ইডেনের কে ব্লকের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ইডেনরই এক কর্মীর আত্মীয়ের দেহ বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ইডেনের কে ব্লকের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ইডেনরই এক কর্মীর আত্মীয়ের দেহ বলে জানা গেছে।
সোমবার সকালে ইডেন গার্ডেনের ভিতর কে ব্লকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে। তবে অন্য আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আত্মহত্যার সাতকাহন
জীবন সুন্দর৷ যত কষ্টই থাকুক বেঁচে থাকা তবু আনন্দের৷ তবু অনেকেই বেছে নেয় আত্মহননের পথ৷ ছবিঘরে থাকছে আত্মহত্যা নিয়ে কিছু পরিসংখ্যান...
ছবি: picture-alliance/dpa/Keystone USA Falkenberg
বাংলাদেশে এক বছরে ১৪ হাজার!
আঁচল ফাউন্ডেশন ২০২১ সালের মার্চ মাসে এক প্রতিবেদনে জানায়, করোনাকালে এক বছরে সারা বাংলাদেশে ১৪ হাজার ৪৩৬ জন আত্মহত্যা করেছেন৷ ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩টি জাতীয় পত্রিকা, ১৯টি স্থানীয় পত্রিকা, হাসপাতাল ও থানা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/W. Sabawoon
নারীর সংখ্যা বেশি
তরুণদের সংগঠন আঁচল ফাউন্ডেশনের ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে ১৪ হাজার ৪৩৬ জন আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি৷ মোট আত্মহত্যার ৫৭ শতাংশ, অর্থাৎ ৮ হাজার ২২৮জনই ছিলেন নারী৷
ছবি: picture-alliance/dpa/Keystone USA Falkenberg
বেশি আত্মহত্যা যে বয়সে
আঁচল ফাউন্ডেশনের সেই প্রতিবেদনে আত্মহত্যাপ্রবণ বয়সের ধারণাও উঠে আ্সে৷ সেখানে বলা হয়, আত্মঘাতী হওয়া ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সি ছিলেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সি ৩৫ শতাংশ এবং ৩৬ থেকে ৪৫ বছর বয়সি ১১ শতাংশ। সেই সময় সবচেয়ে কম আত্মহত্যা করেছিলেন ৪৬ থেকে ৮০ বছর বয়সিরা- ৫ শতাংশ।
ছবি: Colourbox
বড় কারণ
২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে পারিবারিক সমস্যার কারণে৷ ওই সময়ে মোট আত্মহত্যার ৩৫ শতাংশই ছিল পারিবারিক সমস্যাজনিত কারণে৷ এর বাইরে ২৪ শতাংশ সম্পর্কে টানাপোড়েনের কারণে এবং যথাক্রমে ৪ ও ১ শতাংশ আর্থিক সংকট ও লেখাপড়া নিয়ে দুর্ভাবনা বা পরীক্ষায় ব্যর্থতার কারণে কারণে আত্মহত্যা করেছিল। তবে ৩২ শতাংশ মানুষের আত্মহত্যার কারণ থেকে যায় অজ্ঞাত৷ এই তথ্যগুলোও আঁচল ফাউন্ডেশনের৷
ছবি: Steve Helber/AP/picture alliance
৪০ সেকেন্ডে একজন
ডাব্লিউএইচও-র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে৷
২০২১ সালের জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানায়, সারা বিশ্বে বছরে অন্তত সাত লাখ তিন হাজার মানুষ আত্মহত্যা করে৷ প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি আত্মহত্যা হয় নিম্ন ও মধ্য আয়ের দেশে৷
ছবি: Fotolia/Photographee.eu
আত্মহত্যা : পাপ ও ‘অপরাধ’
সব ধর্মেই আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে৷ ধর্মমতে আত্মহনন করা মহাপাপ৷ আইনও আত্মহত্যাকে নিরুৎসাহিত করে৷ আত্মহত্যায় সহায়তা বা প্ররোচিত করা বাংলাদেশের আইনেও শাস্তিযোগ্য অপরাধ৷ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারা অনুযায়ী, কোনো প্রাপ্ত বয়স্ক মানুষকে আত্মহত্যায় সহায়তা করা ব্যাক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে৷
ছবি: Mike Simons/Getty Images
7 ছবি1 | 7
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ইডেনরই এক কর্মীর আত্মীয় ছিলেন মৃত ব্যক্তি। ওই কর্মী পিচ রক্ষণাবেক্ষণের কাজ করেন। পুলিশ তাকে এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে।
সিএবি-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''যিনি মারা গেছেন, তিনি সিএবি-র কেউ নন। এক মালির আত্মীয় বলে শুনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।''
মৃত যুবক ইডেনের স্টাফ কোয়ার্টারে তার আত্মীয়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। কিছুদিন আগে ওড়িশার দেশের বাড়ি থেকে তিনি এসেছিলেন বলে ওই আত্মীয় জানিয়েছেন। কলকাতায় ওই যুবক কাজ খুঁজছিলেন। বেশ কিছুদিন ধরেই ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে তার আত্মীয় জানিয়েছে। রোববার থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে কে ব্লকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কলকাতার ময়দান থানার পুলিশ তদন্তে নেমেছে। ময়দান থানার এক অফিসার ডিডাব্লিউকে জানিয়েছেন, ''রোববার নিখোঁজ হওয়ার পর ওই যুবক কোথায় গেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে। কে ব্লকে সে কখন ঢোকে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।'' যুবকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে মৃত্যুর সময় জানা যাবে। আত্মহত্যা না কি হত্যা তা-ও অনেকটাই স্পষ্ট হবে।