1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইন্টারনেট চালু ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যাহারেই সমাধান'

২০ জুলাই ২০২৪

ইন্টারনেট খুলে দেয়া ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রত্যাহার করার মাধ্যমেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট নাশকতা ও সহিংসতা বন্ধে তাৎক্ষিণক সমাধান দেখছেন পররাষ্ট্র বিশ্লেষক আলী রীয়াজ ও সাংবাদিক সরাফ আহমেদ৷

ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় অনুষ্ঠানের একটি মুহূর্ত
শক্তি প্রয়োগ করে বাংলাদেশের চলমান আন্দোলন থামানো যাবে না বলে মনে করেন দুই আলোচকছবি: DW

শুক্রবার ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তারা৷

ডয়েচে ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন দেশটির ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ ও জার্মানি প্রবাসী সাংবাদিক সরাফ আহমেদ৷

কোটা আন্দোলনকে ঘিরে চলমান সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৬ জন মারা গেছেন৷ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ৷ এমন বাস্তবাতায় তাৎক্ষণিক সমাধান কী হতে পারে, জানতে চাওয়া হয় অতিথিদের কাছে৷

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘ইমিডিয়েট স্টেপগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা, সেটা হলো ইন্টারনেটের যে ব্ল্যাকআউট, সেটা খুলে দিতে হবে৷ কারণ আমরা যাতে বুঝতে পারি, গত তিন চার দিনে ব্যাপকভাবে যে প্রাণহানি ঘটেছে সেটার সংখ্যাটা কত, কারা, কিভাবে দায়ী৷ এটা বুঝতে পারবেন ইন্টারনেট খুলে দিলে৷ পুলিশ উইথড্র (প্রত্যাহার) করেন সমস্ত জায়গা থেকে৷ পুলিশ, বিজিবি, সশস্ত্র যান ব্যবহার করে ভীতি তৈরি করে...''

তিনি আরো বলেন, ‘‘পুলিশ উইথড্র করুন, শক্তি প্রয়োগের জায়গা দিয়ে হবে না৷ বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিক৷ শিক্ষার্থীদের আসতে দিন৷... যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় আনা হোক৷''

সারাদেশে সহিংসতা, বিটিভিতে আগুন দেয়ার মতো ঘটনার পরও আইন-শৃঙ্খলা বাহিনীকে তুলে নিয়ে তাৎক্ষণিক সমাধান কীভাবে সম্ভব?-এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, ‘‘রোববার-সোমবার হত্যাকাণ্ডের পর এমন অবস্থা তৈরি হয়েছে৷'' এর আগে আন্দোলনের সময় কোনো সহিংসতা হয়নি উল্লেখ করেন  তিনি৷

তাৎক্ষিণক সমাধান প্রসঙ্গে সাংবাদিক সরাফ আহমেদ বলেন, ‘‘এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে সরকারের দুঃখপ্রকাশ করা উচিত৷ দুঃখপ্রকাশ করে তাদের কাছে মাফ চেয়ে রাস্তা থেকে পুলিশ নামিয়ে নেয়া উচিত৷ এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এতে যে গুজব ছড়াচ্ছে, মিরপুরে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে জনতার উপরে এই যে গুজব ছড়ানো হচ্ছে, এইগুলো যারা করছে, তারা খুবই শিশুসুলভ আচরণ করছে৷''

তিনি আরো বলেন, ‘‘তারা বুঝতে পারছে না, ইন্টারনেট বন্ধ করে দিয়ে কোনোদিন এইভাবে মানুষের ক্ষোভ প্রশমিত করা যায় না৷ মানুষের ক্ষোভ প্রশমিত করতে হলে, মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে৷ সেই শক্তি আওয়ামী লীগের এই মুহূর্তে নেই৷''

তবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে মনে করেন সরাফ আহমেদ৷

প্রবাসী এই সাংবাদিক বলেন, ‘‘বর্তমানে আওয়ামী লীগের মধ্যে জনসম্পৃক্ততা নেই৷'' তবে দেশে শান্তি ফিরিয়ে আনতে এখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন না সাংবাদিক সরাফ আহমেদ৷

তিনি আরো বলেন, ‘‘একটা কথা আমি বলব, এই আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই৷ ছাত্রদের হাতে থাকলে বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেয়া, টেলিভিশন পুড়িয়ে দেয়া... একটা সুযোগ সন্ধানী দল, সুযোগ সন্ধানী কর্মীরা এগুলো করে বেড়াচ্ছে৷ আমি তাদের নাম বলব, কিন্তু সবাই বুঝতে পারছে এরা কারা৷ কিন্তু আমি বারবার বললেই হবে না শুধু তাদের কারণে এই ঘটনা ঘটছে৷ কারণ তারও প্রমাণ দরকার, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে৷''

তিনি আরো বলেন, ‘‘শুরুতে আলোচনার মাধ্যমে যে সমাধান হতে পারতো, সেখান থেকে সরকার সরে এসেছে৷ আজকের পরিস্থিতির জন্য তারা দায়ী৷''

অধ্যাপক আলী রীয়াজের মতে কোটা ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্তের ক্ষেত্রে ২০১৮ সালে প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছিলেন৷ বলেন, ‘‘কারণ শপথে আছে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে শাসন করার কথা৷...এখন তিনি বলছেন, ক্ষুব্ধ হয়ে, বিরাগের বশবর্তী হয়ে তিনি এটা করেছিলেন৷ সেটাই হলো শপথ ভঙ্গ করা৷''

তিনি আরো বলেন, ‘‘কথিত ছাত্রলীগকর্মী, যুবলীগকর্মী যারা অস্ত্র উঁচিয়ে... তাদের আটক করুন, বিচার করুন৷ এটার জন্য কোনো রকম আলোচনার দরকার হয় না৷''

এই অধ্যাপক বলেন, ‘‘যে প্রশ্নটা উঠেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের, অতীত অভিজ্ঞতাগুলো দেখুন, ২০১৮ সালের আন্দোলনের পরে, ওই আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে, সেগুলোর ভার তাদের বহন করতে হয়েছে৷ এই হচ্ছে পরিস্থিতি৷''

চলমান আন্দোলনে বিরোধীদলের ভূমিকা নিয়ে আলী রীয়াজ বলেন, ‘‘এই আন্দোলনের সূচনায় রাজনৈতিক দলগুলোর না থাকাটাই সঠিক ছিল৷ কারণ এটা রাজনৈতিক দলের দাবি ছিল না৷ এটা শিক্ষার্থীদের দাবি ছিল৷''

শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর ব্যর্থতা উঠে এসেছে বলে মনে করেন সরাফ আহমেদ৷

টিএম/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ