1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত ‘স্ট্রিমিং’

১৬ আগস্ট ২০১২

‘স্পটিফাই’ বা ‘উয়িসেভেন’-এর মতো ইন্টারনেটভিত্তিক অন-ডিমান্ড সেবাগুলো ২০১২ সালে বিশ্বব্যাপী সংগীত শিল্পের জন্য ৬৯৬ মিলিয়ন পাউন্ড আয় করবে৷ গত বছরের তুলনায় এই আয় হবে ৪০ শতাংশ বেশি৷

ছবি: picture-alliance/dpa

সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অন-ডিমান্ড' সেবা হচ্ছে এই শিল্পে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া এক খাত৷ ইন্টারনেট ডাউনলোডও এক্ষেত্রে পিছিয়ে পড়ছে৷ কেননা, গত বছরের তুলনায় এবছর ডাউনলোডের পরিমাণ বাড়বে ৮.৫ শতাংশের মতো৷

অবশ্য ইন্টারনেট ‘অন-ডিমান্ড' সিডি এবং গ্র্যামাফোন বিক্রির বিবেচনায় এখনো পিছিয়ে রয়েছে৷ বিশ্বব্যাপী সংগীত বিক্রির ৬১ শতাংশ এখনো সিডি নির্ভর৷ গবেষকরা অবশ্য এক্ষেত্রে বিক্রির পরিমাণ আগের চেয়ে কমেছে বলেই মনে করছেন৷ বিশ্বব্যাপী সিডি বিক্রির পরিমাণ কমেছে ১২ শতাংশ, আর শুধু যুক্তরাজ্যে এই বিক্রি কমার পরিমাণ গত বছরের তুলনায় ৩০ শতাংশ৷

শিল্প পর্যবেক্ষক সংস্থা স্ট্রাটেজি এনালিটিক্স এই গবেষণা পরিচালনা করেছে৷ সংস্থাটি মনে করছে, চলতি বছরের প্রথম ছয়মাসে যুক্তরাজ্যের সংগীত বাজারে সংকোচন ঘটেছে৷ চলতি বছর তাই এখাতে ব্যয় ১৬ শতাংশ কমে যেতে পারে৷ বিশ্বব্যাপী এই সংকোচনের হার হতে পারে ২.৬ শতাংশ৷

মিউজিক স্ট্রিমিং সেবাদাতা সংস্থা ‘স্পটিফাই' যাত্রা শুরু করে ২০০৮ সালে, সুইডেনে৷ সেদেশে এই সেবার চাহিদা বেড়েছে ৭৯ শতাংশ৷ চলতি বছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে সংগীত শিল্পের আয় ২৪ মিলিয়ন পাউন্ড৷

তবে স্ট্রিমিং সেবা থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন সংগীত শিল্পী৷ তাদের মতে, স্ট্রিমিং সেবাদাতা সংস্থাগুলো শিল্পীদেরকে ‘রয়েলটি' বাবদ খুব কম অর্থই প্রদান করে৷

সাধারণত ইন্টারনেটে একজন শিল্পীর গান কতবার বাজানো হয়েছে, তার ভিত্তিতে ‘রয়েলটি' প্রদান করা হয়৷ শিল্পী জো কিটিং দাবি করেছেন, স্পটিফাই'তে তাঁর সংগীত ব্যবহারকারীরা ৭২,৮০০ বার বাজিয়েছেন, আর এ বাবদ তিনি পেয়েছেন মাত্র ২৮১.৮৭ মার্কিন ডলার৷ আরেক শিল্পী হার্লি স্যানোন গত মাসে টুইটারে জানিয়েছেন, তিনি ১৪.৮৭ মার্কিন ডলার পেয়েছেন৷ কেননা তাঁর সংগীত ৪,০৩০ বার বাজানো হয়েছে৷

স্পটিফাই জানিয়েছে গতবছর ‘রয়েলিটি' বাবদ শিল্পীদেরকে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে সংস্থাটি৷ এবছর এই সংখ্যা দ্বিগুন করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ