1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের রেকর্ড

১২ জুন ২০১৪

ব্রাজিলের সাও পাওলো-তে আজ শুরু হচ্ছে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ৷ আর বিশ্বকাপ মানেই পুরনো রেকর্ড ভাঙা, নতুন রেকর্ড গড়া৷ তাই নতুনের আগে পুরনো রেকর্ডগুলোর উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক৷

Deutsche Nationalmannschaft Abflug nach Brasilien WM 2014
ছবি: picture-alliance/dpa

সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে: ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)

সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছেন: মেক্সিকোর আন্তোনিও কারবায়াল (১৯৫০ থেকে ১৯৬৬, পাঁচটি বিশ্বকাপে); জার্মানির লোটার মাটেউস (১৯৮২ থেকে ১৯৯৮, পাঁচবার)৷

কোন কোন দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে: ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স এবং আর্জেন্টিনা৷

দ্রুততম গোল: খেলার ১১ সেকেন্ডের মাথায়; ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তুরস্কের হয়ে গোলটি করেন হাকান সুকুর; তুরস্ক জিতেছিল ৩-১ গোলে৷

একটি বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন: ফ্রান্সের জুস্ত ফঁতেন, ১৯৫৮ সালের বিশ্বকাপে, সর্বসাকুল্যে ১৩টি৷

(একাধিক বিশ্বকাপ মিলিয়ে) সর্বাধিক গোল: ব্রাজিলের রোনাল্ডো: ১৫টি গোল (১৯৯৮, ২০০২ এবং ২০০৬-এর বিশ্বকাপে)৷ এবার জার্মানির মিরোস্লাভ ক্লোজে হয়ত সে রেকর্ড ভাঙতে পারেন৷

বিশ্বকাপে তরুণতম খেলোয়াড়: উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড, ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি; হোয়াইসাইডের বয়স তখন ১৭ বছর, এক মাস, দশ দিন৷

বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড়: মার্কিন যুক্তরাষ্ট্রের রজার মিলা, ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেন; তখন তাঁর বয়স ৪২ বছর, এক মাস, আট দিন৷

সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে যে দেশ: স্বভাবতই ব্রাজিল! ব্রাজিলই একমাত্র দেশ যারা ১৯৩০ থেকে আজ অবধি কোনো বিশ্বকাপেই অনুপস্থিত থাকেনি৷ ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ