ব্রাজিলের সাও পাওলো-তে আজ শুরু হচ্ছে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ৷ আর বিশ্বকাপ মানেই পুরনো রেকর্ড ভাঙা, নতুন রেকর্ড গড়া৷ তাই নতুনের আগে পুরনো রেকর্ডগুলোর উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক৷
বিশ্বকাপের সময় একেক দল একেক জাগয়ায় অবস্থান করবে৷ মোট ১২টি শহরে খেলা হবে৷ দেশগুলো গ্রুপ পর্বে তাদের খেলা যেখানে পড়েছে, তার আশেপাশেই থাকার ব্যবস্থা করেছে৷
ছবি: Getty Images
ব্রাজিল
বিশ্বকাপের সময় স্বাগতিক দলের ঠিকানা রিও ডি জানেরো থেকে ৯০ কিলোমিটার দূরের ‘গ্র্যানিয়া কোমারি ট্রেনিং কমপ্লেক্স’৷ এটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্র৷
ছবি: Getty Images
জার্মানি
বিশ্বকাপ চলাকালীন জার্মান দলের মূল আবাসস্থল হবে এই ‘কাম্পো বাইয়া’ রিসর্টটি৷ ব্রাজিলের বাইয়া রাজ্যে অবস্থিত এই রিসর্টটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত৷
ছবি: picture-alliance/dpa
স্পেন
ব্রাজিলের একটি ফুটবল ক্লাব ‘অ্যাটলেটিকো পারেনেন্সে’৷ ছবিতে তাদের ট্রেনিং সেন্টারটি দেখা যাচ্ছে৷ আর পাশেই রয়েছে একটি হোটেল৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান হবে সেখানেই৷
ছবি: Christophe Simon/AFP/Getty Images
ইটালি
রিও ডি জানেরো থেকে ১১০ কিলোমিটার দূরে ‘পোর্টোবেলো হোটেল ট্রেনিং সেন্টার’৷ বিশ্বকাপের সময় এখানে ইটালির ফুটবলারদের আগমন ঘটবে৷ গ্রুপ পর্বে ইটালি খেলবে উরুগুয়ে, ইংল্যান্ড আর কোস্টা রিকার সঙ্গে৷
ছবি: Vanderlei Almeida/AFP/Getty Images
ফ্রান্স
সাও পাওলো থেকে ৩৩৬ কিলোমিটার দূরের এই হোটেলটিতে থাকবে ফ্রান্সের খেলোয়াড়রা৷ গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, ইকুয়েডর আর হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্স৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
পর্তুগাল
সাও পাওলো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই রয়াল পাম প্লাজা রিসর্টে অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা৷ গ্রুপ পর্বে পর্তগাল জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
আইভরি কোস্ট
সাও পাওলোর ‘অস্কার ইন ইকো রিসর্ট’-এর একটি অংশ৷ যেখানে থাকবে আইভরি কোস্ট৷ গ্রুপ পর্বে আফ্রিকার এই দেশটি কলম্বিয়া, গ্রিস ও জাপানের বিরুদ্ধে লড়বে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
ইংল্যান্ড
রিও ডি জানেরোর দক্ষিণে অবস্থিত ‘রয়্যাল টিউলিপ’ হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷
ছবি: Getty Images
8 ছবি1 | 8
দ্রুততম গোল: খেলার ১১ সেকেন্ডের মাথায়; ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তুরস্কের হয়ে গোলটি করেন হাকান সুকুর; তুরস্ক জিতেছিল ৩-১ গোলে৷
একটি বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন: ফ্রান্সের জুস্ত ফঁতেন, ১৯৫৮ সালের বিশ্বকাপে, সর্বসাকুল্যে ১৩টি৷
(একাধিক বিশ্বকাপ মিলিয়ে) সর্বাধিক গোল: ব্রাজিলের রোনাল্ডো: ১৫টি গোল (১৯৯৮, ২০০২ এবং ২০০৬-এর বিশ্বকাপে)৷ এবার জার্মানির মিরোস্লাভ ক্লোজে হয়ত সে রেকর্ড ভাঙতে পারেন৷
বিশ্বকাপে তরুণতম খেলোয়াড়: উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড, ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি; হোয়াইসাইডের বয়স তখন ১৭ বছর, এক মাস, দশ দিন৷
বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড়: মার্কিন যুক্তরাষ্ট্রের রজার মিলা, ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেন; তখন তাঁর বয়স ৪২ বছর, এক মাস, আট দিন৷
সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে যে দেশ: স্বভাবতই ব্রাজিল! ব্রাজিলই একমাত্র দেশ যারা ১৯৩০ থেকে আজ অবধি কোনো বিশ্বকাপেই অনুপস্থিত থাকেনি৷ ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে৷