1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেডেরার-মারে

৭ জুলাই ২০১২

উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল আগামীকাল রবিবার৷ শিরোপার জন্য এবার লড়বেন রজার ফেডেরার আর অ্যান্ডি মারে৷ দুজনের সামনেই ইতিহাস গড়ার হাতছানি৷

Andy Murray of Britain reacts after defeating Jo-Wilfried Tsonga of France in their men's semi-final tennis match at the Wimbledon tennis championships in London July 6, 2012. REUTERS/Toby Melville (BRITAIN - Tags: SPORT TENNIS)
অ্যান্ডি মারেছবি: Reuters

যদি ফেডেরার জেতেন তাহলে তিনি পিট স্যাম্প্রাসের সাতবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন৷ সেইসঙ্গে দুই বছর বিরতির পর আবারও ব়্যাংকিং এর শীর্ষে ফিরে যাবেন৷

আর মারে'র ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, তিনি যদি চ্যাম্পিয়ন হন তাহলে তিনিই হবেন ৭৬ বছর পর উইম্বলডন জয়ী প্রথম কোনো ব্রিটিশ৷

টেনিস জগতের অন্যতম মর্যাদাকর এই টুর্নামেন্টটি ব্রিটেন আয়োজন করলেও গত প্রায় ৭৪ বছর ধরে ঘরের কোনো খেলোয়াড় তার ফাইনালেই উঠতে পারেননি৷ ব্রিটিশদের সেই দু:খ শুক্রবার মোচন করে দিয়েছেন মারে৷ তাইতো তাঁকে নিয়ে এখন চলছে বন্দনা সংগীত৷

শনিবারের সব কয়টি ব্রিটিশ দৈনিকের প্রথম পাতায় ছাপা হয়েছে মারের হাসিমুখ ছবি৷ এমনকি অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ফিন্যান্সিয়াল টাইমস'এও!

রজার ফেডেরারছবি: AP

‘দ্য টাইমস' পত্রিকা বলছে, ফাইনালে উঠেই মারে অভিনন্দন পাওয়ার চেয়েও বড় কিছু করে ফেলেছেন৷ ফাইনালে তাঁর জন্য শুভকামনা জানিয়েছে পত্রিকাটি৷

‘দ্য ডেইলি টেলিগ্রাফ' লিখেছে, মারে ক্রীড়াজগতের অন্যতম পুরনো একটি অভিশাপ দূর করে দিয়েছেন৷ এর মাধ্যমে পত্রিকাটি ব্রিটিশদের ৭৪ বছরের অপেক্ষাকেই বোঝাতে চেয়েছে৷

‘দ্য গার্ডিয়ান' বলছে, মারে স্বর্গের কাছ থেকে এখন মাত্র এক পা দূরে আছেন৷

তবে এসব প্রশংসায় গা ভাসিয়ে দিচ্ছেন না মারে৷ তিনি বলছেন, ফাইনালে জেতাটা তাঁর জন্য মোটেও সহজ হবে না৷ যদিও ফেডেরারের সঙ্গে ১৫ খেলায় মারেরই জয়ের সংখ্যা বেশি৷ তিনি জিতেছেন আটবার৷ আর ফেডেরার সাতবার৷

তবে এর আগে দুটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই খেলোয়াড়৷ তাতে দুবারই জয়ী হয়েছেন ফেডেরার৷

মারে নিজেই স্বীকার করেছেন, ফাইনালে তিনি ‘আন্ডারডগ'৷ একমাত্র নিজের ‘পারফেক্ট' খেলাই তাঁকে জেতাতে পারে বলে মন্তব্য করেন তিনি৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ