1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই

১০ মার্চ ২০১৯

১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল৷ পথিমধ্যে ইথিওপিয়ার বিশোফটু শহরের কাছে তা বিধ্ধস্ত হয়৷

Ethiopian Airlines Boeing 737
ছবি: Imago/Aviation-Stock

রোববার সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়৷ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নাইরোবিগামী ইটি ৩০২ ফ্লাইটটির ১৫৭ জন আরোহীর কেউই বেঁচে নেই৷ নিহতদের মধ্যে অন্তত ৩২ জন কেনিয়ান, ১৭ জন ইথিওপিয়ান ও তিন জন চাইনিজ নাগরিক আছেন বলে রোববার বিকেল পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে৷ 

ইথিওপিয়ার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বোলে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়৷ কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের কয়েক মিনিট পরই উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এরপর আদ্দিস আবাবা থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশোফটু শহরের কাছে মুখ থুবড়ে পড়ে সেটি৷ 

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরই মধ্যে শোক জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী আবিই আহমেদের কার্যালয় এক টুইট বার্তায় লিখেছে, ‘‘ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সেসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে, যাঁরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ নিয়মিত যাত্রী বিমানটিতে প্রিয়জনকে হারিয়েছেন৷''

উড্ডয়নের পরপর

মাত্র গতবছরই বিমানটি যুক্ত হয় ইথিওপিয়ান এয়ারলাইন্সে৷ উড্ডয়নের মাত্র ছয় মিনিট পরই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়৷ তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি৷ সুইডিশ ভিত্তিক বিমান ট্র্যাকিং কোম্পানি ফ্লাইটরাডার২৪ বলছে যে, ‘বিমানটির ভার্টিকাল স্পিড স্থিতিশীল ছিল না’৷ 

দ্বিতীয় বড় দুর্ঘটনা

বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স ধরনের বিমান দুর্ঘটনার এর চেয়ে বড় নজির আছে ইন্দোনেশিয়ায়৷ গত ১৩ অক্টোবরের সে দুর্ঘটনায় উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়৷ এতে ২৩৪ জন মারা যান৷ 

মার্কিন বিমান কোম্পানিটি ইথিওপিয়ার এই ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে৷

ইথিওপিয়ার রাষ্ট্রীয় এই এয়ারলাইনটি নিজেদের আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন বলে দাবি করে৷ এর আগে ২০১০ সালে এ এয়ারলাইনের আরেকটি বোয়িং বিমান বিস্ফোরিত হয়৷ 

জেডএ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ