1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুমুখী প্রতিভা পিটার উস্তিনভ

মারুফ আহমেদ২৯ এপ্রিল ২০১৩

জানতেন অনেকগুলো ভাষা৷ অভিনয়, পরিচালনা, সাংবাদিকতাসহ অনেক ক্ষেত্রেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন৷ তবে ভারত পিটার উস্তিনভকে বেশি মনে রাখবে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে৷

ছবি: Getty Images

বিখ্যাত ছয়াছবি ‘কুয়ো ভাডিস'-এর মানসিকভাবে অসুস্থ রোমান সম্রাট নিরো বা ‘স্পার্টাকাস'-এর গ্ল্যাডিয়েটর বা যোদ্ধা ক্রীতদাস ব্যবসায়ী অথবা আগাথা ক্রিস্টির ‘ডেথ অন দ্য নীল'-এর তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা হ্যার্কুল পয়রোর চরিত্রের কথা মনে হলেই চোখে ভেসে ওঠেন শক্তিশালী চরিত্রাভিনেতা পিটার উস্তিনভ৷

বিংশ শতাব্দীর একজন বড় মাপের অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে খ্যাত৷ পঞ্চাশটিরও বেশি ছায়াছবিতে অভিনয় করে কুড়িয়েছিলেন বিশ্বখ্যাতি৷ দু'বার অস্কার ছাড়াও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ কিন্তু মানুষ হিসেবে যে তিনি আরো বড় মাপের, তা অনেকেই হয়ত জানেন না৷ সমাজের বিভিন্ন দিকে বিভিন্নভাবে তাঁর পদচারণা সত্যিই অবিশ্বাস্য৷ চলচ্চিত্র, নাটক, পরিচালনা, সাহিত্য, সংগীত ও শিল্পকলা থেকে শুরু করে বেতার ও টেলিভিশনে উপস্থাপনা এবং সাংবাদিকতা ও শিক্ষাকতা – সব ক্ষেত্রেই তিনি ছিলেন এক প্রোটাগনিস্ট৷ আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সামাজিক তৎপরতাও খুব উল্লেখযোগ্য, বিশেষ করে ‘ইউনিসেফ' ও ‘ইউনেস্কো'-র বিশেষ দূত হিসেবে বিশ্বব্যাপী অসহায়, দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর সক্রিয় প্রচেষ্টার কথা না বললেই নয়৷ বিশ্বব্যাপী গণতন্ত্রের অগ্রগতির সহায়ক সংস্থা ওয়ার্ল্ড ফেডারেলিস্ট মুভমেন্টের সভাপতি হিসেবে তাঁর কাজও মনে রাখার মতো৷

১৯৬৫ সালে অস্কার অনুষ্ঠানে সোফিয়া লরেনের সঙ্গে পিটার উস্তিনভছবি: AP

রাশিয়ান, জার্মান, সুইস ও ইথিওপিয়ান বংশোদ্ভূত বাবা এবং রাশিয়ান, ফরাসি ও ইতালীয় উত্তরসূরি মায়ের সন্তান পিটার বড় হয়ে ওঠেন একাধিক ভাষাকে সঙ্গে নিয়ে৷ বাবা ছিলেন কূটনীতিক ও সাংবাদিক, মা শিল্পী৷ বাড়িতেই শিখেছিলেন ইংরেজি, রুশ, জার্মান ও ফরাসি৷ পরে ইতালীয় ও স্প্যানিশ ভাষাতেও পারদর্শি হয়ে ওঠেন৷ এই ছ'টি ভাষাতেই অনর্গল কথা বলতে পারতেন পিটার৷ ওয়েস্টমিনিস্টার স্কুলে পড়শোনা শেষ করে ‘লন্ডন থিয়েটার স্টুডিও'-তে অভিনয় শেখেন তিনি৷ ১৯৪২ সালে মঞ্চায়িত হয় তাঁর প্রথম নাটক ‘হাউজ অফ রিগ্রেটস'৷ দারুণ সাড়া জাগায় নাটকটি৷ সংগীত ও শিল্পকলার সাথে তাঁর ছিল গভীর সম্পর্ক৷ পশ্চিমের ধ্রুপদী সংগীতের ভালো বোদ্ধা ছিলেন স্যার পিটার উস্তিনভ৷ বিখ্যাত অনেক অপেরা পরিচালনা করেছেন৷ লেখক হিসেবেও পেয়েছেন বিপুল সমাদর৷ সাংবাদিক হিসেবেও ছিলেন দক্ষ৷ ১৯৮৪ সালে সাংবাদিক হিসেবে উস্তিনভ ভারতে গিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সাক্ষাৎকার নিতে৷ ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় ভবনে সাক্ষাৎকারের দিনই দুই দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধি৷ প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর নির্মিত প্রামাণ্যচিত্রটি বিবিসি টেলিভিশনেও দেখানো হয়েছে৷

‘ইউনিসেফ' ও ‘ইউনেস্কো'-র বিশেষ দূত হিসেবেও কাজ করেছেনছবি: AP

বিশ্বের অনেক দেশে বিশেষ করে অসহায় শিশুদের জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন পিটার উস্তিনভ৷ ১৯৯০ সালে ‘নাইট' উপাধিতে ভুষিত করা হয় তাঁকে৷ ১৯৯২ থেকে বলতে গেলে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডের ডার্ম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর৷ তাঁর সম্মানে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট সোসাইটি শাখার নাম এখন ‘উস্তিনভ কলেজ'৷

ছবি: AP

পিটার উস্তিনভ

পুরো নাম: পিটার আলেকজান্ডার উস্তিনভ

জন্ম: ১৬ই এপ্রিল, ১৯২১, লন্ডন, ইংল্যান্ড

মৃত্যু: ২৮শে মার্চ, ২০০৪, ভোদ, সুইজারল্যান্ড

পেশা: অভিনেতা, লেখক ও নাট্যকার

বাবা: জোনা ফন উস্তিনভ

মা: নেদেজদে বেন্ওয়া

স্ত্রী: ইজল্ডে ডেনহাম (১৯৪০ – ৫০)

সুজানে ক্লটিয়ার (১৯৫৪ – ৭১)

হেলেন ড্য লু ড'ল্যমান (১৯৭২ – ২০০৪)

উল্লেখযোগ্য ছায়াছবি: কুয়ো ভাডিস, স্পার্টাকাস, বিলি বাড, টপকাই, ডেথ অন দ্য নীল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ