গোটা ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হলো। টিপিএলএফ আদ্দিস আবাবার দিকে আসতে পারে জেনে এই সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
ইথিওপিয়ায় টিগ্রে পিপলস লিবারেশন ফোর্স(টিপিএলএফ) দুইটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। তারপর তারা জানিয়েছে, তারা রাজধানী আদ্দিস আবাবার দিকে আসতে পারে। এরপরই পুরো ইথিওপিয়া জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
আদ্দিস আবাবার কর্তৃপক্ষ শহরবাসীকে অনুরোধ করেছেন, প্রয়োজনে তাদের শহর বাঁচানোর জন্য নামতে হবে। দিনকয়েক আগে প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছিলেন, নাগরিকরা যেন হাতে অস্ত্র তুলে নিয়ে বিদ্রোহীদের মোকাবিলা করেন। সংবাদসংস্থা ফানা জানিয়েছে, সরকার বলেছে, নাগরিকদের টিপিএলএফ জঙ্গিদের হাত থেকে বাঁচাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এর ফলে সরকার যে কোনো রাস্তা বন্ধ করে দিতে পারবে, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে, কার্ফিউ জারি করতে পারবে, যে কোনো জায়গা সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারবে, ওয়ারেন্ট ছাড়া যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে।
টিগ্রে: যেখানে বিপন্ন মানুষ, বিধ্বস্ত গির্জা ও মসজিদ
ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে যু্দ্ধ চলছে ২০২০ সালের নভেম্বর থেকে৷ টিগ্রের রাজধানী মেকেলের এই হাসপাতালটিতে শত শত মানুষ এসেছে গুলিবিদ্ধ হয়ে৷ বোমা বিস্ফোরণের ক্ষত নিয়েও এসেছেন অনেকে৷ বিদ্যুৎ বিভ্রাট, অপ্রতুল ওষুধ এবংঅপর্যাপ্ত লোকবল নিয়েই চলছে চিকিৎসা৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
ভুলের কারণে রক্ষা
যুদ্ধে অনেক মানুষের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যাও অনেক৷ ছবির এই ব্যক্তি গির্জা থেকে ফেরার সময় ইরিত্রিয়ার সেনাবাহিনীর হামলার শিকার হন৷ তিনি জানান, সেদিন অন্তত ৩০ জন পাদ্রিকে গুলি করা হয়েছে৷ তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত ভেবে সেনা সদস্যরা চলে না গেলে সেদিন মৃত্যু অবধারিত ছিল বলেও জানালেন তিনি৷
টিগ্রের রাজধানী মেকেলেতে এখনো কোনো হামলা হয়নি৷ ফলে সেখানে আতঙ্ক থাকলেও জনজীবন কিছুটা স্বাভাবিক বলেই জানা গেছে৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
গৃহহীনদের দুর্গতি
যুদ্ধের কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া৷ তাদের কারো আশ্রয় মিলেছে স্কুলে, কারো বা স্বগোত্রীয়দের ঘরে৷ কারো আবার কোনো আশ্রয়ই জোটেনি৷ রাস্তার পাশে খোলা আকাশের নীচেই দিন কাটছে তাদের৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
নেই আহার, নিদ্রার ব্যবস্থা
যুদ্ধের কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া৷ তাদের কারো আশ্রয় মিলেছে স্কুলে, কারো বা স্বগোত্রীয়দের ঘরে৷ কারো আবার কোনো আশ্রয়ই জোটেনি৷ রাস্তার পাশে খোলা আকাশের নীচেই দিন কাটছে তাদের৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
হামলার শিকার গির্জা
ছবির এই প্রবীণ একজন পাদ্রী৷ পরিবার-পরিজনকে নিয়ে টানা একমাস হেঁটে টিগ্রের রাজধানী মেকেলে শহরে পৌঁছেছেন তিনি৷ নিজের এক আত্মীয়কে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মরতে দেখা এই পাদ্রী জানান, তার এলাকায় একটা গির্জাকে গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ তার মতে, ‘‘ইরিত্রিয়ার সেনাবাহিনী ধর্মবিশ্বাসের বিরুদ্ধে৷ তাই তারা সচেতনভাবেই গির্জায় হামলা চালায়৷’’
ছবি: Maria Gerth-Niculescu/DW
একজন মাহলেট
অভিযোগ রয়েছে, ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষদের জন্য ইথিওপিয়া সরকার পর্যাপ্ত খাদ্য এবং চিকিৎসাসেবা দিচ্ছে না৷ শুরুর দিকে বেসরকারি সংস্থাগুলোকেও দুর্গতদের পাশে দাঁড়াতে দেয়া হয়নি৷ তখন থেকেই আর্ত মানবতার সেবায় নিয়োজিত মাহলেট৷ সরকারের নিষ্ক্রিয়তা দেখে হতবাক এই স্বেচ্ছাসেবী সীমিত সামর্থ্য নিয়েই দাঁড়াচ্ছেন যুদ্ধের শিকার অসহায় মানুষদের পাশে৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
হামলার চিহ্ন
ডেঙ্গোলাট গ্রাম এখন জনশূন্য৷ ইরিত্রিয়ার সেনাবাহিনীর গুলিতে অনন্ত ১৫০ জনের মৃত্যু হয় সেখানে৷ খ্রিস্টানরা যখন সেন্ট মেরি দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই শুরু হয় হামলা৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
গণকবর
মারিয়াম ডেঙ্গোলাট গির্জার বাইরে দীর্ঘ সময় পড়ে ছিল শতাধিক মৃতদেহ৷ মৃতদেহ উদ্ধার করতে যাওয়া ব্যক্তিদেরও গুলি করে হত্যা করা হয়৷ গির্জার আশপাশেই গণকবরে অন্তিম ঠাঁই হয়েছে তাদের৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
হামলার শিকার মসজিদ
যুদ্ধ চলার সময় এই মসজিদেও হামলা হয়৷ ইথিওপিয়ার সবচেয়ে প্রাচীন এই মসজিদে চালানো হয় লুটপাট৷ সরকার অবশ্য মসজিদ মেরামতের আশ্বাস দিয়েছে৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
ধর্ষণ
অনেক নারীকে দল বেঁধে ধর্ষণ করেছে ইরিত্রিয়ার সেনাবাহিনি৷ এক নারীকে ২৩ জন মিলে ধর্ষণ করার অভিযোগও উঠেছে৷
ছবি: Maria Gerth-Niculescu/DW
12 ছবি1 | 12
বিচারমন্ত্রী জানিয়েছেন, দেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের সামনে বিপদ দেখা দিয়েছে। তাই এই চরম ব্যবস্থা নিতে হয়েছে। জরুরি অবস্থার নিয়ম ভাঙলে তিন থেকে দশ বছর জেল হতে পারে।
টিপিএলএফের দাবি, তারা রাজধানীর চারশ কিলোমিটার দূরের দুইটি শহর দখল করে নিয়েছে এবং রাজধানী অভিযানের কথা ভাবছে। সরকারের দাবি, সেনা এখনো ওই দুই শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। এই অবস্থায় আদ্দিস আবাবায় সাধারণ মানুষকে বলা হয়েছে, তাদের কাছে কোনো অস্ত্র থাকলে, তারা যেন তা নথিভুক্ত করান এবং শহরকে রক্ষার জন্য তৈরি থাকেন।