1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারপোলের লাল তালিকায় ৭৮ বাংলাদেশি

১৬ জানুয়ারি ২০২১

বাংলাদেশের ৭৮ নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে৷ তাদের মধ্যে সবশেষ দুইজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

Singapur Interpol Global Complex for Innovation
ছবি: picture-alliance/dpa/W. Woon

গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানবপাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ৷ তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তারে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থাটি৷ এর মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছেন৷

তবে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে ক্যানাডায় পলাতক পিকে হালদারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে থেকে রেড নোটিশ জারির অনুরোধপত্র পাঠানো হলেও ইন্টারপোলের লাল তালিকায় তা প্রকাশিত হয়নি৷ একাধিক সূত্র জানায়, সংস্থাটি নিজেরা তথ্য পরীক্ষা করে সন্তুষ্ট হলে তালিকায় কারো নাম অন্তর্ভুক্ত করে৷ অন্যদিকে কুয়েতে আটক এমপি পাপুলের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি৷

বাংলাদেশের যে দুই পলাতক মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছেন তারা হলেন: মাদারীপুরের শাহাদাত হোসেন এবং কিশোরগঞ্জের জাফর ইকবাল৷ এই মানবপাচার চক্রের মোট ছয় জনের বিরুদ্ধে নোটিশ জারি আছে৷ শাহাদাত হোসেনকে বিমানবন্দর থেকে সিআইডি গ্রেপ্তার করেছে৷ আর জাফর ইকবালকে ইটালিতে গ্রেপ্তার করা হয়েছে৷ ইটালির পুলিশ ১০ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি)  চিঠি দিয়ে প্রেপ্তারের খবর জানিয়েছে৷ জাফরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে৷ এজন্য সর্বোচ্চ ৪০ দিন সময় লাগতে পারে৷

জিসানুল হক

This browser does not support the audio element.

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীরা গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করে, সেই মামলায় শাহাদাত ও জাফর আসামি৷ আরো চার আসামি হলেন বাংলাদেশি মিন্টু মিয়া, স্বপন, নজরুল ইসলাম মোল্লা ও তানজিরুল৷ তাদের ধরিয়ে দিতে গত নভেম্বরে ইন্টারপোল রেড নোটিশ জারি করে৷

সিআইডি'র এএসপি জিসানুল হক বলেন, ‘‘আমরা তদন্ত করছি৷ ছয় জনের বাইরে আরো জড়িত যাদের নাম আসবে তাদের ধরার জন্যও রেড নোটিশ জারির অনুরোধ করবো ইন্টারপোলকে৷ এই ছয় জনের জন্য আমরাই রেড নোটিশ জারির অনুরোধ করেছিলাম৷’’

তিনি জানান, এর আগে ইন্টারপোলের সহায়তায় দুবাইতে বাংলাদেশি একটি মানবপাচারকারী দলকে আটক করা হয়েছে৷ কুয়েতেও মানবপাচারকারীদের চিহ্নিত করার কাজ চলছে৷ তাদের ব্যাপারেও ইন্টারপোলের সহায়তা নেয়া হবে৷ ইন্টারপোলের সাথে বাংলদেশ পুলিশ ঘনিষ্ট ভাবে কাজ করছে৷

এমপি পাপুলের ব্যাপারে কী হবে?
এদিকে কুয়েতের কারাগারে গত সাত মাস ধরে আটক আছেন লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল৷ তার বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অভিযোগে বিচার চলছে৷ ২৮ জানুয়ারি রায় ঘোষণা করা হবে৷ তার বিরুদ্ধে এখনো বাংলাদেশে কোনো সংসদীয় ব্যবস্থা নেয়া হয়নি৷ স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাপুলকে কুয়েতে আটকের বিষয়টি তাকে কেউ আনুষ্ঠানিকভাবে (চিঠি দিয়ে) জানায়নি৷ তাই তিনি ব্যবস্থা নিতে পারছেন না৷ যদিও তার আটকের বিষয়টি সংসদে আলোচনা হয়েছে৷

পাপুলের বিরুদ্ধে দুদক অর্থ পাচারের মামলা করেছে৷ তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক৷ দুদকের আইনজীবী খুরশীদ আলম জানান, ‘‘পাপুল তো কুয়েতে আটক আছেন৷ তার বিচার চলছে৷ তাকে আটক করতে আর রেড নোটিশ দরকার নাই৷ আর কুয়েতের মামলা এবং সাজা যদি হয় তা শেষ হওয়ার পর তাকে দেশে আনার আইনগত প্রক্রিয়া শুরু হবে৷''

এএসপি জিসানুল হক বলেন, ‘‘এমপি পাপুল সাহেবের বিরুদ্ধে সিআইডির দায়ের করা মানিলন্ডারিং ও মানব পাচার মামলার তদন্ত চলছে৷ তদন্ত শেষ হলে পরবর্তী প্রক্রিয়া নিয়ে সিআইডি কাজ করবে৷’’

খুরশীদ আলম

This browser does not support the audio element.

পিকে হালাদার প্রসঙ্গ
লিজিং কোম্পানি দিয়ে জালিয়াতি করে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগের মামলার আসামি পিকে হালদারকে ধরতেও রেড নোটিশ জারির আবেদন করেছে পুলিশ৷ যদিও নামটি এখনও ইন্টারপোলের বাংলাদেশি ‘ওয়ান্টেড পার্সন’ এর তালিকায় নেই৷ দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘‘আমাদের অনুরোধে পুলিশ সদর দপ্তরতো রেড নোটিশ আবেদন করেছে৷ এখন কবে তারা নোটিশ জারি করবেন সেটা তো আমরা বলতে পারব না৷’’

সিআইডির এএসপি বলেন, ‘‘আমরা অনুরোধ পাঠাবার পর রেড নোটিশ প্রকাশ করতে ইন্টারপোল সময় নেয়৷ দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মূখ্য নয়৷ তারা যদি তথ্য প্রমাণ দেখে সন্তুষ্ট হয় তাহলে রেড নোটিস প্রকাশ করে৷ প্রকাশ করতে কিছু দিন সময় লাগে৷’’

৭৮ বাংলাদেশি
ইন্টারপোলের লাল তালিকায় এখন ৭৮ বাংলাদেশির নাম ও পরিচয় আছে৷ তাদের মধ্যে গ্রেপ্তারকৃত ওই দুই জন মানবপাচারকারীও আছেন৷ তালিকায় যাদের নাম আছে তাদের অপরাধের ধরনও বলা আছে৷ আছে ঠিকানা, বয়স ও ছবি৷

৭৮ জনের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের নামও আছে৷ আছে যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের নাম৷ বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরী, খন্দকার আব্দুর রশীদ, নাজমুল আনসার, শরিফুল হক ডালিম, আহমেদ শরিফুল হোসেন, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরীর নাম আছে৷ যুদ্ধাপরধের মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের মধ্যে আবদুল জব্বার ইঞ্জিনিয়ার ও মাওলানা আবুল কালাম আজাদ আছে তালিকাতে৷

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন, সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি ও বিএনপি নেতা হারিস চৌধুরীর নাম ও ছবিও আছে এই তালিকায়৷

মানব পাচারকারী, হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী যারা পলাতক তাদের নামেও রেড নোটিশ জারি করা হয়েছে৷

গত সেপ্টেম্বরের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ