1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইথিওপিয়ার লালিবেলা ফের টিগ্রে বাহিনীর হাতে

১৩ ডিসেম্বর ২০২১

অগাস্টে বিখ্যাত এই শহরটি দখল করেছিল টিগ্রে বাহিনী। পরে তা ইথিওপিয়ার সেনা উদ্ধার করে। রোববার ফের তা টিগ্রে বাহিনীর হাতে চলে গেছে।

টিগ্রে
ছবি: AFP via Getty Images

ইথিওপিয়ায় এখনো সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিগ্রে বাহিনী। টিগ্রে পিপলস লিবারেশন ফোর্স (টিপিএলএফ) একের পর এক শহর নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। নভেম্বরে অবশ্য ইথিওপিয়ার সেনা দাবি করে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা তারা পুনর্দখল করেছে। টিপিএলএফ-কে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম। ইথিওপিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লালিবেলা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর এটি। বহু পুরনো গির্জা আছে সেখানে। ইথিওপিয়ার খ্রিস্টানরা ওই শহরে তীর্থেও যান। গত অগাস্ট মাসে সেই লালিবেলা টিগ্রে বাহিনী দখল করে। একটিও গুলি না চালিয়ে তারা লালিবেলা দখল করেছিল বলে স্থানীয় মানুষ জানিয়েছিলেন। কিন্তু ডিসেম্বরের গোড়ায় ইথিওপিয়ার সেনা লালিবেলা উদ্ধার করে।

রোববার লালিবেলার মানুষ জানিয়েছেন, শহরে আবার টিগ্রে বাহিনী ঘুরতে শুরু করেছে। তবে এবারও তারা গুলি না চালিয়েই শহরের দখল নিয়েছে। শনিবার রাতে লালিবেলার বাইরে গুলির শব্দ শোনা গেছে বলে তারা জানিয়েছেন।

টিপিএলএফ লালিবেলার দখল নেওয়ার পর বহু মানুষ লালিবেলা ছেড়ে পালিয়েছেন। তবে সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানায়নি। ইথিওপিয়ার রাজধানী থেকে লালিবেলা খুব দূরে নয়। এরপর টিপিএলএফ ফের রাজধানীর দিকে অগ্রসর হবে বলে মনে করছে।

আফ্রিকার দেশগুলি সহ একাধিক ইউরোপের দেশ টিপিএলএফ এবং সরকারের মধ্যে মধ্যস্থতার কথা বলেছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা খোঁজার কথা বলেছেন তারা। কিন্তু সরকার এবং টিপিএলএফ কেউই আলোচনায় বসতে রাজি হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ