1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়ে জার্মান কাপ ফাইনালে আর্মিনিয়া বিলেফেল্ড

২ এপ্রিল ২০২৫

তৃতীয় বিভাগের ফুটবল দল আর্মিনিয়া বিলেফেল্ড প্রথমবারের মতো জার্মান কাপের ফাইনালে উঠেছে। মঙ্গলবার সেমিফাইনালে জার্মান কাপ ও বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে ২-১ গোলে হারায় তারা৷

কাপ জয়ের উচ্ছ্বাসে আর্মিনিয়া বিলেফেল্ড ক্লাবের খেলোয়াড়রা৷
ইতিহাস গড়লো আর্মিনিয়া বিলেফেল্ড৷ পরাজিত করলো বুন্ডেসলিগাজয়ী ক্লাব বায়ার লেভারকুসেনকে৷ছবি: Friso Gentsch/dpa/picture alliance

ম্যাচের শুরুতে লেভারকুজেনের পক্ষে গোল করেন জার্মান আন্তর্জাতিক ফুটবলার জোনাথন টাহ। কিন্তু মারিয়াস ভ্যোর্ল এবং মাক্সিমিলিয়ান গ্রোসারের গোল করে চমকে দেন সবাইকে৷

নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার  ক্লাব আর্মিনিয়া বিলেফেল্ড মাত্র চতুর্থ বারের মতো তৃতীয় বিভাগীয় দল হিসেবে জার্মান কাপের ফাইনালে ওঠার কীর্তি গড়লো। এর আগে ইউনিয়ন বার্লিন, এনার্জি কটবাস ও হার্থা বার্লিনের রিজার্ভ দল এই কীর্তি গড়েছিল।

ম্যাচ শেষে আর্মিনিয়া বিলেফেল্ড গোলদাতা ভ্যোর্ল বলেন "আমি বিশ্বাসই করতে পারছি না আজ রাতে এখানে যা ঘটেছে৷ জার্মানির অন্যতম সেরা দলের বিপক্ষে খেলায় আমরা জানতাম, তিনটি বুন্ডেসলিগা দলকে হারানোর পর আমরাও পারবো আমি মনে করি এই জয় আমাদের প্রাপ্য ছিল৷''

এএনএস/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ