1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইডেন গার্ডেনের ভিতরে মৃতদেহ উদ্ধার

১৮ ডিসেম্বর ২০২৩

ইডেনের কে ব্লকের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ইডেনরই এক কর্মীর আত্মীয়ের দেহ বলে জানা গেছে।

কলকাতার ইডেন গার্ডেন
ইডেন গার্ডেনে মৃতদেহ উদ্ধারছবি: Payel Samanta/DW

ইডেনের কে ব্লকের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ইডেনরই এক কর্মীর আত্মীয়ের দেহ বলে জানা গেছে।

সোমবার সকালে ইডেন গার্ডেনের ভিতর কে ব্লকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে। তবে অন্য আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ইডেনরই এক কর্মীর আত্মীয় ছিলেন মৃত ব্যক্তি। ওই কর্মী পিচ রক্ষণাবেক্ষণের কাজ করেন। পুলিশ তাকে এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে।

সিএবি-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''যিনি মারা গেছেন, তিনি সিএবি-র কেউ নন। এক মালির আত্মীয় বলে শুনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।''

মৃত যুবক ইডেনের স্টাফ কোয়ার্টারে তার আত্মীয়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। কিছুদিন আগে ওড়িশার দেশের বাড়ি থেকে তিনি এসেছিলেন বলে ওই আত্মীয় জানিয়েছেন। কলকাতায় ওই যুবক কাজ খুঁজছিলেন। বেশ কিছুদিন ধরেই ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে তার আত্মীয় জানিয়েছে। রোববার থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে কে ব্লকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

কলকাতার ময়দান থানার পুলিশ তদন্তে নেমেছে। ময়দান থানার এক অফিসার ডিডাব্লিউকে জানিয়েছেন, ''রোববার নিখোঁজ হওয়ার পর ওই যুবক কোথায় গেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে। কে ব্লকে সে কখন ঢোকে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।'' যুবকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে মৃত্যুর সময় জানা যাবে। আত্মহত্যা না কি হত্যা তা-ও অনেকটাই স্পষ্ট হবে।

এসজি/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ