1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলেছে সাইবার যুদ্ধ

ভোল্পগাং ডিক / এসি১৮ নভেম্বর ২০১৩

এডোয়ার্ড স্নোডেন হাটে হাঁড়ি ভাঙার পর দুনিয়া চমকে উঠেছিল৷ কিন্তু জার্মান ফেডারাল অপরাধ দপ্তর তাদের হৈমন্তী সম্মেলনে সাইবার যুদ্ধের অনেক বড় বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছে৷

ILLUSTRATION - Ein Mann sitzt am 25.04.2013 in Köln (Nordrhein-Westfalen) vor einem Rechner mit Computer Quellcode auf dem Bildschirm. Weltweit haben Angriffe von Computer Hackern und die Cyber Kriminalität insgesamt zugenommen. Foto: Oliver Berg/dpa
ছবি: picture-alliance/dpa

বাহন হলো ইন্টারনেট৷ সেই বাহনে চড়ে আসতে পারে সন্ত্রাস আর অন্তর্ঘাত: বিমান ভেঙে পড়তে পারে; বিপজ্জনক রাসায়নিক তৈরির কারখানায় কম্পিউটার-চালিত প্রক্রিয়া বদলে দেওয়া যেতে পারে; আণবিক চুল্লিতেও কম্পিউটার প্রোগ্রামের রদবদল করা যেতে পারে৷ স্পর্শকাতর এবং ক্ষেত্রবিশেষে গোপনীয় সব কম্পিউটার প্রক্রিয়া হ্যাক করার প্রচেষ্টা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে৷

বক্তাদের মধ্যে ছিলেন সান্ড্রো গাইকেনছবি: picture-alliance/dpa

ভিসবাডেনের সম্মেলনে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বিভাগের প্রায় ৫০০ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তাঁরা শুনছিলেন সাইবার যুদ্ধের সর্বাধুনিক কায়দাকানুনের কথা৷ মধ্যপ্রাচ্যে কয়েকটি গোষ্ঠী নাকি তথাকথিত ‘ভুয়ো পতাকা অভিযানের' মাধ্যমে অপরাপর দেশকেও সংঘাতের মধ্যে টেনে আনার চেষ্টা করছে৷ পদ্ধতিটি হলো, ইন্টারনেটে অপর একটি দেশের ডিজিটাল কাঠামোর নকল করে ভুয়ো তথ্য পেশ করা৷ পরিসংখ্যান বলে, ২০১১ সালে নাকি ২৩১টি এই ধরনের ‘ভুয়ো পতাকা অভিযান' চালানো হয়েছিল৷

ভিসবাডেনের সম্মেলনে আগত পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভবত ইন্টারনেটে কিভাবে অপরাধীদের পিছনে ধাওয়া করা যায়, সে সম্পর্কে কিছু জানবার-শোনবার আশা করছিলেন৷ কিন্তু বক্তাদের মধ্যে ছিলেন সান্ড্রো গাইকেন'এর মতো মানুষ, যিনি বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির গণিত ও আইটি বিভাগে কম্পিউটার নিরাপত্তার বিষয়টি পড়িয়ে থাকেন৷ আইকেন স্পষ্ট বললেন: ‘‘আমাদের (অর্থাৎ জার্মানিতে) আইটি-নিরাপত্তা অতি খারাপ, অংশত শিশুসুলভ অপরিপক্ক পর্যায়ের৷''

ভিসবাডেনের সম্মেলনে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বিভাগের প্রায় ৫০০ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছিলছবি: DW/W.Dick

গাইকেন স্বীকার করেন যে, সাইবার যুদ্ধে আক্রমণের লক্ষ্য প্রধানত বিভিন্ন রাষ্ট্র ও গুপ্তচর বিভাগ হলেও, তাঁর চিন্তা একদল হ্যাকারকে নিয়ে, যারা সরকারিভাবে কম্পিউটার নিরাপত্তার কাজে নিযুক্ত কিন্তু টাকা পেলে অন্য অনেক কিছু করতে রাজি৷ ফাইন্যান্স সেক্টর এখন এই হ্যাকারদের প্রিয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷ কম্পিউটার নিরাপত্তা কোম্পানিগুলির কম্পিউটারে ঢুকে তাদের ‘‘সোর্স কোড'' চুরি করা; কিংবা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং'এর প্রোগ্রাম কোড চুরি করতে পারলে তো কথাই নেই৷ সংশ্লিষ্ট ব্যাংকগুলি আবার সাধারণত এ'ধরনের খবরসবর চেপেই রাখে, জামানতকারীরা যা'তে আতঙ্কিত না হয়ে ওঠেন৷

এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করা যায়, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের এই স্বাভাবিক প্রশ্নের উত্তরে গাইকেন বললেন: অপরাধীদের ধরার জন্য প্রযুক্তি আছে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই৷ ফেডারাল অপরাধ দপ্তরের প্রধান ইয়র্গ সিয়ের্কে মনে করেন, তদন্তকারী পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন - বিশেষ করে অপরাধীদের সংক্রান্ত তথ্য জমিয়ে রাখার ব্যাপারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ