করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণে সুবিধা তৈরির জন্য এবারের পবিত্র ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ছয়টি ইদের জামাত অনুষ্ঠিত হবে৷ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন৷
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জিলহজ ১৪৪১ হিজরি অনুসারে ১ আগস্ট শনিবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়৷ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান প্রথম জামাতের নামায পড়াবেন৷
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৫০ টায়৷ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী পড়াবেন দ্বিতীয় জামাতের নামায৷ এরপর ৮:৪৫টা, ৯:৩৫টা, ১০:৩০টা ও ১১:১০টায় আরো চারটি জামাত হবে৷ মাওলানা এহসানুল হক, মাওলানা মহিউদ্দিন কাসেম, মাওলানা ওয়ালিয়ুর রহমান খান ও মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া বাকি জামাতগুলোর নামায পড়াবেন৷
ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ইদের নামায অনুষ্ঠিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে৷
জেডএ/কেএম (ইসলাফিক ফাউন্ডেশন)
বাস্তবতা ভিন্ন, হাট আগের মতো
ভিন্ন বাস্তবতায় এবার আসছে কোরবানির ঈদ৷ তারপরও বিক্রেতাদের আশা বিক্রি হবে আগের মতোই৷ হাট না জমলেও বাজারে আসা মানুষের সামাজিক দূরত্ব বা করোনা নিয়ে ভীতি তেমন একটা নেই৷
ছবি: Sazzad Hossain
ক্রেতা কম
দেশের সবচেয়ে বড় কোরবানির হাটটি বসে ঢাকার গাবতলীতে৷ ঈদের মাত্র চারদিন বাকি থাকলেও ক্রেতা সমাগম অন্যবারের চেয়ে কম৷ সংখ্যায় কম এসেছে পশুও৷
ছবি: Sazzad Hossain
শিশু ও বৃদ্ধ
করোনা ভাইরাসের কারণে শিশু ও বৃদ্ধ হাটে আসতে বারণ করা হয়েছে৷ তবে অনেকেই তা মানছেন না৷
ছবি: Sazzad Hossain
বাংলার বস
এটি বাংলাদেশের সবচেয়ে বড় ষাঁড়ের স্বীকৃতি পেয়েছে৷ মালিক আজমত আলি বাংলার বসের দাম হেঁকেছেন ৩০ লাখ টাকা৷ গরুটিতে ৩৭ মণ মাংস আছে বলে দাবি তার৷
ছবি: Sazzad Hossain
সামাজিক দূরত্ব
হাটগুলোতে মোবাইল কোর্ট আছে৷ তারপরও সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই৷ এজন্য বিশেষ কোন ব্যবস্থাও নেয়া হয়নি৷ ইজাদারদের পক্ষ থেকে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয়নি৷
ছবি: Sazzad Hossain
বাংলার সম্রাট
আজমত আলি তার এই গরুটির নাম দিয়েছেন বাংলার সম্রাট৷ ৩৫ মণ ওজনের গরুরটির দাম চেয়েছেন ২৫ লাখ টাকা৷ কিন্তু এখন পর্যন্ত অর্ধেক দামেও ক্রেতা পাচ্ছেন না৷
ছবি: Sazzad Hossain
হ্যান্ড স্যানিটাইজার
কিছু বেসরকারি সংগঠন হাটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকে ঘোষণাও চলছে৷
ছবি: Sazzad Hossain
নির্দেশিকা
স্বাস্থ্যবিধি মানতে হাটের ভিতরে প্রবেশমুখে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যানার টানিয়েই দায়িত্ব শেষ করেছে সিটি কর্পোরেশন৷
ছবি: Sazzad Hossain
গতবারের অর্ধেক
ঢাকায় এবার মোট ১৯টি গরুর হাট বসেছে৷ এরমধ্যে দক্ষিণ সিটিতে ১২টি এবং উত্তরে নয়টি। ব্যাপারিরা জানান, গতবারের তুলনায় এবার ৫০ ভাগ গরু কম এসেছে৷
ছবি: Sazzad Hossain
এক কোটি পশু
বাংলাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন কোরবানির ঈদের জন্য এক কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি পশু রয়েছে৷ গত বছর এক কোটির কিছু বেশি পশু কোরবানি হয়েছিল৷ মহামারির কারণে এ বছর তা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে৷