1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইতিহাসের বিরুদ্ধে অপরাধ' করছে আইএস

৬ মার্চ ২০১৫

ইরাকের মোসুল শহরের একটি জাদুঘরে ঢুকে হাতুড়ি দিয়ে সমস্ত শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়ার পর এবার বুলডোজার দিয়ে নিমরুদ নামের প্রাচীন এক শহর মাটিতে মিশিয়ে দিয়েছে আইএস৷

Irak Archäologie Nimrud Wachposten
ছবি: picture-alliance/dpa/S. Baldwin

দেশটির পর্যটন এবং প্রাচীন নিদর্শন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ এড ফ্রেজার একে ‘ইতিহাসের বিরুদ্ধে অপরাধ' বলে আখ্যায়িত করেছেন৷

গ্যারি সি বিজ্জ জঙ্গিদের এই কাজে বাধা দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

জর্জো এ সকালুস মনে করেন, প্রাচীন শহরগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী নিয়োগের এখনই সময়৷

আইএস জঙ্গিদের পরবর্তী হামলার শিকার হতে পারে হাত্রা নামে ইরাকের আরেকটি প্রাচীন শহর – এমন আশঙ্কা এক প্রত্নতত্ত্ববিদের৷

লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে নিমরুদের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে৷ ম্যাথিউ ওয়ার্ড সেগুলো দেখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

এছাড়া ইরাক যুদ্ধের পর ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল নিমরুদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছিল৷ জয়সি কারাম ইউটিউবে থাকা সেই অনুষ্ঠানের লিংকটি শেয়ার করেছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ