ইন্টারনেটে মহিলা: স্টার্ট-আপের স্রষ্টা বা প্রোগ্রামার
আনিয়া কিমিশ/এসি৫ নভেম্বর ২০১৪
মহিলারা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করতে শিখছেন, নিজেদের স্টার্ট-আপ প্রতিষ্ঠা করছেন, ইন্টারনেট মহিলাচক্রে নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অন্য মহিলাদের দিচ্ছেন: সুন্দর ভবিষ্যতের কল্পনা? বার্লিনে তা ইতিমধ্যেই বাস্তব৷
বিজ্ঞাপন
কানিনি মুটোনি পাঁচ বছর আগে বার্লিনে ‘মাইঅ্যাজিমিয়া' নামের একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেন৷ আজ তাঁর প্যারিসেও অফিস রয়েছে৷ কানিনি ইন্টারনেটের মাধ্যমে লোন, অর্থাৎ ঋণের ব্যবস্থা করেন – তবে কোনো ব্যাংকের সাহায্য ছাড়াই৷ সদ্য তিনি লন্ডনে বিনিয়োগকারীদের তাঁর অনলাইন প্ল্যাটফর্মটির ভালোমন্দ বুঝিয়েছেন৷
কানিনি এ যাবৎ বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো পুঁজি পাননি, তবে শীগগিরই আরো একটি মিটিং হতে চলেছে, যা একটা ভালো লক্ষণ বলে কানিনি মনে করেন৷ আদতে নাইরোবির বাসিন্দা কানিনি পরে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করেন, যুক্তরাষ্ট্রে ও ব্রিটেনে বিভিন্ন ব্যাংকের হয়ে কাজ করেন৷ সাম্প্রতিক আর্থিক সংকটের সময় তিনি সে কাজ ছেড়ে দেন৷ আজ তিনি মহিলা ব্যবসায়ীদের ইন্টারনেটের জগতে পা রাখার সাহস যোগান৷ কানিনি বলেন:
অনলাইনে পড়ালেখার কিছু ওয়েবসাইট
ঘরে বসে অনলাইনে ভিডিওর মাধ্যমে পড়ালেখার জন্য বাংলাদেশে কয়েকটি ওয়েবসাইট চালু হয়েছে৷ সেখানে বিভিন্ন শ্রেণির পড়ালেখার পাশাপাশি রয়েছে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার টেস্ট৷
ছবি: Chamok Hasan
শিক্ষক ডটকম
২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করা শিক্ষক ডটকমে কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷ তাদের কার্যক্রমের জন্য সাইটটি ইতিমধ্যে ডয়চে ভেলে, গুগল, ইন্টারনেট সোসাইটি ও আইএসআইএফ থেকে পুরস্কার পেয়েছে৷ বিস্তারিত: www.shikkhok.com ৷
খান অ্যাকাডেমি বাংলা
বিল গেটস তাঁর সন্তানদের পড়াশোনার জন্য খান অ্যাকাডেমির সহায়তা নিয়েছেন৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের তৈরি এই ওয়েবসাইটটির পরিচয় এমনই অসাধারণ৷ সেই প্রতিষ্ঠানের লেকচারগুলো বাংলায় পাওয়া যায় এই লিংকে http://khanacademybangla.com/৷
ছবি: http://khanacademybangla.com/
সৃজনশীল ডটকম
একজন শিক্ষার্থী যেন ঘরে বসেই তার সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে চালু হয়েছে এই ওয়েবসাইটটি৷ এর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে৷ এছাড়া এই সাইটে (http://www.srijonshil.com/) পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে৷
ছবি: http://www.srijonshil.com/
চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের উদ্যোগে চালু হওয়া এই ওয়েবসাইটে (http://www.champs21.com/) ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরণের টেস্ট রয়েছে৷ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হতে পারেন৷
ছবি: http://www.champs21.com/
ইউটিউবে বাংলা শিক্ষা
বিদেশে বসবাসরত বাংলাদেশের নোয়াখালির মেয়ে সাওসান ইউটিউবে বাংলা শেখানোর চেষ্টা করছেন৷ ভিন্নভাষী যারা বাংলা শিখতে আগ্রহী কিংবা বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম, যাঁদের কাছ থেকে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাঁদের জন্য এই ভিডিও চ্যানেল (http://www.youtube.com/84Enchantress)৷ এই চ্যানেলটি ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘বেস্ট ভিডিও চ্যানেল’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল৷
ছবি: https://www.youtube.com/user/84Enchantress
চমক দেখিয়ে অঙ্ক শেখান চমক হাসান
গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম ইউটিউব চ্যানেল (http://www.youtube.com/ChamokHasan)৷ ছবিটিই বলে দিচ্ছে কেমন মজা করে অঙ্ক শেখান তিনি৷
ছবি: Chamok Hasan
6 ছবি1 | 6
‘‘আমরা মহিলারা অন্যরকম, পুরুষদের মতো নই৷ পুরুষরা কোনো কিছু না বুঝলেও তা করতে পারে, সে সম্পর্কে কথা বলতে পারে, যেন তারা সত্যিই সব কিছু বোঝে৷ মহিলারা কোনো কিছু করার আগে পুরোপুরি নিশ্চিত হতে চান৷ কিছু করার আগে আমাদের শতকরা ১০০ ভাগ জানা চাই, বোঝা চাই৷''
‘জিকেটস'-এর জেস
জেস এরিকসন-এর সঙ্গে কানিনির আলাপ এই বার্লিনে৷ জেস একটি ইন্টারনেট মহিলাচক্রের প্রতিষ্ঠাতা৷ দু'জনে মিলে ইন্টারনেট শাখায় মহিলাদের ব্যবসা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সেমিনার ও মেন্টরিং প্রোগ্রামের আয়োজন করেছেন৷ জেস এরিকসন গতবছর ডয়চে টেলিকম সংস্থাকে স্পনসর হিসেবে যোগাড় করেন৷
কিন্তু মহিলাদের বিশেষ উৎসাহ প্রদানের প্রয়োজন পড়বে কেন? কানিনি বলেন:
‘‘টেক সিন-এ এত কম মহিলা আছেন যে, সাহায্য নেওয়ার, মেন্টর খোঁজার দরকার পড়ে৷ কাজেই আমরা এমন কোনো মহিলাকে খুঁজে বার করি, যিনি ঐ কাজটা আগে করেছেন৷ তার ফলে একটা বিরাট সুবিধা হয় বলে আমার ধারণা৷''
‘জিকেটস' মহিলাচক্রের প্রতিষ্ঠাতা জেস এরিকসন বলেন:
‘‘মহিলাদের প্ল্যাটফর্মটা একটা ভালো স্টেপিং স্টোন, মানে ওপরে ওঠার রাস্তা হতে পারে৷ কালে আমরা এ সব কাজ মহিলা এবং পুরুষদের সংমিশ্রণে করবার আশা রাখি৷ আমরা এ ধরনের ইভেন্টকে শুধুমাত্র ‘মহিলাদের জন্য' করে রাখতে চাই না – সেটা আমাদের লক্ষ্য নয়৷ আমাদের লক্ষ্য হলো মহিলারা যাতে সহজ বোধ করেন, উপলব্ধি করেন যে, তাঁরা তাদের চারপাশের মানুষজনের সঙ্গে ‘রিলেট' করতে পারছেন, নিজেদের কর্মক্ষমতায় তাঁদের আস্থা আসে৷ যাতে তাঁরা এই সেমিনার থেকে বেরিয়ে নিজেদের কাজ করে যেতে পারেন৷''
রান্না শেখার কয়েকটি বাংলা ওয়েবসাইট
অনেকে আছেন যাঁরা মজার খাবার খেতে চান৷ কিন্তু সেটা কীভাবে তৈরি করতে হয় তা জানেন না৷ এই ছবিঘরটি তাদের জন্যই৷
ছবি: youtube.com
পত্রপত্রিকার রেসিপি
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খাবারের রেসিপিগুলো একসঙ্গে পাওয়া যাবে এই ব্লগে (http://bengalirecipes4u.wordpress.com/)৷ সঙ্গে পাওয়া যাবে কিছু ভিডিও ক্লিপও৷
ছবি: bengali recipes 4U
দেশি-বিদেশি রেসিপির সমাহার
বাংলাদেশি খাবারের পাশাপাশি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সহ অন্যান্য বিদেশি খাবারের রেসিপি পেতে যেতে পারেন এই ব্লগে (http://www.ebanglarecipe.com/)৷ রেসিপির পাশাপাশি পুষ্টি সংক্রান্ত তথ্য, খাদ্য সংরক্ষণের উপায় এবং রান্না বিষয়ক নানা পরামর্শ পাওয়া যাবে সেখানে৷
ছবি: ebanglarecipe.com
ফেসবুকে ‘রান্না-বান্না’
মজাদার সব খাবারের রেসিপি পেতে ফেসবুকে আপনি ‘রান্না-বান্না’ পেজটি লাইক করে রাখতে পারেন৷ লিংক: https://www.facebook.com/Rannabanna
ছবি: Facebook
একজন গৃহিনীর রান্নার ব্লগ
রুমানা আজাদ তাঁর রান্নার ব্লগে (http://rumana.net.bd) লিখেছেন, ‘‘আমি ভেবেছি এমন কিছু করার যেটা সাধারণ মানুষের কাজে লাগে৷ একজন আলুভর্তা করবে কিন্তু স্টেপগুলি সঠিকভাবে জানে না, আমি তাকে সেটা হাতে কলমে শেখাতে চাই৷ এমন হতে পারে একটা মেয়ে বা ছেলে নুডুলস রান্না করবে, কিন্তু সাহস করে করতে পারছে না, আমি তাদের সাধারণভাবে নুডুলস রান্না শেখাতে চাই৷’’
ছবি: rumana.net
ভূলু’স রেসিপি
নিজের ওয়েবসাইট (http://www.vulusrecipe.com/) সম্পর্কে ভূলু লিখেছেন, ‘‘আমার এই ব্লগের রেসিপিগুলোয় বাংলাদেশি রান্না আর স্বাদের আসল রূপ দেখতে পাবেন৷ সেই সাথে থাকবে আঞ্চলিক রান্নার রেসিপি – যেগুলো বাংলাদেশের রান্না-বান্নার অনন্য স্বাদে যোগ করে ভিন্ন মাত্রা৷’’
ছবি: .vulusrecipe.com
প্রবাসী রওনকের ব্লগ
অস্ট্রেলিয়া প্রবাসী রওনক জাহান তাঁর ব্লগে (www.banglarecipes.com.au) বাংলা ও ইংরেজি ভাষায় রান্নার রেসিপি দিয়েছেন৷ সাধারণ রান্নার পাশাপাশি ঈদ ও ইফতারের বিশেষ খাবার-দাবারের রেসিপি পাওয়া যাবে সেখানে৷
ছবি: banglarecipes.com.au
দিবা’স রেসিপি
চকলেট, রসমালাই থেকে শুরু করে ঘি, ভর্তা, বিরিয়ানি, রোস্ট – এমন সব মুখরোচক রান্নার উপায় জানতে যেতে পারেন ইউটিউবের এই চ্যানেলে৷ ঠিকানা: http://www.youtube.com/user/deebasrecipe
ছবি: youtube.com
7 ছবি1 | 7
কমিশনার নেলি ক্রুস
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার নেলি ক্রুস-ও সেটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷ মহিলাদের আরো বেশি করে টেকনিকাল পেশাগুলোতে আসা উচিত৷ কমিশনার নেলি ক্রুস ইইউ-তে ডিজিটাল কর্মসূচি এবং টেলিকমিউনিকেশন-এর দায়িত্বে আছেন৷ বার্লিনে একটি সফরের অবকাশে নেলি ক্রুস জেস এরিকসন ও তাঁর নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হবার সুযোগ নিয়েছেন৷ কমিশনার ক্রুস স্বয়ং বহুদিন ধরে নারীদের অধিকতর অংশগ্রহণের প্রবক্তা হিসেবে কাজ করে আসছেন৷ নেলি ক্রুস বলেন:
‘‘বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ, পরস্পরকে ইতিবাচকভাবে প্রভাবিত করা, এটা হলো ‘টিম ওয়ার্ক' – এবং তা খুবই ইন্টারেস্টিং৷ জেস যে বার্লিনে আছেন, তার ফলে নানা ধরনের স্টার্ট-আপ শুরু হয়েছে৷''
আয়োজন সর্বত্র৷ যেমন একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা৷ সফটওয়্যার প্রোগ্রামিং-এ সাধারণত মহিলাদের খুব একটা দেখতে পাওয়া যায় না – কিন্তু এখানে মহিলাদের সংখ্যাই বেশি৷ জেস এরিকসন-এর নেটওয়ার্ক এই প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্যোক্তা, স্পন্সর করেছে জার্মান সফটওয়্যার সংস্থা এসএপি৷ জেস এরিকসন বলেন:
‘‘আমি সব মহিলাকে বলি, শেখার কোনো বয়স নেই৷ অনেক মহিলা এক বছরের মধ্যে প্রোগ্রামিং শিখে জুনিয়র ওয়েব ডেভেলপার হয়ে গেছেন৷ কাজেই আমি বলি, তোমার বয়স যাই হোক না, তুমি কোডিং করা শিখতে পারো৷ আর সেটা যদি তোমার ভালো লাগে, তাহলে সে কাজ চালিয়েও যেতে পারো৷''