1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেশি আলোচনায় ‘আর্গো’

২৫ ফেব্রুয়ারি ২০১৩

‘লিংকন’ ছবিতে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ড্যানিয়েল ডি-লুইস৷ এবারের অস্কারেও সেরা অভিনেতা তিনি৷ এই নিয়ে তৃতীয়বার জিতলেন এ পুরস্কার৷ অথচ আলোচনা-সমালোচনায় তাঁর চেয়ে অনেক এগিয়ে ‘আর্গো’!

Argo director Ben Affleck accepts the Oscar for Best Movie onstage at the 85th Annual Academy Awards on February 24, 2013 in Hollywood, California. AFP PHOTO/Robyn BECK (Photo credit should read ROBYN BECK/AFP/Getty Images)
Oscars 2013 Oscarverleihung Argo Bester Film Ben Affleckছবি: ROBYN BECK/AFP/Getty Images

চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার জয়ের দৌড়ে ফেভারিট ছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘লিংকন'৷ অন্যদিকে বাইরের প্রায় সব স্বীকৃতি পেলেও ধরে নেয়া হয়েছিল ‘আর্গো' খুব একটা সুবিধা করতে পারবেনা৷ অথচ রবিবার দেখা গেল উল্টো দৃশ্য৷ নিজে সেরা পরিচালকের ক্যাটাগরিতে মনোনয়ন না পেলেও বেন অ্যাফ্লেকই শেষ পর্যন্ত হাসলেন বিজয়ীর হাসি৷ তাঁর ছবি সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে, ব্যক্তিগত অপ্রাপ্তির হতাশা ভুলে খুশি তো তিনি হবেনই!

এবারের আসরে সবচেয়ে বেশি চারটি পুরস্কার জিতেছে ‘লাইফ অফ পাই'৷ এ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন আং লি৷ তাইওয়ান তাই আনন্দে ভাসছে৷ সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটিকে তুলে ধরেছে ‘তাইওয়ানের বিজয়' হিসেবে৷ আং লি অবশ্য নিজের সাফল্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরের সবাইকেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন৷ পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের বাইরের হওয়াটা এখানে শুধু অসুবিধা নয় কিন্তু, এটা বড় সুবিধাও, বাইরের বলেই তো আমরা এখানে স্পেশাল৷''

‘সিলভার লাইনিংস প্লেবুক' ছবিতে অভিনয় করে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেনিফার লরেন্স৷ ‘জ্যাঙ্গো আনচেনড' ছবি ক্রিস্টফ ওয়ালৎস ডিয়াগোকে এনে দিয়েছে সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার৷ ভিক্টর হুগোর অমর সৃষ্টি ‘লে মিজারেবল' ছবিতে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা হ্যাথওয়ে৷ এভাবে বলতে থাকলে রবিবার সন্ধ্যায় অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে তাঁদের নামের তালিকাটা অনেক বড় হয়ে যাবে৷ দুর্ভাগ্যজনক বিষয় হলো, এ মুহূর্তে বাকিদের দিকে খুব একটা মনযোগ নেই সবার৷

এমনকি ১৯৯০ সালে ‘মাই লেফ্ট ফুট' এবং ২০০৮ সালে ‘দেয়ার উইল বি ব্লাড' ছবির পর এবার যে ড্যানিয়েল ডি-লুইস ‘আর্গো'-র হাত ধরে তৃতীয়বার অস্কার জয় করলেন সেদিকেও খুব বেশি আগ্রহ নেই৷ বিশেষ করে ইরানের তো নেই-ই৷ সে দেশের অনেকেই বলছেন, এ ছবি আসলে ‘সিআই-এর বিজ্ঞাপন৷' তবে তরুণদের অনেকে আবার মনে করেন, ১৯৭৯ সালে ইরানের জিম্মি নাটক সম্পর্কে অন্যরা কী ভাবছেন সেটাও জানা খুব জরুরি৷ ‘সিআইএ-র বিজ্ঞাপন' হলো, নাকি একটু আকর্ষণীয় করে সত্যকেই তুলে ধরা হলো- ছবিটা না দেখা পর্যন্ত কারোই অবশ্য তা বোঝার উপায় নেই৷

এসিবি/ এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ