‘লিংকন’ ছবিতে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ড্যানিয়েল ডি-লুইস৷ এবারের অস্কারেও সেরা অভিনেতা তিনি৷ এই নিয়ে তৃতীয়বার জিতলেন এ পুরস্কার৷ অথচ আলোচনা-সমালোচনায় তাঁর চেয়ে অনেক এগিয়ে ‘আর্গো’!
বিজ্ঞাপন
চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার জয়ের দৌড়ে ফেভারিট ছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘লিংকন'৷ অন্যদিকে বাইরের প্রায় সব স্বীকৃতি পেলেও ধরে নেয়া হয়েছিল ‘আর্গো' খুব একটা সুবিধা করতে পারবেনা৷ অথচ রবিবার দেখা গেল উল্টো দৃশ্য৷ নিজে সেরা পরিচালকের ক্যাটাগরিতে মনোনয়ন না পেলেও বেন অ্যাফ্লেকই শেষ পর্যন্ত হাসলেন বিজয়ীর হাসি৷ তাঁর ছবি সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে, ব্যক্তিগত অপ্রাপ্তির হতাশা ভুলে খুশি তো তিনি হবেনই!
অস্কার বিজয়ীদের কথা
অস্কার কে জিতলো, তা নিয়ে আগ্রহ নেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর৷ চলুন চটপট সর্বশেষ অস্কার সন্ধ্যার বিজয়ীদের দেখে নেওয়া যাক৷
ছবি: Getty Images
তারকাদের দিকে নজর
লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উৎসবে আবারো তারকাদের ঢল নামলো৷ অস্কার পুরস্কার ঘোষণার আগে থেকেই সেখানে ছিল তাদের ভিড়৷ পৃথিবীর অন্যতম বড় বাৎসরিক অনুষ্ঠান এবং টেলিভিশন ইভেন্ট হচ্ছে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড৷ চলতি বছর অবশ্য একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাওয়ার্ড জয় করেছে আর্গো৷
ছবি: Getty Images
সন্ধ্যাটা বেন অ্যাফ্লেক’এর
অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে ‘সেরা ছবি’৷ মার্কিন অভিনেতা এবং পরিচালক বেন অ্যাফ্লেক এই পুরস্কারটি গ্রহণ করেছেন৷ ইতিপূর্বে ‘আর্গো’ অবশ্য আরো কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড জয় করেছে৷ ফলে সেটির অস্কার জয় একরকম নিশ্চিত ছিল৷ ইরান থেকে মার্কিন জিম্মিদের উদ্ধারে সিআইএ’র তৎপরতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷
ছবি: Reuters
তাইওয়ানের জিনিয়াস পরিচালক
৮৫তম অস্কার সন্ধ্যায় আরো একজন বড় বিজয়ী রয়েছেন৷ তাইওয়ানের চলচ্চিত্র নির্মাতা আং লি জয় করেছেন ‘সেরা পরিচালক’ খেতাব৷ ‘লাইফ অফ পাই’ নামক অসাধারণ ছবিটির পরিচালক লি৷ ছবিটি আরো কয়েকটি অস্কার পুরস্কার জয় করেছে৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
অস্কার রেকর্ড
আইরিশ অভিনেতা ডানিয়েল ডে লুইস মার্কিন চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে একটি রেকর্ড গড়েছেন৷ তৃতীয়বারের মতো ‘সেরা অভিনেতা’ পুরস্কার জয় করেছেন তিনি৷ স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য এই পুরস্কার জয় করেন তিনি৷ তবে স্পিলবার্গের জন্য অস্কার সন্ধ্যাটা তেমন আনন্দের ছিল না৷ তাঁর ছবি লিংকন ১২টি বিভাগে মনোনয়ন পেলেও, পুরস্কার জয় করেছেন মাত্র দু’টিতে৷
ছবি: Getty Images
শো ইভেন্ট
প্রতি বছরের মতো এবারো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সারা বিশ্বে সম্প্রচার করা হয়েছে৷ অস্কার বিজয়ীরা নিঃসন্দেহে খুশি৷ কেননা, ভবিষ্যতে তাদের জন্য অপেক্ষা করছে আরো লোভনীয় প্রস্তাব৷ তবে এই উৎসবের আয়োজক ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইয়েন্সেস’ বিতর্কের ঊর্ধ্বে নয়৷ অনেকে তাদেরকে ‘সেকেলে’ হিসেবেও আখ্যা দিচ্ছে৷
ছবি: Getty Images
ইউরোপের জন্য অস্কার
অস্ট্রিয়ান পরিচালক মিশায়েল হানেকে চলতি বছর ‘সেরা বিদেশি ভাষায় ছবি’ বিভাগে পুরস্কার গ্রহণ করেছেন৷ এক বর্ষীয়ান ফরাসি দম্পতির গল্প তিনি ফুটিয়ে তুলেছেন ‘লাভ’ ছবিতে৷ এর আগে অস্কারের পাঁচটি বিভাগে মনোনয়ন পায় ছবিটি৷ এটা খানিকটা বিস্ময়করও, কেননা সাধারণত ইংরেজি ভাষার ছবি অস্কারের বেশি প্রাধান্য পায়৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
এক নতুন তারকা
অস্কার হলিউডের আকাশে নতুন তারকারও জন্ম দিতে পারে৷ মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স এতকাল ততটা পরিচিত ছিলেননা৷ অস্কারের ‘সেরা অভিনেত্রী’ বিভাগে পুরস্কার জয়ের মাধ্যমে অবশেষে বড় সাড়া ফেললেন তিনি৷ ‘সিলভার লাইনিংস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জয় করেন লরেন্স৷
ছবি: Getty Images
অস্ট্রিয়ার দ্বিতীয় অস্কার
তাঁর জন্য অস্কার জয় নিয়মিত ঘটনা৷ বলছি অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টফ ভালৎস’এর কথা৷ ২০১০ সালের পর তিনি ‘সেরা সহযোগী অভিনেতা’ হিসেবে দ্বিতীয়বার অস্কার জয় করলেন৷ ভালৎস ক্যারিয়ারের শুরুর দিকে জার্মান টিভির একজন অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন৷ পরবর্তীতে মার্কিন পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো তাঁকে হলিউডে নিয়ে যান এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ায় সহায়তা করেন৷
ছবি: Getty Images
জয়ী অ্যান হ্যথাওয়ে
অভিনেত্রী অ্যান হ্যথাওয়েও এবার অস্কার জয় করেছেন৷ ‘লে মিজেরেবল’ ছবিতে অভিনয়ের জন্য ‘সেরা সহযোগী অভিনেত্রী’ পুরস্কার জয় করেন তিনি৷ এই ছবিটি সম্প্রতি বার্লিনালেতেও দেখা গেছে৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
অস্কার সন্ধ্যায় সমতা রক্ষা
অস্কারের ৮৫তম আসর ছিল বিনোদন আর উত্তেজনায় ভরা৷ অন্যান্য বছরের তুলনায় এবার বেশি ছবি পুরস্কার জয় করেছে৷ বেন অ্যাফ্লেক, আং লি’র পাশাপাশি দুই অস্ট্রিয়ান এবং ব্রিটিশ সংগীত তারকা আডেল জয় করেছেন পুরস্কার৷ ‘স্কাইফল’ ছবিতে গান গেয়ে অস্কার জেতেন আডেল৷
ছবি: Getty Images
10 ছবি1 | 10
এবারের আসরে সবচেয়ে বেশি চারটি পুরস্কার জিতেছে ‘লাইফ অফ পাই'৷ এ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন আং লি৷ তাইওয়ান তাই আনন্দে ভাসছে৷ সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটিকে তুলে ধরেছে ‘তাইওয়ানের বিজয়' হিসেবে৷ আং লি অবশ্য নিজের সাফল্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরের সবাইকেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন৷ পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের বাইরের হওয়াটা এখানে শুধু অসুবিধা নয় কিন্তু, এটা বড় সুবিধাও, বাইরের বলেই তো আমরা এখানে স্পেশাল৷''
‘সিলভার লাইনিংস প্লেবুক' ছবিতে অভিনয় করে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেনিফার লরেন্স৷ ‘জ্যাঙ্গো আনচেনড' ছবি ক্রিস্টফ ওয়ালৎস ডিয়াগোকে এনে দিয়েছে সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার৷ ভিক্টর হুগোর অমর সৃষ্টি ‘লে মিজারেবল' ছবিতে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা হ্যাথওয়ে৷ এভাবে বলতে থাকলে রবিবার সন্ধ্যায় অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে তাঁদের নামের তালিকাটা অনেক বড় হয়ে যাবে৷ দুর্ভাগ্যজনক বিষয় হলো, এ মুহূর্তে বাকিদের দিকে খুব একটা মনযোগ নেই সবার৷
এমনকি ১৯৯০ সালে ‘মাই লেফ্ট ফুট' এবং ২০০৮ সালে ‘দেয়ার উইল বি ব্লাড' ছবির পর এবার যে ড্যানিয়েল ডি-লুইস ‘আর্গো'-র হাত ধরে তৃতীয়বার অস্কার জয় করলেন সেদিকেও খুব বেশি আগ্রহ নেই৷ বিশেষ করে ইরানের তো নেই-ই৷ সে দেশের অনেকেই বলছেন, এ ছবি আসলে ‘সিআই-এর বিজ্ঞাপন৷' তবে তরুণদের অনেকে আবার মনে করেন, ১৯৭৯ সালে ইরানের জিম্মি নাটক সম্পর্কে অন্যরা কী ভাবছেন সেটাও জানা খুব জরুরি৷ ‘সিআইএ-র বিজ্ঞাপন' হলো, নাকি একটু আকর্ষণীয় করে সত্যকেই তুলে ধরা হলো- ছবিটা না দেখা পর্যন্ত কারোই অবশ্য তা বোঝার উপায় নেই৷