1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটে হাইতি জালিয়াতি

১৯ জানুয়ারি ২০১০

ফেসবুক স্ট্যাটাসে হাইতির মানুষকে সহায়তা করতে লিখুন, প্রতিটি স্ট্যাটাস বাবদ ফেসবুক হাইতি তহবিলে দেবে এক মার্কিন ডলার৷ কিংবা হাইতির সহায়তায় এসএমএস করুন অমুক নম্বরে৷ হাইতি নিয়ে এমন বার্তা দেখে সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়বেন না৷

ফাইল ফটোছবি: dpa

ইন্টারনেট বিশেষজ্ঞরা জানাচ্ছে, হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের ২৪ ঘন্টার মধ্যেই ইন্টারনেটে সক্রিয় প্রতারক চক্র৷ তারা এই বিপর্যয়কে পুঁজি করে অর্থ আয়ের নানা পন্থা বের করতে শুরু করেছে৷ এজন্য হাইতিকে সহায়তার জন্য হাজার হাজার ই-মেইল পাঠাচ্ছে তারা৷ একইসঙ্গে সাহায্যের নামে ভুয়া ওয়েবসাইট খুলে অনেকে হাতিয়ে নিচ্ছে ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য৷

সাধু সাবধান!

মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজ জানিয়েছে, গত মঙ্গলবার হাইতির ভূমিকম্পের পর এ সংক্রান্ত অন্তত ৪০০ নতুন ওয়েবসাইট খোলা হয়েছে৷ এরমধ্যে কিছু সাইট সত্যিকার অর্থের সাহায্যের জন্য এগিয়ে আসলেও অনেকগুলোই ভুয়া৷

একইপ্রসঙ্গে দ্য ক্রিস্টিয়ান সায়েন্স মনিটরের বক্তব্য, ইন্টারনেটের প্রতারকরা রাতারাতি ওয়েবসাইট আর পে-পল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে হাইতির মানুষকে সহায়তা করতে উদ্বুদ্ধ করতে পারে৷ তবে সেসব সাইট বা সংস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হলে, ভুলেও সাহায্য পাঠাতে যাবেননা৷

হাইতিতে ভূমিকম্পে নিখোঁজদের খোঁজে বিশেষ সেবা চালু করেছে গুগল (ফাইল ফটো)ছবি: DLR

অন্যতম জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুকও তাদের আনুষ্ঠানিক পাতায় সতর্কতা জারি করে বলেছে, স্ট্যাটাস প্রদানের বিনিময়ে এক মার্কিন ডলার করে সাহায্যের খবরটি পুরোপুরি ভুয়া৷ আর তাই সাধু সাবধান!

টুইটারে ওবামা'র সাহায্য বার্তা

সোমবার প্রথমবারের মতো নিজ হাতে টুইটারে বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ আর স্বভাবতই বার্তাটির প্রসঙ্গ হাইতি৷ একাধিক সংবাদ সংস্থা জানায়, হাইতির ত্রাণ দুর্গতদের সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রেডক্রসের স্থাপিত দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রগুলো পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা৷ এসময় ওবামা তাদের পরিদর্শন নিয়ে লেখা একটি টুইটার বার্তা প্রেরণের জন্য সেন্ড বাটনে চাপ দেন৷

প্রসঙ্গত, ফেসবুক, টুইটারসহ একাধিক সামাজিক নেটওয়ার্কিং সাইটে বারাক ওবামার নিজস্ব একাউন্ট থাকলেও তিনি নিজে তা পরিচালনা করেননা৷

এগিয়ে এসেছে গুগল

হাইতিতে ভূমিকম্পে নিখোঁজদের খোঁজে বিশেষ সেবা চালু করেছে গুগল৷ এই সেবার আওতায় নিখোঁজ ব্যক্তির নাম দিয়ে তার অবস্থান সম্পর্কে জানা যাবে, একইসঙ্গে কারো সম্পর্কে তথ্য জানা থাকলে তা সেখানে যোগ করা যাবে৷ একইধরণের সেবা দিচ্ছে ফেসবুকও৷ নিউইয়র্ক টাইমস এবং সিএনএন নিখোঁজ ব্যক্তিদের ছবি প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে৷

হাইতির দুর্যোগ নিয়ে ইন্টারনেটে প্রতারণার বা জালিয়াতির খবর পাওয়া গেলেও দুর্গতদের সাহায্যেও কিন্তু বেশ বড় ভূমিকায় ইন্টারনেট বিশ্ব৷ হাইতির সর্বশেষ খবর দ্রুতই ছড়িয়ে পড়ছে টুইটারের কল্যাণে৷ একইসঙ্গে আইটিউনসসহ বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদেরকে হাইতি দুর্গতদের সাহায্যে বৈধ পথের সন্ধান দিচ্ছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ