1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়তে চায় রেয়াল

১৬ সেপ্টেম্বর ২০১৪

ন’বছর বিরতির পর গত মরসুমে চ্যাম্পিয়নস লিগে ‘ডেসিমা’-র দেখা পেয়েছিল রেয়াল মাদ্রিদ৷ মঙ্গলবার তারা মাঠে নামবে আরেক ইতিহাস গড়ার লক্ষ্যে৷ এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আবারও সেরা হওয়ার সুযোগ তাদের সামনে৷

UEFA Champions League 2014 in Madrid Sami Khedira
ছবি: Getty Images/B. Dominguez

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ এবার ৬০-এ পা দিচ্ছে৷ তবে চ্যাম্পিয়নস লিগ নামে এটির যাত্রা শুরু ২৩ বছর আগে৷ এই ২৩ বছরে কোনো দলই কখনো তাদের শিরোপা ধরে রাখতে পারেনি৷ এবার রেয়ালের সামনে সেটা করে দেখানোর সুযোগ এসেছে৷ সেজন্য তাদের পর্যাপ্ত রসদও আছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ রোনাল্ডো, বেল, বেনজেমার সঙ্গে এবার দলে এসেছে ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেজ আর বিশ্বকাপ জয়ী জার্মান দলের খেলোয়াড় ক্রোস৷ অবশ্য মারিয়া আর আলন্সোর মতো ফুটবলার দলে নেই, যেটা কিছুটা চিন্তায় ফেলছে রেয়াল কোচ আঞ্চেলটিকে৷

এই দল নিয়ে লা লিগার শুরুটা অবশ্য ভালো করতে পারেনি রেয়াল৷ শনিবারই তারা ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে৷ এর আগে তারা রেয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলে পরাজিত হয়৷ অর্থাৎ, লা লিগার প্রথম তিন ম্যাচের দুটোতেই হেরে বসে আছে ১৯৫৬ সালে চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া দল রেয়াল৷

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে রেয়ালের আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার৷ এদিন তারা মাঠে নামবে সুইজারল্যান্ডের বাসেল দলের বিরুদ্ধে৷ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়৷ রেয়ালের গ্রুপের অন্য দুটো দল লিভারপুল ও বুলগেরিয়ার দল লুডোগোরেটস৷

রেয়াল যদি ইতিহাস গড়তে পারে তাহলে অবশ্য স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ইতিহাস রচিত হয়ে যাবে৷ সেটা কোচ আঞ্চেলটির৷ তিনিই হবেন একমাত্র কোচ যিনি চারবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবেন৷ রেয়ালের সঙ্গে গতবার শিরোপা জেতার আগে এসি মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেয়েছিলেন কার্লো আঞ্চেলতি (বানানভেদে আনচেলোত্তি বা আনসেলত্তি)৷ খেলোয়াড় হিসেবেও তিনি দুবার এই শিরোপা জিতেছেন৷

চ্যাম্পিয়নস লিগের নতুন মরসুম শুরুর প্রথম দিন মঙ্গলবার মোট আটটি খেলা অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে রেয়াল মাদ্রিদেরটি ছাড়াও নজর রাখা যেতে পারে ডর্টমুন্ড বনাম আর্সেনালের খেলার দিকেও৷ এবার চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলানের মতো দল৷ অথচ দল দুটি মিলে ১০ বার লিগের শিরোপা জিতেছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ