1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইদলিবের নতুন আতঙ্ক করোনা ভাইরাস

৩১ মার্চ ২০২০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিব ধ্বংসস্তুপের নগরী৷ কোথাও সাবান নেই, অনেক কষ্টে মেলে সামান্য পানি৷ গোলার আঘাতে গুঁড়িয়ে যাওয়া নগরীতে কোয়ারান্টিনের জায়গাও নেই৷

ছবি: picture-alliance/dpa/A. Alkharboutli

এ অবস্থ‍ায় করোনা ভাইরাস সেখানে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ যার বিরুদ্ধে লড়াই করতে এক নারী স্থানীয়দের শিক্ষা দেওয়ার  চেষ্টা করে যাচ্ছেন৷

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এখনো সিরিয়ার উত্তরাঞ্চলে পৌঁছায়নি৷ অন্তত আনুষ্ঠানিক হিসাব মতে৷ যদিও ভাইরাস সংক্রমণের আশঙ্কা দিন দিন বাড়ছে৷ সিরিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে পাঁচজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের খবর দিয়েছে৷ কিন্তু প্রকৃত অবস্থা কী সেটা সবারই অজানা৷

ইদলিবে যুদ্ধবিরতি চলছে৷ গত কয়েক সপ্তাহে সেখানকার মানুষ বাশার আল-আসাদ বাহিনী বা তাদের মিত্র রুশ বাহিনীর বোমা হামলার আতঙ্কে নয় বরং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন৷

ইদলিব সিরীয় বিদ্রোহীদের শক্তঘাঁটি ছিল৷ গতবছর ডিসেম্বরে আসাদ বাহিনী সেখানে আক্রমণ করলে নগরীর ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে৷ যারা এখন নানা অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন৷ ক্যাম্পগুলোতে হাজার হাজার মানুষ গাদাগাদি করে থাকেন, খান, ঘুমান৷ সেখানে বারবার হাত ধোয়া বা দূরত্ব বজায় রাখা অসম্ভব৷ কোয়ারান্টিনের তো প্রশ্নই আসে না৷

ইদলিবে নারীদের সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাজ করছেন হুদা খাইতি৷ তিনি কোভিড-১৯ রোগের বিষয়ে সচেতনতা কমিটিরও প্রধান৷

তিনি বলেন, ‘‘আমি কিভাবে এদের বলি আপনারা শারীরিক দূরত্ব বজায় রাখুন৷ তারা ভাগ্য ভালো থাকতে পরিষ্কার পানি পায়৷ হাজারো মানুষের জন্য মাত্র কয়েকটি টয়লেট৷ ‍মাস্ক, গ্লাভস কিচ্ছু নেই৷’’

খাইতি ২০১৮ সালে ইদলিব আসেন৷ তখন নগরীটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল৷ তখন থেকে তিনি ও তাঁর দল নারীদের নানা বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন৷ তবে এখন সবচেয়ে বেশি জোর দিয়েছেন করোনা ভাইরাসের বিষয়ে নারীদের সচেতন করার কাজে৷

তিনি বলেন, ‘‘করোনায় সংক্রমিত হলে কী কী উপসর্গ দেখা দেবে সেটা তাদের বলছি৷ আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও সচেতন করছি৷ যদিও এখানে খুব কম লোকের মাস্ক কেনার সামর্থ্য আছে৷’’

বছরের পর বছর ধরে যুদ্ধ করে ইদলিবের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে৷ শুধু ২০১৯ সালেই সেনা অভিযানের সময় সেখানে ৮৫টি হাসপাতাল গু‍ড়িয়ে দেওয়া হয়৷ মেডিকো ইন্টারন্যাশনালের সিরিয়া বিষয়ে সমন্বয়ক তিল কুস্তা বলেন, সেখানে প্রায় ৩৫ লাখ মানুষের জন্য এখন মাত্র তিনটি হাসপাতাল আছে৷ তার মধ্যে একটি পুরোপুরি চালু৷ সেখানে নিবীড় পর্যবেক্ষণ ইউনিটে ১৫০ শয্যা এবং একই সংখ্যায় ভেন্টিলেটর আছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

ডায়ানা হোদালি/এসএনএল 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ