1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস-সমৃদ্ধ শহর ইয়র্ক

শারন ব্যারকাল/এসবি২২ জানুয়ারি ২০১৫

ব্রিটেন বললেই কি লন্ডন ছাড়া অন্য শহরের কথা মনে পড়ে না? অথচ দেশটিতে অন্য অনেক শহর আছে, যেখানে ইতিহাসের অভিনব সব প্রভাব খুঁজে পাওয়া যায়৷ যেমন ইয়র্ক৷ ছোট্ট এই শহরেই রয়েছে নানা যুগের ছাপ৷

Camarote 21 - York
ছবি: DW

ইয়র্ক শহরে ঢোকার পথ ‘বার'-এর ভিতর দিয়ে – শহরের প্রাচীন তোরণগুলিকে এই নামেই ডাকা হয়৷ মোট ছ'টি এমন তোরণ রয়েছে, যেগুলি প্রায় ২,০০০ বছরের ইতিহাসের প্রবেশপথ৷ ইয়র্ক শহরে নানা যুগের নিদর্শনগুলি অত্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে৷ রয়েছে মধ্যযুগ, ক্ল্যাসিক যুগের অনেক চিহ্ন৷

প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ, ইংল্যান্ডের দীর্ঘতম প্রাচীরের উপর দিয়ে হাঁটাও যায়৷ অ্যালেক্স ডোনাল্ডসন ইয়র্ক শহরে ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন৷ অবসর সময়ে ২০ বছর বয়স্ক এই তরুণ ‘ফুটপ্রিন্ট টুর্স' কোম্পানিতে পর্যটকদের গাইড হিসেবে কাজ করেন৷ অ্যালেক্স বলেন, ‘‘একটি মাত্র জায়গায় এত ইতিহাসের সমন্বয় ইয়র্ক-এর মতো কোথাও দেখা যায় না৷ ভাইকিং, রোমান, মধ্যযুগ, নরমান – ছোট্ট এই জায়গায় সবার চিহ্ন রয়েছে৷ ইয়র্ক ছোট শহর, মিনিট পনেরোর মধ্যেই প্রায় সব জায়গায় হেঁটে পৌঁছানো যায়৷''

শহরের বিখ্যাত স্থানগুলির মধ্যে রয়েছে ক্লিফোর্ডস টাওয়ার – এককালে যা একটা দূর্গ ছিল৷ আর আছে ইয়র্ক মিনস্টার৷ অ্যালেক্স বলেন, ‘‘এটি উত্তর ইউরোপের সবচেয়ে বড় গথিক ক্যাথিড্রাল, প্রায় ২০০ ফুট উঁচু৷ একমাত্র জার্মানির কোলন শহরের ক্যাথিড্রাল এর চেয়ে লম্বা৷ কিন্তু আকার-আয়তনের দিক থেকে ইয়র্ক-এর এই গির্জা সবচেয়ে বড়৷ বিশাল এই কাঠামো তার ওজনের ভারে প্রতি বছর একটু করে বসে যাচ্ছে৷''

ইয়র্ক মিনস্টার গির্জা প্রায় আড়াইশো বছর নির্মাণের পর ১৪৭২ সালে উদ্বোধন করা হয়৷ দান ও প্রবেশমূল্যের অর্থে এটি চালু রাখা হয়েছে৷

দু'লক্ষ জনসংখ্যার এই শহরের আরেকটি বিশেষত্ব হলো মধ্যযুগের আমলের সরু অলিগলি, যাদের ‘স্নিকেলওয়েস' বলা হয়৷ এর মধ্যে একটির নাম ‘দ্য শ্যাম্বেলস'৷ এককালে এখানে অনেক কসাইয়ের দোকান ছিলো৷ এখন এই গলির অদ্ভুত স্থাপত্যরীতি পর্যটকদের কাছে এক বিশাল আকর্ষণ৷ অ্যালেক্স বলেন, ‘‘দ্য শ্যাম্বেলস – গলিটি যে একটু এলোমেলো, তার একটা ভালো কারণ রয়েছে৷ টিউডর আমলের শুরুতে একটি কর চালু করা হয়েছিলো৷ নীচের তলার আয়তন অনুযায়ী গৃহকর দিতে হতো৷ তাই কর এড়াতে বা তার অঙ্ক কম করতে নীচের তলার আয়তন যতটা সম্ভব কম রাখা হতো৷ তার পরের তলাগুলি বড়ো করে তৈরি করা হতো৷ তাই এমন সুন্দর আকারের সব বাড়ি তৈরি হয়েছে, যা এই পথটিকে ‘আইকন' করে তুলেছে৷''

এমন সরু গলি পেরিয়ে শান্তির খোঁজ করলে যেতে হবে হাওয়ার্ডিয়ান হিলস-এ, গাড়িতে ইয়র্ক শহর থেকে প্রায় ২০ মিনিট দূরে৷ ‘এরিয়া অফ আউটস্ট্যান্ডিং বিউটি' তকমাধারী এই এলাকা ঘুরে দেখতে এক দিন সময় লেগে যায়৷ এখানে রয়েছে সুন্দর কিছু ‘কান্ট্রি হাউস'৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ