ক্ষুদ্র কণা নিয়ে কাজ করতে সূক্ষ্ম লেজার যন্ত্র ও কৌশল আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল সম্মাননা পাচ্ছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ক্যানাডার তিন বিজ্ঞানী৷ এর মধ্যে আছেন ক্যানাডার ডোনা স্ট্রিকল্যান্ড৷
বিজ্ঞাপন
ইতিহাসের তৃতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল জিতলেন স্ট্রিকল্যান্ড৷ এর আগে ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হবার পর ১৯০৩ সালে ম্যারি কুরি প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পান৷ এর ৬০ বছর পর ১৯৬৩ সালে দ্বিতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পান জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ের৷
মঙ্গলবার সুইডিশ রয়েল অ্যাকাডেমি ফর সায়েন্সেস পুরস্কারটি ঘোষণা করে৷ স্ট্রিকল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন ও ফ্রান্সের জেরার্ড মৌরু এবার নোবেল পান৷
সুইডিশ রয়েল অ্যাকাডেমি পুরস্কারের অর্ধেক অর্থ দিয়েছেন মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিনকে৷ বাকি অর্থ মৌরু ও স্ট্রিকল্যান্ড ভাগাভাগি করে নেবেন৷ পুরস্কারের মোট অর্থের পরিমাণ নব্বই লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার৷
অ্যাকাডেমি জানিয়েছে যে, ভাইরাসের মতো ক্ষুদ্র কণাকে কোনো ক্ষতি না করেই ধরার জন্য সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স' আবিষ্কার করেছেন আশকিন৷
আর স্ট্রিকল্যান্ড ও মৌরু ছোট ও তীব্র ‘লেজার পালস' তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে৷
লেজার ফিজিক্সকে আরো উন্নত পর্যায়ে নেয়ার ক্ষেত্রে এই গবেষণা ভুমিকা রাখবে বলে মনে করে নোবেল কর্তৃপক্ষ৷ গত বছর মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে কাজ করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী৷ এর আগে সোমবার এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া শুরু হয়৷ এদিন চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী জেমস অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়৷
বুধবার রসায়নে, শুক্রবার শান্তিতে ও আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেয়া হবে৷ তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না৷ যাঁর পাওয়ার কথা ছিল সেই ফ্রেঞ্চ সাহিত্যিক'র বিরুদ্ধে ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি৷
জেডএ/এসিবি (এপি)
হাস্যকর গবেষণায় হাস্যকর নোবেল প্রাইজ
বড় বড় গবেষণা, বিশাল বিশাল আবিষ্কারের স্বীকৃতিতে তো প্রতি বছরই নোবেল প্রাইজ দেয়া হয়৷ কিন্তু ‘আনালস দব ইমপ্রোবেবল রিসার্চ’ নামের একটি ম্যাগাজিন প্রতি বছর হাস্যকর কিছু গবেষণার জন্য দিয়ে থাকে ‘ইগনোবল প্রাইজ’৷
ছবি: Reuters/G. Ertl
সত্যিকার কিন্তু হাস্যকর
কিছু গবেষণা আছে যা বিজ্ঞানিরা অনেক পরিশ্রম করে করলেও তাতে সাধারণ মানুষের জন্য হয় হাসির খোরাক৷ যেমন, একবার সেদ্ধ করা ডিম কিভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে গবেষণা করে এই পুরস্কার জিতেছিলেন এক অস্ট্রেলিয়ান গবেষক৷
ছবি: Reuters/G. Ertl
২১ সেকেন্ড
প্রস্রাব করতে ঠিক কতটা সময় লাগে? কখনও কি এই প্রশ্নটি আপনার মাথায় ঘুরপাক খেয়েছে? মার্কিন গবেষক প্যাট্রিসিয়া ইয়েং এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন৷ কঠোর পরিশ্রম শেষে এসেছে সাফল্য৷ এর জন্য প্রয়োজন হয় ২১ সেকেন্ড৷ ক্ষেত্র বিশেষে তা আরো ১৩ সেকেন্ড কম বা বেশি হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
হাই তোলা কচ্ছপ
মানব প্রজাতিতে হাই তোলাকে সংক্রামক হিসেবেই বিবেচনা করা হয়৷ কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মনে হয়েছে লাল পায়ের কচ্ছপের মধ্যেও কি হাই তোলা সংক্রামক? দীর্ঘ গবেষণায় ফল এসেছে– না৷ তাঁদের এই গবেষণা ‘কারেন্ট জুলজি’ নামের একটি জার্নালে প্রকাশিতও হয়েছিল৷ ২০১৪ সালের সাইকোলজির প্রাইজ গেছে তাঁদের ঘরে৷
ছবি: picture alliance/Arco Images/Sunbird
কলার খোসা কি পিচ্ছিল?
কলার খোসায় পা পিছলে পড়ে যাওয়া সংক্রান্ত জীবনের অনেক ঘটনাই আপনার মনে পড়ে যেতে পারে৷ কিন্তু ২০১৪ সালে জাপানের কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন৷ তাঁদের গবেষণার ফল বলছে– হ্যাঁ, কলার খোসা পিচ্ছিল, এবং এর কারণ খোসায় থাকা পলিস্যাকারাইড ফলিকুলার নামের পিচ্ছিল জেল জাতীয় পদার্থ৷ এ গবেষণার ফলে পদার্থ বিজ্ঞানে ইগনোবল প্রাইজ জিতে নিয়েছেন তাঁরা৷
ছবি: picture-alliance/dpa
বিড়ালের কামড়ে বিষণ্ণতা
২০১৪ সালের গণস্বাস্থ্যের ইগনোবল প্রাইজ এই গবেষণায়৷ রোগীদের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন, বিড়ালের কামড়ে নারীদের মধ্যে দেখা দেয় বিষণ্ণতা৷
ছবি: Colourbox
বিমান ছিনতাই রোধে ডিভাইস
২০১৩ সালে এমন এক যন্ত্রের আবিষ্কারক পেয়েছেন নিরাপত্তা প্রকৌশলে পুরস্কার৷ এই যন্ত্র নিজেই হাইজ্যাকারকে জালে বন্দি করে প্লেন থেকে প্যারাসুটসহ ছুঁড়ে ফেলে দেয়৷
ছবি: picture-alliance/dpa
রুটির মধ্যে যিশু
প্রায়ই খাবার ছাড়াও নানা জিনিসের মধ্যে ধর্মীয় প্রতীক, ব্যক্তির প্রতিচ্ছবি দেখে থাকেন অনেকে৷ এ নিয়ে গণমাধ্যমে সংবাদও হয়ে থাকে৷ কেন এমন হয়, জানতে গবেষণা করে ২০১৪ সালে নিউরোলজিতে ইগনোবল প্রাইজ জিতেছেন ক্যানাডা ও চানের একদল গবেষক৷ তাঁরা বলছেন, মস্তিষ্কের কিছু নিউরন আছে, যারা ফেস-রিকগনিশনের কাজ করে৷
ছবি: P.-J. Richards/AFP/Getty Images
এক গবেষণায় দুই পুরস্কার
২০১৩ সালে একদল গবেষক একইসাথে জ্যোতির্বিদ্যা ও জীববিজ্ঞানে পেয়েছেন পুরস্কার৷ তাঁদের গবেষণায় জানা গেছে, যখন আকাশে চাঁদ থাকে না, গোবরে পোকা পরিষ্কার আকাশে ছায়াপথ দেখে চলাচলের দিক নির্ধারণ করে৷ আকাশ মেঘলা হলেই গোবরে পোকা দিক হারিয়ে ফেলে৷