইলেক্ট্রিক মডেলও থাকবে৷

ক্রেশেনসো বলেন, ‘‘আজকাল ইটালিতে, এতে অবাক হওয়ার কিছু নেই৷ যে কোম্পানিগুলি ইটালিকে মহান করে তুলেছিল, সেগুলি চলে যাচ্ছে৷ আপে উৎপাদন বন্ধের ঘোষণা মুখে চপেটাঘাতের মতো ছিল৷''

সে কারণে বিদ্যমান যানবাহনগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ আরও গুরুত্বপূর্ণ৷ এটি করার জন্য ক্রেশেনসো একটি শখের কর্মশালা স্থাপন করেছেন - মিলানের আশেপাশে আপের ভবিষ্যত নিশ্চিত করার জন্য৷

ক্রেশেনসো বলেন, ‘‘আপের অর্থ আমার কাছে কী তা বোঝাতে হলে আমাকে আমার হৃদয় ছিঁড়ে ফেলতে হবে - এর আকৃতি আপের মতো হবে৷ এটা সেই গাড়ি যার সঙ্গে আমি বেড়ে উঠেছি, যেটাতে আমি প্রথমবার চড়েছি৷ এটা অনেকটা প্রথম প্রেমের প্রথম চুম্বনের মতো - এই ধরণের জিনিস আপনি কখনই ভোলেন না৷''

ক্রেশেনসো যেন এই তিন চাকার গাড়ির জন্যই বেঁচে আছেন৷ তিনি তার উইলে স্পষ্ট করে দিয়েছেন: যখন তিনি মারা যাবেন, তখন তাকে এমন এক গাড়িতেই সমাহিত করা হবে৷

গুস্তাভ হফার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ