1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯ নভেম্বর ২০০৯

বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৯২-তম জন্মবার্ষিকী৷ এই উপলক্ষ্যে এবছর ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার দেওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷

ছবি: Picture-alliance/dpa

বৃহস্পতিবার একথা ঘোষণা করে ইন্দিরা গান্ধী মোমোরিয়াল ট্রাস্ট৷ প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সভাপতিত্বে এক আন্তর্জাতিক জুরি বোর্ড শেখ হাসিনার নাম মনোনীত করেন৷ গণতন্ত্র ও বহুত্ববাদের প্রসারে শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার৷ দেশের মানুষের দারিদ্র্য ও আর্থ-সামাজিক উন্নতি ও গরিব মানুষদের ন্যায়বিচারের জন্য তাঁর প্রয়াস অনুকরণযোগ্য, বলা হয়েছে জুরি বোর্ড-এর পক্ষ থেকে৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ