1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনস্টাগ্রাম বনাম বাস্তবতা - বার্সেলোনা

২৩ আগস্ট ২০২৪

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা৷ ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি৷ ইনস্টাগ্রাম খুললে সাগ্রাদা ফামিলিয়া গির্জা, পার্ক গুয়েলের ছবির দেখা পাওয়া যায়৷ কিন্তু এগুলো বাস্তবে দেখতে কেমন?

Spanien Barcelona | Sagrada Familia
ছবি: Global Travel Images/picture alliance

এই প্রশ্নের উত্তর খুঁজতে ডিডাব্লিউ টিম তিনটি স্থান ঘুরে দেখেছে৷ প্রথমটি ছিল সাগ্রাদা ফামিলিয়া গির্জা- পর্যটকদের কাছে অন্যতম প্রিয় এই গির্জার ছবি ইনস্টাগ্রামে দারুণ দেখায়!

বাস্তবে সেখানে গেলে এত ভিড় থাকে যে, সুন্দর ছবি তোলাই কঠিন৷

টুর গাইড ফেলিপে সপ্তাহে কয়েকবার পর্যটকদের এই গির্জা ঘুরিয়ে দেখান৷ মানুষের জীবনে এই গির্জার প্রভাব তিনি কাছ থেকে দেখেছেন৷ তিনি বলেন, ‘‘আমি মানুষকে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি৷ ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আসার স্বপ্ন দেখা মানুষও আমি দেখেছি৷ যেসব মানুষ যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, ছোটবেলায় যাদের সাগ্রাদা ফামিলিয়ার গল্প শোনানো হয়েছে, তাদের অনেকে বয়স ৮০ বা তার বেশি হওয়ার পর এখানে আসতে পেরেছেন৷ অর্থাৎ এটা তাদের জীবনের স্বপ্ন ছিল৷ তাই বলতে হয়, হ্যাঁ, এটা খুব আবেগের একটা জায়গা৷''

সাগ্রাদা ফামিলিয়া বিশ্বের অন্যতম দর্শনীয় নির্মাণস্থল, যেখানে এখনও কাজ চলছে৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ১৮৮২ সাল থেকে এখানে কাজ চলছে! ২০২৬ সালে যখন এর নির্মাণকাজ শেষ হবে তখন এটি বিশ্বের অন্যতম উঁচু গির্জা হবে৷

বার্সেলোনা কতটা সুন্দর?

04:18

This browser does not support the video element.

ধর্মীয় প্রতীক ও অর্গানিক আকার থেকে অনুপ্রেরণা নিয়ে নকশা করা হয়েছে৷ কাতালুনিয়ার স্থপতি অ্যান্টোনি গাউডি এর নকশা করেছেন৷

গির্জার ভেতরটি অনেক সুন্দর৷ তবে সেজন্য অনলাইনে আগেই টিকিট কেটে রাখতে হবে যেন অনেকক্ষণ অপেক্ষায় থাকতে না হয়৷

ডিডাব্লিউ টিমের সিদ্ধান্ত: ছবিতে দেখতে যেমন লাগে গির্জাটি তার চেয়েও দারুণ!

এবার দ্বিতীয় গন্তব্য বার্সেলোনার বিখ্যাত ফুটপাথ লা রাম্বলা-- বা ‘লাস রাম্বলাস'৷

ডিডাব্লিউ টিমের প্রথম অনুভূতি? অনেক নির্মাণকাজ চলছে! পূর্বপ্রান্তেক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য যেখানে আছে সেদিক থেকে রাস্তাটি দেখতে খুব বেশি সুন্দর লাগছে না৷

লা রাম্বলা প্রায় ১.২ কিলোমিটার দীর্ঘ৷ এটি বার্সেলোনার পুরনো অংশে অবস্থিত৷ রাস্তার প্রতিটি অংশের আলাদা বৈশিষ্ট্য আছে৷

লা রাম্বলার মাঝে অবস্থিত লা বুকেরিয়া মার্কেটে অবশ্যই যাওয়া উচিত৷ এটি বার্সেলোনার সবচেয়ে বড় বাজার৷ দুশোর বেশি স্টল আছে৷ সীফুড থেকে শুরু করে স্থানীয় মজাদার খাবার- সবই সেখানে পাওয়া যায়৷ সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে৷

ডিডাব্লিউ টিমের পরামর্শ: মূল রাস্তা থেকে ডানে বা বামে ঘুরে অপেক্ষাকৃত মানুষ কম থাকা রাস্তাগুলোয় ঢুকে পড়ুন৷ সেখানেও সুন্দর স্থাপত্য দেখা যাবে৷

পরের গন্তব্য পার্ক গুয়েল৷ ইনস্টাগ্রামের জন্য ছবি ও সেলফি তোলার হটস্পট এটি৷

ফ্রেমে অন্য মানুষ না রেখে সেখানে ছবি তোলা প্রায় অসম্ভব, অন্তত দিনের মাঝামাঝি সময়!

পার্কের অন্যতম ব্যস্ত এলাকা মোজাইক করা এই বেঞ্চ যেখান থেকে শহরের দারুণ দৃশ্য দেখা যায়৷

গ্যোনা কেটেলস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ