1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাসের তৃতীয় নারীর পদার্থবিদ্যায় নোবেল জয়

২ অক্টোবর ২০১৮

ক্ষুদ্র কণা নিয়ে কাজ করতে সূক্ষ্ম লেজার যন্ত্র ও কৌশল আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল সম্মাননা পাচ্ছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ক্যানাডার তিন  বিজ্ঞানী৷ এর মধ্যে আছেন ক্যানাডার ডোনা স্ট্রিকল্যান্ড৷

Nobelpreis für Physik 2018 Arthur Ashkin Gerard Mourou Donna Strickland
ছবি: Reuters/TT News Agency

ইতিহাসের তৃতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল জিতলেন স্ট্রিকল্যান্ড৷ এর আগে ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হবার পর ১৯০৩ সালে ম্যারি কুরি প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পান৷ এর ৬০ বছর পর ১৯৬৩ সালে দ্বিতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পান জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ের৷ 

মঙ্গলবার সুইডিশ রয়েল অ্যাকাডেমি ফর সায়েন্সেস পুরস্কারটি ঘোষণা করে৷ স্ট্রিকল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন ও ফ্রান্সের জেরার্ড মৌরু এবার নোবেল পান৷

সুইডিশ রয়েল অ্যাকাডেমি পুরস্কারের অর্ধেক অর্থ দিয়েছেন মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিনকে৷ বাকি অর্থ মৌরু ও স্ট্রিকল্যান্ড ভাগাভাগি করে নেবেন৷ পুরস্কারের মোট অর্থের পরিমাণ নব্বই লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার৷

অ্যাকাডেমি জানিয়েছে যে, ভাইরাসের মতো ক্ষুদ্র কণাকে কোনো ক্ষতি না করেই ধরার জন্য সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স' আবিষ্কার করেছেন আশকিন৷

আর স্ট্রিকল্যান্ড ও মৌরু ছোট ও তীব্র ‘লেজার পালস' তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে৷

 

লেজার ফিজিক্সকে আরো উন্নত পর্যায়ে নেয়ার ক্ষেত্রে এই গবেষণা ভুমিকা রাখবে বলে মনে করে নোবেল কর্তৃপক্ষ৷ গত বছর মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে কাজ করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী৷ এর আগে সোমবার এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া শুরু হয়৷ এদিন চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী জেমস অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়৷ 

বুধবার রসায়নে, শুক্রবার শান্তিতে ও আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেয়া হবে৷ তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না৷ যাঁর পাওয়ার কথা ছিল সেই ফ্রেঞ্চ সাহিত্যিক'র বিরুদ্ধে ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি৷

জেডএ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ