ইতিহাস গড়তে চলেছেন রজনীকান্ত
১১ আগস্ট ২০১০ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বাজেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ছবি৷ যা হিন্দি ভাষার ছায়াছবি 'ব্লু' এবং 'কাইটস'-এর বাজেটকেও ছাড়িয়ে গেছে৷ ব্লু-র বাজেট ছিল ৭৫০ মিলিয়ন রুপি এবং কাইটস তৈরি করতে খরচ হয় প্রায় ১.২৫ বিলিয়ন রুপি৷
সে যাই হোক, 'এন্ধিরান' ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে৷ শোনা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে৷ এই যেমন, পেরুর প্রাচীন প্রত্নতাত্বিক অঞ্চল মাচু পিচু থেকে ব্রাজিল, অথবা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় শুটিং হয়েছে ছবিটির৷
বৈজ্ঞানিক কল্প কাহিনীর এই ছবিটি হিন্দি ভাষায় 'দ্য রোবট' এবং তেলেগু ভাষায় 'রোবো' নামে মুক্তি পাবে৷ সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই অভিনয় করছেন ছবিটিতে৷ এছাড়া, রজনীকান্ত নিজেই বিজ্ঞানী এবং রোবট-এর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন 'এন্ধিরান'-এ৷
ছবিটি তার বিশাল বাজেট এবং অভিনয় শিল্পীদের কারণে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হলেও, ছবিটির দিকে দৃষ্টি আকর্ষিত হচ্ছে রজনীকান্ত-এর নামের কারণেও৷ তিনি নিজে এমন একজন স্টার, যিনি ১৯৭০-এর দশকে মাদ্রাজে নাটক নিয়ে পড়াশোনা করার সময় বাস কন্ডাকটরের চাকরি করতেন৷ পরে সেই চাকরি হারানোর পর, কিভাবে চলে আসেন রূপালি পর্দার জগতে৷ পরিণত হন ফিল্ম স্টারে৷ রজনীকান্তের অভিনয় শৈলী, স্টাইল এবং জীবনযাপনের জন্য দক্ষিণ ভারতে এখনও তাঁকে দেখা হয় দেবতার চোখে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: দেবারতি গুহ